এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ ও অভিযুক্ত করলেন রাজ্যপাল

সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারকে তীব্র কটাক্ষ ও অভিযুক্ত করলেন রাজ্যপাল


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আবার রাজ্য- রাজ্যপাল সংঘাত। রাজ্যের দায়িত্ব নেবার পর থেকেই রাজ্যপাল জগদীপ ধনকর রাজ্য সরকারের বিরুদ্ধে বিভিন্ন বিষয়ে বারবার ক্ষোভ প্রকাশ করেছেন। বারবার তিনি সতর্ক করেছেন রাজ্য সরকারকে। আজ আবার এক সাংবাদিক বৈঠকে বিভিন্ন বিষয় নিয়ে তিনি ক্ষোভ প্রকাশ করলেন রাজ্য সরকারের বিরুদ্ধে। সেইসঙ্গে সতর্ক করলেন রাজ্য সরকারকে।

রাজ্যপাল জগদীপ ধনকর এক সাংবাদিক সম্মেলনে জানালেন যে, দেশের মধ্যে কেউ বহিরাগত নন। বহিরাগত ভাবনা সংবিধানের মূল ধারণার উপরে কুঠারাঘাত বলেই জানালেন তিনি। তিনি জানালেন যে, সংবিধানের বিপরীত ভাবনার কোন কাজ করা উচিত নয়। রাজ্যে সরকারকে বহিরাগত ইস্যুতে এভাবে স্পষ্ট জবাব দিলেন রাজ্যপাল জগদীপ ধনকর। সেইসঙ্গে তিনি অভিযোগ করেছেন যে, মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক দায়িত্ব যথাযথভাবে পালন করছেন না।

প্রসঙ্গত, বিজেপির বেশকিছু কেন্দ্রীয় নেতাকে বহিরাগত বলে বারবার কটাক্ষ করেছে শাসকদল তৃণমূল। আগামী বিধানসভা নির্বাচনের লক্ষ্যে রাজ্যে বারবার করে আসছেন বিজেপির একাধিক কেন্দ্রীয় নেতা। তাঁদেরকে বারবার বহিরাগত বলে কটাক্ষ করা হয়েছে। আজ এই ইস্যুতে রাজ্য সরকারকে মোক্ষম বার্তা দিলেন রাজ্যপাল। সেই সাথে মুখ্যমন্ত্রী নিজের সাংবিধানিক দায়িত্ব পালনে ব্যর্থ বলে তীব্র সমালোচনা করলেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

রাজ্যপাল জগদীপ ধনকর আম্ফান ঘূর্ণিঝড় প্রসঙ্গে রাজ্য সরকারের সমালোচনা করলেন। রাজ্যপাল জানালেন যে, আম্ফান ঝড়ের পর বিকল হয়ে পড়েছিল রাজ্যের প্রশাসন। তিনি অভিযোগ করেছেন, দুর্যোগের পূর্বাভাস থাকা সত্ত্বেও উপযুক্ত প্রস্তুতি গ্রহণ করেনি রাজ্য সরকার। দুর্নীতির বিরুদ্ধেও রাজ্য সরকারকে এক হাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

রাজ্যপাল জানালেন যে, অম্ফানের ক্ষতিপূরণদানে আর্থিক তছরূপী করা হয়েছে, দুর্নীতি করা হয়েছে করোনা মোকাবিলার বরাদ্দেও। এ বিষয়ে আদালতের পক্ষ থেকে তদন্তের নির্দেশ দেয়া হয়েছে। এভাবেই সাংবাদিক সম্মেলনে রাজ্য সরকারকে তীব্র ভাবে অভিযুক্ত করলেন রাজ্যপাল জগদীপ ধনকর।

ইতিপূর্বে রাজ্য সরকারের বিরুদ্ধে বারবার সরব হয়েছেন রাজ্যপাল জগদীপ ধনকর। রাজ্যের স্বাস্থ্যব্যবস্থা, রাজ্যের শিক্ষাব্যবস্থা, রাজ্যের পুলিশি ব্যবস্থা, রাজ্যের প্রশাসন নিয়ে রাজ্যপাল বারবার তাঁর ক্ষোভ প্রকাশ করেছেন ও হুঁশিয়ারি দিয়েছেন রাজ্য সরকারকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!