এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, জোর শোরগোল রাজ্যে

গ্রেফতার তৃণমূল কাউন্সিলর, জোর শোরগোল রাজ্যে

গ্রেফতার হলেন সোদপুরের বিদায়ী তৃণমূল কাউন্সিলর, যা নিয়ে শুরু জোর শোরগোল। জানা যাচ্ছে, শুক্রবার রাত সাড়ে ১২টা নাগাদ জনা পঁচিশ যুবককে নিয়ে সোদপুর পিয়ারলেস মোড়ের একটি আবাসনে ঢোকার চেষ্টা করেন নিহাটি পুরসভার ১৩ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর জয়ন্ত দাস ওরফে গোবিন্দ, যার জেরেই পুলিশ তাঁকে গ্রেফতার করেছে।

অভিযোগ,, এদিন রাত্রে, জনা পঁচিশ যুবককে নিয়ে সোদপুর পিয়ারলেস মোড়ের একটি আবাসনে ঢোকার চেষ্টা করেন ওই কাউন্সিলর। সেখানে নিরাপত্তারক্ষীরা বাধা দিলে তাঁদের মারধর করেন তাঁরা। এরপর সেখান থেকে বেরিয়ে গিয়ে ধানকল মাঠ এলাকায় রঞ্জন পাল নামে এক প্রোমোটারের বাড়িতেও ভাঙচুর চালান তাঁরা। তাঁর দোকানেও আগুন ধরিয়ে দেওয়া হয় বলে অভিযোগ। এরপর তাদের উপর অন্যায় হয়েছে এই অভিযোগ এনে বি টি রোড অবরোধ করেন, ইতিমধ্যেই গোটা ঘটনার খবর ছড়িয়ে পরে এলাকায়, খবর চলে যায় পুলিশের কাছেও। পুলিশ ওই কাউন্সিলরকে গ্রেফতার করে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

যদিও এই নিয়েও বিজেপির দিকে আঙ্গুল তুলেছেন এলাকার বিধায়ক। এদিন পানিহাটির বিধায়ক তথা বিধানসভার মুখ্য সচেতক নির্মল ঘোষের দাবি, “ওই রাতে বিজেপির মদতে দুষ্কৃতীরা ধানকল এলাকায় তৃণমূলের দলীয় কার্যালয়ে গিয়ে জয়ন্তদের সঙ্গে হাতাহাতি করে। যার রেশ পড়ে পিয়ারলেস মোড়ে। দু’পক্ষের লোকজনের বাড়িই ভাঙচুর হয়েছে। ”

সাথেই তিনি জানান যে, ‘‘এক তরফা ভাবে কাউন্সিলরকে ধরা হয়েছে। পুলিশকে বলেছি পূর্ণাঙ্গ তদন্ত করতে।’’ . যদিও এই অভিযোগকে সম্পূর্ণ অস্বীকার করেছেবিজেপি। বিজেপির উত্তর শহরতলির সাধারণ সম্পাদক চণ্ডীচরণ রায়ের। তিনি বলেন, ‘‘পুরো গোলমালই তৃণমূলের নিজেদের মধ্যে হয়েছে।’’

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!