এখন পড়ছেন
হোম > জাতীয় > মগের মুলুক! বাংলায় দুর্নীতি হলেও চুপ, কিন্তু দিল্লিতে গিয়ে ইস্তফার দাবি কল্যাণের!

মগের মুলুক! বাংলায় দুর্নীতি হলেও চুপ, কিন্তু দিল্লিতে গিয়ে ইস্তফার দাবি কল্যাণের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-আজ থেকে শুরু হয়েছে সংসদের অষ্টাদশ লোকসভার অধিবেশন। আর প্রথম দিন থেকেই নেট এবং নিটের দুর্নীতিকে হাতিয়ার করে সোচ্চার হয়েছে বিরোধীরা। কোথাও একটা গন্ডগোল হয়েছে, সমস্যা হয়েছে, এটা কেন্দ্রীয় সরকারের শিক্ষামন্ত্রীও মেনে নিয়েছেন। তদন্ত চলছে গোটা বিষয় নিয়ে। আর সেই ব্যাপারে এবার কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগের দাবি করলেন তৃণমূলের সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তবে কল্যানবাবুর বক্তব্যকে হাতিয়ার করেই পাল্টা প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি।

প্রসঙ্গত, এদিন সংসদের বাইরে বিক্ষোভ করে ইন্ডি জোট। আর তারপরেই সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে কল্যাণ বন্দ্যোপাধ্যায় দাবি করেন, অবিলম্বে এই দুর্নীতির দায় নিয়ে কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগ করতে হবে। আর এখানেই বঙ্গ বিজেপির একটা অংশ প্রশ্ন তুলছেন যে, কল্যাণবাবুর এই সমস্ত বক্তব্য আসলে মগের মুলুক। তার লজ্জা করলো না কেন্দ্রীয় শিক্ষামন্ত্রীকে পদত্যাগের কথা বলতে! তাহলে তো দুর্নীতির কারণে জেলে যাওয়ার আগেই তাদের পদ থেকে সরিয়ে দিতে হত প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়কে। সেটা তো তাদের করতে দেখা যায়নি।

এমনকি এখনও যে শিক্ষা নিয়োগ দুর্নীতি চলছে, যেভাবে একের পর এক পর্দা ফাঁস হচ্ছে, তাতে শিক্ষামন্ত্রী তো বটেই, রাজ্যের মুখ্যমন্ত্রীকেও তো পদত্যাগ করা উচিত। কিন্তু তা না করে একটা দুর্নীতি হয়েছে, সযেখানে কেন্দ্রীয় সরকার কড়া আইন এনে গোটা বিষয়টাকে আয়ত্তে আনার চেষ্টা করছে, আর সেই সময় সরকারকে সহযোগিতা না করে কল্যান বন্দ্যোপাধ্যায়ের এই ধরনের দাদাগিরি মূলক মন্তব্য মোটেই শোভা পায় না। দিনের শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক সমালোচকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!