এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার প্রতিবাদে এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপি

মুকুল রায়কে পিএসির চেয়ারম্যান করার প্রতিবাদে এবার বিশেষ পদক্ষেপ নিতে চলেছে বিজেপি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপির তীব্র আপত্তি সত্ত্বেও বিজেপি ছেড়ে তৃণমূলে আসা মুকুল রায়কে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান করা হয়েছে। গত শুক্রবার মুকুল রায়কে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান হিসেবে ঘোষণা করেছেন বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। এই ঘোষণার পর ক্ষুব্ধ হয়ে বিধানসভা ওয়াকআউট করেছিলেন বিজেপি বিধায়কেরা। আর এরপর আরো বড়সড় পদক্ষেপ নিতে চলেছেন বিজেপির বিধায়করা। বিধানসভার সমস্ত কমিটির চেয়ারম্যান পদ ছেড়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির বিধায়করা।

বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে তৃণমূলের বিরুদ্ধে প্রতিবাদে নামতে চলেছে বিজেপি। আগামীকাল দুপুরে বিধানসভায় বিজেপির বিধায়কদের নিয়ে বিশেষ বৈঠকে যোগদান করতে চলেছেন শুভেন্দু অধিকারী। যেখানে এর পরিকল্পনা গ্রহণ করা হবে। এরপর বিধানসভার সমস্ত কমিটির চেয়ারম্যানের পদ থেকে ইস্তফা দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপি বিধায়কেরা। মুকুল রায়কে পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান করার প্রতিবাদে তাঁরা দিতে চলেছেন গণ ইস্তফা।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে তুলে দিতে চলেছেন তাঁরা পদত্যাগপত্র। প্রসঙ্গত, বিধানসভার ১৫ টি কমিটির চেয়ারম্যানের পদ দাবি করেছিল বিজেপি। তবে, ১০ টির বেশি পদ বিজেপির হাতে ছাড়তে রাজি হয়নি তৃণমূল। আবার তার মধ্যেই পাবলিক একাউন্ট কমিটির চেয়ারম্যান পদে মুকুল রায়কে আনার কথা বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, মুকুল রায় বিজেপির বিধায়ক। এবার এর প্রতিবাদ জানিয়ে গণ ইস্তফা দিতে চলেছেন বিজেপির বিধায়করা।

আবার, এর সাথেই বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নেতৃত্বে রাজভবনে যাবার সিদ্ধান্ত নিয়েছেন বিজেপির বিধায়করা। রাজ্যপাল জগদীপ ধনকরের সঙ্গে সাক্ষাৎ করে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে অভিযোগ জানানোর সিদ্ধান্ত রয়েছে বিজেপির। বিজেপির অভিযোগ, বিরোধীদের অধিকার খর্ব করেছেন বিধানসভার স্পিকার। অর্থাৎ, বিজেপির একাধিক পদক্ষেপে এবার চাপ বাড়তে চলেছে তৃণমূলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!