এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রথম সাক্ষাৎকারেই মোদি সরকারের জন্য উদ্বেগ বাড়িয়ে দিলেন নতুন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবীদ

প্রথম সাক্ষাৎকারেই মোদি সরকারের জন্য উদ্বেগ বাড়িয়ে দিলেন নতুন নোবেলজয়ী বাঙালি অর্থনীতিবীদ

বাঙালি হিসেবে আজ সকলে গর্ববোধ করছেন। অমর্ত্য সেনের পর দীর্ঘ 21 বছরের বিরতি নিয়ে দারিদ্র্য দূরীকরণ নিয়ে গবেষণার জন্য নোবেল প্রাপক হিসেবে নাম ঘোষণা করা হয়েছে বঙ্গসন্তান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়ের। বর্তমানে তার এই নোবেল পাওয়ার ঘটনায় সেই অভিজিৎ বন্দ্যোপাধ্যায়কে শুভেচ্ছা জানাতে শুরু করেছেন সকলেই। আনন্দে যেমন ডগমগ হতে দেখা গেছে বাংলাকে, ঠিক তেমনই আনন্দে ভাসছে ভারতবর্ষও।

কিন্তু সদ্য নোবেলজয়ী আমেরিকার অর্থনীতিবীদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায় এবার কিছুটা কেন্দ্রের বিজেপি সরকারের অস্বস্তিকে বাড়িয়ে দিলেন। সূত্রের খবর, এদিন নোবেল জয়ের পর ভারতের অর্থনীতি নিয়ে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে রীতিমতো অসন্তোষ প্রকাশ করেন নোবেলজয়ী বাঙালি ইন্দো-আমেরিকান অর্থনীতিবীদ অভিজিৎ বন্দ্যোপাধ্যায়।

তিনি বলেন, “যেটা করা সম্ভব সেটাই করা উচিত। যা সম্ভব নয়, তা করার কথা ভাবলে সমস্যা তৈরি হয়। সরকারের উচিত আরও সাবধানে নীতি নির্ভর হয়ে কাজ করা। আমি মনে করি ভারত সরকারের রাজনৈতিক উদ্দেশ্য রয়েছে বিভিন্ন পরিকল্পনা রূপায়নে। যা নয়, তাই করতে গিয়ে বিপাকে পড়ে সরকার।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে নোবেলজয়ী বাঙালি অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যয়ের এহেন মন্তব্য এবং পরিষেবাদি শুল্ক বাস্তবায়নে ত্রুটি রয়েছে বলে স্বীকার করে নিতে দেখা যায় অর্থমন্ত্রী নির্মলা সীতারামনকে। তবে অর্থনৈতিক বিষয়ে তিনি মোদি সরকারের সমালোচনা করলেও কেন্দ্রের বিজেপি সরকারের বিভিন্ন পরিকল্পনা নিয়ে প্রশংসাও শোনা গেছে তার গলায়।

এদিন তিনি ইউপিএ আমলে প্রকল্প জাতীয় পল্লী কর্মসংস্থান গ্যারান্টি স্কিম বা নারেগা অর্থাৎ 100 দিনের কাজের প্রকল্পের ভূয়সী প্রশংসা করে বলেন, “নারেগা থেকে প্রাপ্ত আয়ের বেশিরভাগ অংশ নারেগা থেকে আসে না। বরং মজুরি বাড়ায় কারণ স্বল্প বেতনে অন্য কাজ করতে হয় না এবং এর ফলে দরিদ্র মানুষদের একটা বড় অংশ খুব উপকৃত হয়েছে।”

অন্যদিকে গ্রামীণ রাস্তা কর্মসূচি পিএমজিএসওয়াই প্রকল্পেরও এদিন প্রশংসা করেন অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। সব মিলিয়ে নোবেলজয়ী বাঙালি হিসেবে নাম ঘোষণা হওয়ার পরই অর্থনীতি নিয়ে মোদি সরকারের কিছুটা সমালোচনা করে অন্যান্য বিষয়ে প্রশংসা করলেন বাঙালি সন্তান।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!