এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল >  “মৃত্যুর দায় নিতে হবে” নবজোয়ার থেকে কেন্দ্রকে কটাক্ষ অভিষেকের!

 “মৃত্যুর দায় নিতে হবে” নবজোয়ার থেকে কেন্দ্রকে কটাক্ষ অভিষেকের!


 

প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- ওড়িশার বালেশ্বরে ভয়াবহ রেল দুর্ঘটনার পর থেকেই ব্যাপক চাপে কেন্দ্রীয় সরকার। বিরোধী দলগুলোর পক্ষ থেকে কেন্দ্রকে কড়া ভাষায় আক্রমণ করা হচ্ছে। আর এই পরিস্থিতিতে তৃণমূলে নবজোয়ার কর্মসূচি থেকে এই মৃত্যুর দায় কেন্দ্রকে নিতে হবে বলে দাবি করলেন তৃণমূলের সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। তার দাবি, উদ্বোধনের সময় যদি কৃতিত্ব আপনার হয়, তাহলে এই দুর্ঘটনায় মৃত্যুর দায়ও আপনাকে নিতে হবে।

প্রসঙ্গত, এদিন তৃণমূলে নবজোয়ার কর্মসূচিতে বক্তব্য রাখেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। যেখানে রেল দুর্ঘটনা নিয়ে কেন্দ্রকে আক্রমণ করেন তিনি। এদিন এই প্রসঙ্গে এই তৃণমূল নেতা বলেন, “তিনটে গাড়ির সংঘর্ষে 300 জন নিরপরাধ মানুষের প্রাণ আজকে চলে গেল। আপনি বন্দে ভারত করছেন, আপনি রেল উদ্বোধনের সময় সবুজ পতাকা নিয়ে সামনে দাঁড়াচ্ছেন। তাহলে রেল উদ্বোধন করার কৃতিত্ব যদি আপনি নেন, তাহলে এত মানুষের মৃত্যুর দায়ও আপনাকে নিতে হবে।”

তবে অভিষেক বন্দ্যোপাধ্যায় এই কথা বললেও তাকে গুরুত্ব দিতে নারাজ পদ্ম শিবিরের একাংশ। তাদের দাবি, রাজনীতিতে অনেক নাবালক অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাই তার এই ধরনের বক্তব্যকে গুরুত্ব দেওয়া উচিত নয়। তার নেত্রী যখন রেলমন্ত্রী ছিলেন, তখন রেলের কি অবস্থা হয়েছিল, তা গোটা ভারতবর্ষের মানুষ জানে। বর্তমানে ঘটনা ঘটার সাথে সাথে পরিস্থিতি মোকাবিলা করার চেষ্টা করছে কেন্দ্রীয় সরকার। তাই এই সময় এই ধরনের কথা বলে রাজনৈতিক ফায়দা তুলতে চাইছে তৃণমূল বলেই দাবি গেরুয়া শিবিরের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!