এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BIG BREAKING – বিজেপিতে গিয়ে অবশেষে কপাল খুলছে মুকুল রায়ের, মিলতে চলেছে বড়সড় পুরস্কার

BIG BREAKING – বিজেপিতে গিয়ে অবশেষে কপাল খুলছে মুকুল রায়ের, মিলতে চলেছে বড়সড় পুরস্কার


তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের পর থেকেই মুকুল রায়কে নিয়ে জল্পনার শেষ নেই। বারেবারেই শোনা যায় বড়সড় কোনো পদ বা মন্ত্রীত্ব পেতে চলেছেন তিনি – কিন্তু শেষ পর্যন্ত আর তা বাস্তবের রূপ পায় না। হতাশ হতে হয় তাঁর সমর্থক-অনুগামীদের। জল্পনা ছিল রাজ্য কমিটি রদবদলের সময়েও – এবার বোধহয় কপাল খুলতে চলেছে মুকুল রায়ের। মুকুল রায়ের অনুগামীদের রাজ্য কমিটিতে বড় পোস্ট দিয়ে তাঁকে হয়ত জাতীয় পর্যায়ের কোনো পদ দেওয়া হবে।

কিন্তু, তাও যখন হল না – তখনই হঠাৎ করে সামনে এল বড়সড় খবর। এবার একেবারে কেন্দ্রীয় মন্ত্রীত্বের বড়সড় পুরস্কার জুটতে চলেছে মুকুল রায়ের। ইতিমধ্যেই তাঁকে ফোন করেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডা ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহ। দুজনেই তাঁকে দিল্লিতে গিয়ে দেখা করতে বলেছেন এবং আমাদের সূত্রের খবর, সেই দেখা করার কারণ তাঁকে কেন্দ্রীয় মন্ত্রীসভায় নিয়ে আসা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এর আগে মুকুলবাবু জাহাজ প্রতিমন্ত্রী ও পরে রেলমন্ত্রীর দায়িত্ব সামলেছেন। এবারে তাহলে কোন দপ্তর পেতে চলেছেন? আমরাই সর্বপ্রথম জানিয়ে রাখি যে – মুকুল রায়কে কয়লা দপ্তরের পূর্ণমন্ত্রী করা হচ্ছে। বাংলা থেকে বাবুল সুপ্রিয় ও দেবশ্রী চৌধুরী কেন্দ্রীয় মন্ত্রীসভায় প্রতিমন্ত্রী হিসাবে দায়িত্ব সামলাচ্ছেন। কিন্তু, মুকুলবাবু বিজেপিতে এসে যেভাবে একের পর এক ফুল ফুটিয়েছেন – তাতে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের মত – মুকুলবাবুকে একেবারে পূর্ণমন্ত্রী করা হবে এবং তাঁর জন্য কয়লা দপ্তরটিই বেছে নেওয়া হয়েছে।

মুকুলবাবুকে মন্ত্রীত্ব দিতে তাঁকে মহারাষ্ট্র বা উত্তরপ্রদেশ থেকে জিতিয়ে রাজ্যসভায় নিয়ে আসা হবে বলে বিজেপি সূত্রে জানা গেছে। মুকুলবাবুকে যত শীঘ্র সম্ভব দিল্লি যেতে বলা হয়েছে, কিন্তু করোনা আবহে এই মুহূর্তে দিল্লি যাত্রা নিয়ে মুকুলবাবু কিঞ্চিৎ চিন্তিত। কিন্তু, তাঁকে কেন্দ্রীয় মন্ত্রিসভায় অমিত শাহরা আনতে এতটাই আন্তরিক যে সেই সব সমস্যাও দ্রুত মিটিয়ে নেওয়ার কথা চলছে। বিজেপিতে যোগদানের আড়াই বছর পরে মুকুলবাবু এতবড় পুরস্কার পেতে চলেছেন – কিন্তু এই নিয়ে এখনই সরকারিভাবে কোনো প্রতিক্রিয়া দিতে কেউ রাজি নন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!