এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > নাড্ডা-দিলীপের বৈঠকে আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? জল্পনা তুঙ্গে গেরুয়া শিবিরে!

নাড্ডা-দিলীপের বৈঠকে আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত? জল্পনা তুঙ্গে গেরুয়া শিবিরে!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  এবার কি বড় সিদ্ধান্ত আসতে চলেছে রাজ্য বিজেপিতে? বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের সঙ্গে সর্বভারতীয় সভাপতি জেপি নাড্ডার বৈঠক ঘিরে জল্পনা ক্রমশ বাড়তে শুরু করেছে। ইতিমধ্যেই এই বৈঠককে কেন্দ্র করে বেশ কিছু সম্ভাবনা সামনে আসতে শুরু করেছে। যার মধ্যে অন্যতম বিদ্রোহীদের দমন করা। আর সেই কারণেই বিদ্রোহীদের অসন্তোষ কমাতে দিলীপ ঘোষের সঙ্গে আজ গুরুত্বপূর্ণ বৈঠকে বসতে চলেছেন বিজেপির সর্বভারতীয় সভাপতি বলে মনে করছেন একাংশ। আর যদি এই সম্ভাবনা বাস্তব হয়, তাহলে বিজেপি যে এবার নিজেদের বিদ্রোহীদের ক্ষেত্রে কড়া ভূমিকা নিতে চলেছে, তা আরও একবার স্পষ্ট হয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন ধরেই বিজেপির উপরতলা থেকে শুরু করে নিচুতলার মধ্যে টালমাটাল পরিস্থিতি শুরু হয়েছে। সৌমিত্র খাঁ-এর মত যুব সভাপতি বেসুরো হতে শুরু করেছেন। তাই এই পরিস্থিতিতে বিজেপির সাংগঠনিক শৃঙ্খলা পরায়ন রুপ যদি ভেঙে পড়তে শুরু করে, তাহলে বিজেপি বিরোধী রাজনৈতিক দলগুলো বেশি করে প্রশ্ন তুলতে শুরু করবে। এক্ষেত্রে তৃণমূলের কাছে বিজেপির এই বিদ্রোহী সুর বড় হাতিয়ার হয়ে দাঁড়াবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাই এই পরিস্থিতিতে এখন থেকেই যাতে বিদ্রোহীদের দমন করা যায়, তার জন্য রাজ্য বিজেপির সভাপতির সঙ্গে সর্বভারতীয় সভাপতিল এই বৈঠকে বড় সিদ্ধান্ত গ্রহণ করা হতে পারে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। তবে অনেকে আবার বলছেন, বিদ্রোহীদের বাগে আনার পাশাপাশি রাজ্যের সংগঠন নিয়ে দিলীপ ঘোষের সঙ্গে পরামর্শ করে বড় কোনো পদক্ষেপ গ্রহণ করতে পারেন সর্বভারতীয় বিজেপি সভাপতি। স্বাভাবিকভাবেই আজ দিলীপ ঘোষের সঙ্গে জেপি নাড্ডার এই বৈঠক অত্যন্ত তাৎপর্যপূর্ণ হয়ে দাঁড়িয়েছে বিজেপির পাশাপাশি রাজনৈতিক বিশেষজ্ঞদের কাছেও।

পর্যবেক্ষকদের একাংশ বলছেন, বিধানসভা নির্বাচনে ভরাডুবি হওয়ার পর এই প্রথম মুখোমুখি একা বৈঠকে বসতে চলেছেন দিলীপ ঘোষ এবং জেপি নাড্ডা। এর আগে বৈঠক হলেও, সেই বৈঠকে দিলীপ ঘোষের পাশাপাশি রাজ্য নেতারা উপস্থিত ছিলেন। কিন্তু এবার একা দিলীপ ঘোষকে দিল্লিতে ডেকে পাঠিয়ে বিজেপির কেন্দ্রীয় নেতৃত্বের পক্ষ থেকে বড় কোনো বার্তা দেওয়া হতে পারে বলেও জল্পনা তৈরি হয়েছে। সব মিলিয়ে আজকের বৈঠকে কি সিদ্ধান্ত হয়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!