এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > মুখ্যমন্ত্রী ও আলাপন বন্দ্যোপাধ্যায়কে একযোগে তুমুল আক্রমণ বিরোধী দলনেতার

মুখ্যমন্ত্রী ও আলাপন বন্দ্যোপাধ্যায়কে একযোগে তুমুল আক্রমণ বিরোধী দলনেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল রাজ্যের মুখ্য সচিবের দায়িত্ব থেকে অবসর নিয়েছেন আলাপন বন্দ্যোপাধ্যায়। এরপর মুখ্যমন্ত্রী তাঁকে তাঁর মুখ্য উপদেষ্টার পদে অভিসিক্ত করেছেন। আগামী তিন বছরের জন্য এই পদে থাকতে চলেছেন তিনি। অন্যদিকে প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে উপস্থিত না থাকার কারণে আজ কেন্দ্র থেকে শোকজ করা হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। এই আবহে আজ মুখ্যমন্ত্রী ও আলাপন বন্দ্যোপাধ্যায়ের তীব্র সমালোচনা করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী।

আজ একাধিক টুইট করে মুখ্যমন্ত্রী ও আলাপন বন্দ্যোপাধ্যায়কে একযোগে তীব্র কটাক্ষ আক্রমণ করলেন শুভেন্দু অধিকারী। তিনি জানালেন, পশ্চিমবঙ্গে চলছে বিমূর্ত নাট্যের অভিনয়। তিনি অভিযোগ করেছেন, মুখ্যমন্ত্রীর নিজের অহমিকার কারণে দেশের প্রশাসন তন্ত্রের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ধ্বংস হয়ে যাচ্ছে। মুখ্যমন্ত্রীকে একজন ‘নন এমএলএ সিএম’ বলে কটাক্ষ করেছেন শুভেন্দু অধিকারী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি অভিযোগ করেছেন, যে মুখ্য সচিব নিয়ম ভঙ্গ করেছেন, তাঁকে রক্ষা করছেন মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রীর আচরণে তাঁর অফিসের আবহাওয়া বিঘ্নিত হচ্ছে, সংবিধানসম্মত নিয়ম-কানুন বিঘ্নিত হচ্ছে। তিনি প্রশ্ন করেছেন, রাজ্যের মুখ্যসচিব সরকারের কি এমন গোপন খবর জানেন? যে তাঁকে লুকিয়ে রাখতে এমন স্বর্গ-মর্ত তোলপাল করে ফেলা হচ্ছে।

শুভেন্দু অধিকারী প্রশ্ন করেছেন, যশের কারণে মানুষ যখন দুর্গতির মধ্যে পড়েছেন, সে সময় তাদের জন্য ডাকা বৈঠকে অনুপস্থিত থাকা কোন প্রশাসনের মুখ্য সচিবের কাছে কি মানায়? প্রাকৃতিক দুর্যোগ, মহামারীর কারণে তীব্র প্রতিকূল পরিস্থিতিতে নিয়ম-শৃঙ্খলা ভঙ্গ করা, আইন ভঙ্গ করা বিদায়ী সচিবের বিরুদ্ধে কড়া ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন তিনি।

তিনি কটাক্ষ করেছেন, হীন রাজনৈতিক উদ্দেশ্যকে গুরুত্ব দিতে গিয়ে মুখ্যসচিব যা করেছেন, সেই আচরণের নিন্দা করছেন তিনি। তিনি জানিয়েছেন, তৃণমূলের একটি প্রিয় অভ্যাস হলো করদাতাদের টাকা লুট করে নেওয়া। না হলে একজন ‘নন এমএলএ সিএম’ প্রতি মাসে আড়াই লক্ষ টাকা ব্যয় করে একজন বিদায়ী সচিবকে নিজের অ্যাডভাইজার পদে আনতেন না। জনগণের কষ্টার্জিত অর্থ আরও ভালোভাবে ব্যবহার করা যেত।

এভাবেই , আজ একাধিক টুইট করে মুখ্যমন্ত্রী ও মুখ্যমন্ত্রীর মুখ্য উপদেষ্টার তীব্র সমালোচনা করলেন শুভেন্দু অধিকারী। অন্যদিকে, কলাইকুণ্ডায় প্রধানমন্ত্রীর রিভিউ বৈঠকে উপস্থিত না থাকার কারণে শোকজ করা হয়েছে আলাপন বন্দ্যোপাধ্যায়কে। এই বৈঠক কেন তিনি এড়িয়ে গিয়েছেন? তিন দিনের মধ্যে তার জবাব চেয়েছে কেন্দ্র সরকার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!