এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুলের সঙ্গে গোপনে সাক্ষাৎ তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদের, বিজেপি যোগের জল্পনা চরমে

মুকুলের সঙ্গে গোপনে সাক্ষাৎ তৃণমূলের প্রাক্তন রাজ্যসভার সাংসদের, বিজেপি যোগের জল্পনা চরমে


রাজ্যজুড়ে আপাতত করোনা আবহ ও আমপান তাণ্ডবের পরিপ্রেক্ষিতে আপাতভাবে থেমে আছে রাজনৈতিক কার্যকলাপ! কিন্তু সত্যিই কি থেমে আছে? যে বাঙালির রন্ধ্রে রন্ধ্রে রাজনীতি – সেখানে রাজনীতি থেমে থাকা আদৌ কি সম্ভব? না একদমই নয় এবং বিভিন্ন সূত্র মারফত যে সমস্ত খবর উঠে আসছে তাতে স্পষ্ট বাংলায় রাজনীতির স্রোত ফল্গুধারার মত বয়ে চলেছে এবং প্রবলভাবে।

আর সেই পর্বেই নতুন সংযোজন – তৃণমূলের এক প্রাক্তন রাজ্যসভার সাংসদের সঙ্গে মুকুল রায়ের একান্ত বৈঠক। সূত্রের খবর, সম্প্রতি লকডাউন শিথিল হতেই দিন দুয়েক আগে তৃণমূলের রাজ্যসভার এক প্রাক্তন সাংসদ বিজেপি নেতা মুকুল রায়ের নতুন বাড়িতে গিয়ে হাজির হন। মুকুলবাবু আপাতত নিজাম প্যালেসের ফ্ল্যাট ছেড়ে কলকাতার অপরপ্রান্তে উঠে গেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেখানেই সেই প্রাক্তন সাংসদের সঙ্গে একান্তে আলোচনা হয় মুকুলবাবুর বলে সূত্রের খবর। এমনকি ওই প্রাক্তন সাংসদ যখন সেখানে পৌঁছান সেখানে মুকুলবাবুর বেশ কিছু অনুগামী উপস্থিত ছিলেন বলেই জানা যাচ্ছে। কিন্তু তৃণমূলের ওই প্রাক্তন সাংসদের সঙ্গে মুকুলবাবুর বৈঠক হয় একদম একান্তে, আলাদা। আর তারপরেই ওই সাংসদের হঠাৎ করে বৈঠকে বসা নিয়ে শুরু হয়েছে তীব্র জল্পনা।

কেননা কিছুদিন আগে পর্যন্ত তিনি মুকুলবাবুর এবং বিজেপির বিরুদ্ধে প্রকাশ্যেই তোপ দেগেছেন। অথচ, প্রাক্তন সাংসদ হলেও এখন আর সেইভাবে তৃণমূলের শীর্ষ নেতৃত্বের ঘনিষ্ঠ বৃত্তে তাঁকে দেখা যায় না! আর তাই, লকডাউন শিথিল হতেই যেভাবে তিনি পড়িমরি করে মুকুল রায়ের বাড়িতে ছুটলেন এবং একান্তে বৈঠক করলেন, তাতে জল্পনা একটাই – তিনি কি মুকুল রায়ের হাত ধরে গেরুয়া শিবিরে পা রাখতে চাইছেন? যদিও তৃণমূলের ওই প্রাক্তন সাংসদের আসা ও বৈঠক নিয়ে সরকারিভাবে মুখ খোলেনি কোনো শিবিরই। ফলে জল্পনা অব্যাহত – উত্তরের আশায় রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!