এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদৌ কি প্রার্থী দেয়া হবে ভবানীপুরে? ব্যাপক দ্বিধায় বাম ও কংগ্রেস

মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে আদৌ কি প্রার্থী দেয়া হবে ভবানীপুরে? ব্যাপক দ্বিধায় বাম ও কংগ্রেস


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – উপ নির্বাচনের দিন ঘোষণা করা হলো ভবানীপুরে। ভবানীপুর থেকে প্রার্থী হতে চলেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ইতিপূর্বে প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছিলেন যে, ভবানীপুরে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে প্রার্থী দিতে ইচ্ছুক নন তিনি। তবে এটা একান্তই তাঁর ব্যক্তিগত মতামত। পরে এ বিষয়ে শীর্ষ কংগ্রেস নেতা সলমন খুরশিদ জানিয়েছেন যে, প্রদেশ কংগ্রেস সভাপতি যে বক্তব্য রেখেছেন, দল তা শুনবে। এ বিষয়ে আলোচনা চলবে। চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন দলের সভানেত্রী সোনিয়া গান্ধী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

জানা যাচ্ছে, ভবানীপুরের প্রার্থী দেওয়া হবে কিনা? এ বিষয়ে আজ বিশেষ আলোচনা করতে চলেছে রাজ্য কংগ্রেস নেতৃত্ব। এই বিষয় নিয়ে আজ প্রদেশ কংগ্রেসের এক বিশেষ বৈঠক রয়েছে। সেখানেই চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার সম্ভাবনা রয়েছে। আর ভবানীপুরে প্রার্থী দেয়া হবে কিনা? এ বিষয়ে কংগ্রেসের সিদ্ধান্তের দিকে লক্ষ্য রাখছে বামফ্রন্ট। ভবানীপুরে যদি কংগ্রেস কোনো প্রার্থী না দেয়, তবে সেখানে বামফ্রন্ট প্রার্থী দিতে ইচ্ছুক। তবে, এখনো প্রার্থী নিশ্চিত করতে পারেনি বামফ্রন্ট।

সিপিএম যেমন ভবানীপুর আসনে প্রার্থী দিতে ইচ্ছুক, তেমনই বামফ্রন্টের শরীফ ফরওয়ার্ড ব্লকও এই আসনে প্রার্থী দিতে ইচ্ছুক। আর যা থেকে বাড়ছে ধন্দ। তাই শেষ পর্যন্ত কে এখানে প্রার্থী দেবে? তা নিয়ে চলছে নানা মতামত। এ বিষয়ে বিশেষ বৈঠক ডাকা হয়েছে আগামীকাল বামফ্রন্টের পক্ষ থেকে। জানা গেছে, এখনো যেহেতু সংযুক্ত মোর্চার মধ্যে রয়েছে বামফ্রন্ট ও কংগ্রেস। তাই সেখানে যে দলই প্রার্থী দিক না কেন? সংযুক্ত মুদ্রার নামেই লড়াই করবেন সেই প্রার্থী। এদিকে ভবানীপুরে কোন হেভিওয়েট প্রার্থীকে দাঁড় করানোর সিদ্ধান্ত নিয়েছে বিজেপি। যদিও এখনও ভবানীপুরের প্রার্থী নিশ্চিত করতে পারেনি বিজেপি। ভবানীপুরে কাকে প্রার্থী করা হবে? এ নিয়ে দ্রুত বৈঠকে বসার সম্ভাবনা রয়েছে বিজেপির।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!