এখন পড়ছেন
হোম > জাতীয় > মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বদল? জয়লাভে মরিয়া বিজেপির নয়া পরিকল্পনা!

মুখ্যমন্ত্রীর বিধানসভা কেন্দ্রে বদল? জয়লাভে মরিয়া বিজেপির নয়া পরিকল্পনা!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-  রামমন্দির, অযোধ্যা ইত্যাদি ইস্যুকে সামনে রেখে বারবার নিজেদের নির্বাচনী ইশতেহার তৈরি করেছে ভারতীয় জনতা পার্টি। সামনেই 2022 সালে উত্তরপ্রদেশ বিধানসভার নির্বাচন। আর তার দুই বছর পরেই অর্থাৎ 2024 সালে দেশের লোকসভা নির্বাচন। তবে ভারতবর্ষের লোকসভায় কি হতে চলেছে, তা উত্তরপ্রদেশের বিধানসভা বলে দেয়। বর্তমানে উত্তরপ্রদেশে বিজেপি ক্ষমতায় রয়েছে। আগামী দিনে আবার নিজেদের ক্ষমতা দখলে রাখতে রীতিমতো মরিয়া হয়ে উঠেছে গেরুয়া শিবির। আর এই পরিস্থিতিতে অযোধ্যাকে সামনে রেখেই উত্তরপ্রদেশে বাজিমাত করতে চাইছে ভারতীয় জনতা পার্টি। জানা যাচ্ছে, এবার উত্তরপ্রদেশের বর্তমান মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথের বিধানসভা কেন্দ্র বদল হতে চলেছে। যেখানে গোরক্ষপুর থেকে তাকে অযোধ্যায় প্রার্থী করা হতে পারে বলে দাবি করছেন একাংশ।

বিশেষ সূত্র মারফত খবর, উত্তরপ্রদেশের যোগী আদিত্যনাথের ওপর ভরসা রেখেই এবার নির্বাচনী লড়াই করতে চলেছে ভারতীয় জনতা পার্টি। তবে সেই যোগী আদিত্যনাথের আসন বদল হওয়ারও যথেষ্ট সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই অযোধ্যার বিজেপি বিধায়কের একটি মন্তব্যকে কেন্দ্র করে তৈরি হয়েছে জল্পনা। এদিন এই প্রসঙ্গে অযোধ্যার বিধায়ক বেদপ্রকাশ গুপ্তা বলেন, “এটা আমাদের অযোধ্যা বাসীর কাছে খুব গর্বের এবং ভাগ্যের বিষয় হবে, যদি মুখ্যমন্ত্রী এই কেন্দ্র থেকে নির্বাচনী লড়াই করেন। অযোধ্যা তার অন্যতম অগ্রাধিকারের জায়গা। আমরা তার হয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়ব। আবার উত্তরপ্রদেশে বিজেপি সরকার প্রতিষ্ঠিত হবে। যদিও দলই ঠিক করবে, কে কোথায় লড়বে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর অযোধ্যার বিজেপি বিধায়কের এই মন্তব্য থেকেই পরিষ্কার যে, এই কেন্দ্রে যোগী আদিত্যনাথের লড়াই করার যথেষ্ট সম্ভাবনা রয়েছে। একাংশ বলছেন, এর পেছনে যথেষ্ট কারণ রয়েছে। একদিকে প্রতিষ্ঠান বিরোধী হাওয়া এবং অন্যদিকে নানা ইস্যুতে উত্তরপ্রদেশের বিজেপি সরকার কিছুটা হলেও ব্যাকফুটে। যোগী আদিত্যনাথের ভাবমূর্তি ক্ষুণ্ন হতে শুরু করেছে। তাই এই পরিস্থিতিতে মুখ্যমন্ত্রীর আসন বদল করে অযথা থেকে তার জয়লাভ নিশ্চিত করার পাশাপাশি গোটা উত্তরপ্রদেশের কাছে হিন্দুত্বের বার্তা দেওয়ার চেষ্টা করছে ভারতীয় জনতা পার্টি বলেই দাবি করছেন একাংশ।

অনেকে বলছেন, উত্তরপ্রদেশ যদি বিজেপি নিজেদের দখলে রাখতে না পারে এবং এখানে ভালো ফল না করে তাহলে আগামী দিন তাদের জন্য যথেষ্ট চিন্তার কারণ হয়ে দাঁড়াতে চলেছেন। কেননা কথায় আছে, উত্তরপ্রদেশ দিয়েই পরিষ্কার হয়ে যায়, ভারতবর্ষের ক্ষমতা কারা দখল করবে। তাই 2022 সালের উত্তরপ্রদেশের বিধানসভা নির্বাচনের জন্য এখন থেকেই রীতিমতো মরিয়া হয়ে উঠেছে ভারতীয় জনতা পার্টি। তবে বেশ কিছু সমস্যা যে তাদের রয়েছে, তা বলাই যায়। তাই এই পরিস্থিতিতে অযোধ্যার বিধায়কের মুখ্যমন্ত্রীর অযোধ্যায় দাঁড়ানো নিয়ে ইঙ্গিতবাহী মন্তব্য ব্যাপক জল্পনা সৃষ্টি করেছে। তবে এই ব্যাপারে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে কি সিদ্ধান্ত গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!