এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > BREAKING NEWS – বিতর্কের মুখে করোনা মৃত্যুতে অডিট কমিটি নিয়ে পিছু হটছে নবান্ন?

BREAKING NEWS – বিতর্কের মুখে করোনা মৃত্যুতে অডিট কমিটি নিয়ে পিছু হটছে নবান্ন?


করোনার জেরে গোটা বিশ্ব কাঁপছে! বাংলাতেও এই অতিমারী ক্রমশ হাড় হিম করার জায়গায় পৌঁছে যাচ্ছে। গোটা বিশ্বের থেকে কিছুটা পরেই ভারতে শুরু হয়েছিল এই সংক্ৰমণ। আর তাই বিশ্বের কাছে শিক্ষা নিয়ে ভারতে তো বটেই, বাংলাতেও এই সময় রাজনীতি থেকে দূরে থাকতে চেয়েছিলেন সবাই। প্রাথমিকভাবে মুখ্যমন্ত্রীর ডাকা সর্বদল বৈঠকে সাড়া দেয় সবকটি বিরোধী দলই। তার থেকেও বড় কথা সকলেই রাজনীতি ভুলে একযোগে চলার জন্য অঙ্গীকারবদ্ধ হন।

কিন্তু, দিন গড়াতেই ফাটল ক্রমশ চওড়া হতে থাকে শাসক-বিরোধী শিবিরে। রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে তথ্য গোপন করার বিস্ফোরক অভিযোগ তুলতে শুরু করে বিরোধী সব দলগুলোই। এমনকি, মমতা সরকারকে চাপে ফেলে কেন্দ্র থেকে বাংলায় বিশেষ দল পাঠানো হয় – লকডাউন পরিস্থিতি কিভাবে সামলানো হচ্ছে তা পর্যবেক্ষন করতে। আর এর ফলেই রাজনৈতিক বিবাদ চরমে ওঠে তৃণমূল ও বিজেপির মধ্যে।

তৃণমূল সরকারের বিরুদ্ধে স্পষ্ট অভিযোগ ওঠে – বাংলাতে করোনায় আক্রান্ত ও মৃতের প্রকৃত তথ্য গোপন করা হচ্ছে। আর সেই সময়েই নবান্ন থেকে জানানো হয়, করোনায় মৃতের প্রকৃত তথ্য জানানোর জন্য একটি অডিট কমিটি করা হয়েছে। ফলে, করোনা সন্দেহে কেউ হাসপাতালে ভর্তি হয়ে মারা গেলেই, তাঁকে করোনায় মৃত বলে ঘোষণা করা হবে না। ওই কমিটি বিভিন্ন দিক খতিয়ে দেখে, তবেই সিদ্ধান্ত নেবে – সত্যিই সংশ্লিষ্ট ব্যক্তি করোনাতেই মারা গিয়েছেন কিনা!

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এরফলে চরমে ওঠে বিতর্ক। যেমন রাজ্যের মুখ্যসচিব, এই অডিট কমিটির হিসাব নিয়ে সাংবাদিক বৈঠকে জানান – বাংলায় করোনার উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি অবস্থায় মারা গেছেন ১০৫ জন। তার মধ্যে নিশ্চিতভাবেই করোনাতে মারা গেছেন ৩৩ জন। আর এই নিয়েই সোশ্যাল মিডিয়া ভরে ওঠে ট্রোলে, সরব হয়ে ওঠেন খোদ রাজ্যপাল থেকে বিরোধী দলনেতারা! স্বাভাবিকভাবেই চাপ বাড়তে থাকে রাজ্য সরকারের উপরে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আর এই চাপের মুখেই, কিছুদিন আগে মুখ্যমন্ত্রী সবাইকে চমকে দিয়ে জানিয়ে দেন, এই অডিট কমিটি সম্পর্কে তিনি কিছু জানেন না! তিনি বা স্বাস্থ্য প্রতিমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য নাকি এই কমিটি গঠনই করেন নি! ফলে প্রশ্ন উঠতে থাকে বিভিন্ন মহল থেকে। আর এবার সেই অডিট কমিটি নিয়ে আরও বড় সিদ্ধান্ত নেওয়া হল নবান্নের তরফে – যারফলে কার্যত হিমঘরে চলে গেল এই কমিটি বলে মনে করা হচ্ছে। সূত্রের খবর, গত ৩০ এপ্রিলের পর ওই কমিটির কাছে কোনও নতুন কেস পর্যালোচনার জন্য নাকি পাঠানোই হয়নি!

আর তার ফলেই, গত শুক্রবার অডিট কমিটি তাদের সর্ব শেষ রিপোর্ট সরকারকে দিয়েছিল। তার থেকেও বড় কথা, সূত্রের খবর অনুযায়ী, এবার থেকে একমাত্র বিশেষ রকম কোনও কেস হলে তবেই ওই কমিটির বিবেচনার জন্য বা কেস স্টাডির জন্য পাঠানো হবে! তার মানে কি এই কমিটি এবার ভেঙে দেওয়া হল। স্বাস্থ্যভবনের আধিকারিকরা জানাচ্ছেন, এখনই সেই সিদ্ধান্ত নেওয়া হবে না। তবে, করোনা মৃত্যু সংক্রান্ত কোনো তথ্য হয়ত আর ওই কমিটির থেকে নেওয়া হবে না! ফলে সবমিলিয়ে রাজ্যপাল ও সম্মিলিত বিরোধী চাপের কাছে শেষপর্যন্ত করোনা ডেথ অডিট কমিটি নিয়ে নবান্নকে পিছু হঠতে হল বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!