এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পুরসভা ভোট টানতেও তৃণমূলের ভরসা প্রশান্ত কিশোরের ফর্মুলা, জোর জল্পনা

পুরসভা ভোট টানতেও তৃণমূলের ভরসা প্রশান্ত কিশোরের ফর্মুলা, জোর জল্পনা

 

লোকসভা ভোটের আগে পর্যন্ত তৃণমূল দলের সর্বময় কর্ত্রী ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। এখনও পর্যন্ত তৃণমূলের অন্দরে তিনিই সর্বেসর্বা। তবে লোকসভা নির্বাচনে পর্যুদস্ত হওয়ার পর দলের রণনীতিকার হিসেবে সেই মমতা বন্দ্যোপাধ্যায় ভোটগুরু প্রশান্ত কিশোরকে নিয়োগ করায় এখন তার কথাকেই আপ্তবাক্য মেনে চলতে শুরু করেছেন তৃণমূলের সমস্ত স্তরের নেতারা।

বস্তুত, লোকসভা নির্বাচনে রাজ্যে বিজেপির উত্থানে তৃণমূলের আসন কিছুটা কমে যাওয়ার পর প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার সাথে সাথেই তৃণমূলকে জনসংযোগে পাঠিয়ে দিতে সক্ষম হন। ছোট, বড়, মেজো সমস্ত নেতারাই দিদিকে বলো কর্মসূচিতে ময়দানে নেমে পড়েন। যার ফলে অনেক জায়গাতেই তৃণমূলের ভিত্তি বাড়তে শুরু করেছে বলে দাবি ঘাসফুল শিবিরের।

আর এই পরিস্থিতিতে 2021 এর বিধানসভা নির্বাচনের আগে আগামী বছর অনুষ্ঠিত হওয়া রাজ্যের একাধিক পৌরসভা নির্বাচনে সেই প্রশান্ত কিশোরের ফর্মুলাকেই কাজে লাগাতে চলেছে তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আগামী বছর পৌরসভা নির্বাচন হলেও এখন থেকেই তার প্রস্তুতি শুরু করে দিল ঘাসফুল শিবির।

জানা যায়, এদিন কলকাতা পৌরসভার সমস্ত কাউন্সিলরদের ডেকে আগামী কয়েক মাসের কর্মসূচি ঠিক করে দিলেন রাজ্যের পুরমন্ত্রী তথা কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিম। তবে শুধু কাউন্সিলররাই নন, পরাজিত প্রার্থী এবং প্রাক্তন কাউন্সিলর ও ব্লক সভাপতিরাও ফিরহাদ হাকিমের সাথে বৈঠকে উপস্থিত ছিলেন বলে খবর। যেখানে আগামী 72 ঘণ্টার মধ্যে একটা এবং আগামী 30 নভেম্বরের মধ্যে চারটি দিদিকে বলো কর্মসূচি করার নির্দেশ দেন ফিরহাদ হাকিম।

 

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পাশাপাশি প্রত্যেক ওয়ার্ডের কাউন্সিলর ও ব্লক সভাপতিদের আরও বেশি করে সাধারণ মানুষের সঙ্গে মেশারও পরামর্শ দেন রাজ্যের পুরমন্ত্রী।এদিকে সরকারি কাজে সাধারণ মানুষের অভাব মেটাতে দক্ষিণ 24 পরগনার জন্য দুটি এবং কলকাতার জন্য দুটি ফোন নম্বর এদিনের বৈঠক থেকে দেওয়া হয়।

এদিন এই প্রসঙ্গে ফিরহাদ হাকিম বলেন, “প্রত্যেক কাউন্সিলরকে আগামী 72 ঘণ্টার মধ্যে একটা এবং 30 নভেম্বরের মধ্যে চারটে দিদিকে বলো কর্মসূচি করতে হবে। ফেব্রুয়ারি মাসের মধ্যে প্রত্যেককে নিজের নিজের ওয়ার্ডের উন্নয়নের কাজ শেষ করে ফেলতে হবে। সাধারণ মানুষের যাতে কোনো অসুবিধা না হয়, তার জন্য সকলকে নজর দিতে হবে।”

রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এতদিন মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূলের ভোট বৈতরণীর মূল ব্যক্তি হলেও লোকসভা নির্বাচনে তার ম্যাজিক খাটেনি। যার ফলে সেই নির্বাচনে পর্যদুস্ত হওয়ার পর পরবর্তীতে আর যাতে এরকমটা না হয়, তার জন্য প্রশান্ত কিশোরকে দলের রণনীতিকার করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আর এবার প্রশান্ত কিশোর তৃণমূলের দায়িত্ব নেওয়ার পর থেকেই তার দিদিকে বলো কর্মসূচিকে হাতিয়ার করে আগামী পৌরসভা নির্বাচনের বৈতরণী পার হতে চাইছে তৃণমূল কংগ্রেস বলে মত বিশেষজ্ঞদের। যা এদিন কলকাতা পৌরসভার মেয়র ফিরহাদ হাকিমের সাথে কাউন্সিলর এবং দলীয় ব্লক সভাপতিদের বৈঠকের মাধ্যমেই প্রমাণ হয়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষকরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!