এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > বিধানসভার আগে চূড়ান্ত শুদ্ধিকরণ তৃণমূলে? দুর্নীতিবাজ, দলবিরোধী নেতার খোঁজ ওপর থেকে নীচুতলায়

বিধানসভার আগে চূড়ান্ত শুদ্ধিকরণ তৃণমূলে? দুর্নীতিবাজ, দলবিরোধী নেতার খোঁজ ওপর থেকে নীচুতলায়


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –2021 এর বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস শুদ্ধিকরণের আপ্রাণ চেষ্টায় মরিয়া হয়ে উঠেছে। দলে যে সমস্ত নেতারা দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত এবং যারা দুর্নীতির সঙ্গে যুক্ত, তাদের ডানা ছেঁটে ফেলছে শাসক দল। ইতিমধ্যেই দক্ষিণ দিনাজপুর জেলায় দলের তিন হেভিওয়েট নেতাকে বহিষ্কার করা হয়েছে। যার পরেই জেলাজুড়ে গুঞ্জন তৈরি হয়েছে, এরপর অনেক তৃণমূল নেতা দল থেকে বহিষ্কৃত হতে পারেন।

স্বাভাবিকভাবেই কারা কারা সেই তালিকায় রয়েছেন, এখন তা নিয়ে গুঞ্জন তৈরি হয়েছে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের অন্দরমহলে। বলা বাহুল্য, অর্পিতা ঘোষ সভাপতি থাকার সময় বেশ কিছু নেতার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ উঠেছিল। আর অর্পিতাদেবীকে সভাপতি পদ থেকে সরিয়ে দেওয়ার পর গৌতম দাসের সভাপতি। ফলে সেই সমস্ত নেতার বিরুদ্ধে তিনি পদক্ষেপ গ্রহণ করতে শুরু করেন। শুধু তাই নয়, কিছুদিন আগে তাদের বহিষ্কার পর্যন্ত করা হয়। স্বাভাবিকভাবেই এরকম অনেক নেতার এখন ডানা ছাটা হতে পারে বলে চাঞ্চল্য তৈরি হয়েছে।

একাংশের মতে, এর আগে বিধানসভা নির্বাচন থেকে শুরু করে লোকসভা নির্বাচনে তৃণমূলের গোষ্ঠী কোন দলের জন্য এখানে দলীয় প্রার্থীকে হারতে হয়েছে। তাই ভবিষ্যতে যাতে এই দিন দক্ষিণ দিনাজপুর জেলার নেতাদের দেখতে না হয়, তার জন্য এবার বেছে বেছে দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত নেতাদের ডানা ছাটার উদ্যোগ নেওয়া হচ্ছে বলে খবর।

পাশাপাশি স্বচ্ছতা বজায় রাখতে শুদ্ধিকরণের উপর জোর দিচ্ছে জেলা তৃণমূল নেতৃত্ব। অর্থাৎ তৃণমূল নেতৃত্ব চেষ্টা করছে, কোনোভাবেই যাতে দক্ষিণ দিনাজপুর জেলায় আগামী দিনে দলের ভাবমূর্তি ক্ষতিগ্রস্ত না হয়। আর তাই স্বচ্ছতা বজায় রাখা এবং দল বিরোধী কাজের সঙ্গে যুক্ত নেতাকর্মীদের দল থেকে বের করে দেওয়ার মত পদক্ষেপ নেওয়ার উদ্যোগ শুরু হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু কারা কারা সেই তালিকায় রয়েছেন? এদিন এই প্রসঙ্গে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের প্রাক্তন সভাপতি বিপ্লব মিত্র বলেন, “আমি দীর্ঘদিন এই দলের সংগঠন সামলেছি। সব দলের কিছু নেতা কর্মী থাকে, যারা দলের ক্ষতি করে। একাধিক নির্বাচনে এমনটা হয়েছে। এমনকি আমি প্রার্থী হয়েছিলাম যখন, তখনও ষড়যন্ত্র করে আমাকে পরাজিত করার পেছনে দলের কিছু নেতা জড়িত ছিলেন। এমন নেতাদের খুঁজে খুঁজে বের করা হচ্ছে। কয়েক জনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে। আগামীতে আরও বেশ কিছু নেতার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।”

অন্যদিকে এই ব্যাপারে দক্ষিণ দিনাজপুর জেলা তৃণমূলের বর্তমান সভাপতি গৌতম দাস বলেন, “দলে থেকে দল বিরোধী কাজ কখনও বরদাস্ত করা হবে না। ইতিমধ্যেই দুর্নীতিতে অভিযুক্ত তিন নেতাকে দল থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছে‌। অতীতে একাধিক নির্বাচনে থেকেই বেশ কিছু নেতা তৃণমূলের বিরুদ্ধে কাজ করেছেন। এর ফলে আমাদের অনেক ক্ষতি হয়েছে। আগামীতে এমনভাবে যাতে কেউ ক্ষতি করতে না পারে, সেদিকে নজর দিচ্ছি। এমন নেতাদের চিহ্নিত করে কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

সব মিলিয়ে দক্ষিণ দিনাজপুর জেলায় সংগঠনের শ্রীবৃদ্ধি ঘটাতে তৃণমূল নেতৃত্বের পক্ষ থেকে আগামী দিনে কোন কোন নেতার ডানা ছাটা হয় এবং তাদের বিরুদ্ধে কি পদক্ষেপ গ্রহণ করা হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!