এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নাগরিকত্ব ইস্যুতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী

নাগরিকত্ব ইস্যুতে এবার রাজ্যের মুখ্যমন্ত্রীকে তীব্র ভাষায় কটাক্ষ করলেন কেন্দ্রীয় মন্ত্রী

সংশোধনী নাগরিকত্ব আইন এর বিরোধিতা ক্রমশ তীব্র হচ্ছে। বিজেপিকে বিঁধতে নয়া আইনকে হাতিয়ার করেছে কংগ্রেস-তৃণমূল সহ রাজনৈতিক প্রতিপক্ষরা। চাপ বাড়ছে গেরুয়া শিবিরের। তাই পাল্টা চাপের কৌশল হিসাবে সিএএ নিয়ে আক্রমনাত্মক পদ্ম বাহিনী। পরিস্থিতি বাগে আনতে নাগরিকত্ব আইন এর সমর্থনে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের বাড়ির দরজায় দরজায় এবার পৌঁছাবেন দলের নেতা-কর্মীরা বলে জানা গেছে। অন্যদিকে, সিএএ নিয়ে বিরোধীদের প্রচারের হাতিয়ার ভোঁতা করতে এবার মানুষের ঘরে ঘরে পৌঁছানোর জন্য কর্মীদের নির্দেশ দিল রাজ্য বিজেপি নেতৃত্ব।

নাগরিকত্ব সংশোধনী আইন নিয়ে ইতিমধ্যে বিজেপির পদক্ষেপ হিসেবে বাড়ি বাড়ি গিয়ে সাধারণ জনগণকে এনআরসি নিয়ে বোঝানোর পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এ প্রসঙ্গে কেন্দ্রীয় মন্ত্রী বাবুল সুপ্রিয় বলেছেন, বিরোধীরা সিএএ নিয়ে রাজ্যবাসীকে বিভ্রান্ত করছে। রবিবার রাজ্য বিজেপির সদর দপ্তরে সাংবাদিক সম্মেলন করেন বাবুল সুপ্রিয়। আর সেখানেই তিনি বলেন, রাজ্য সরকার সিএএ নিয়ে রাজনীতি করছে, জনগণকে মিথ্যা বোঝাচ্ছে। ভারতীয়দের সঙ্গে সিএএর কোনো সম্পর্ক নেই। মুসলিমদের সঙ্গে তো নেইই। সিএএ তাঁদের জন্য, যাঁরা ভারতে শরণার্থী হিসেবে এসেছেন।

অর্থাৎ যাঁরা অন্য দেশ থেকে এদেশে অত্যাচারিত হয়ে এসেছেন, তাঁদের কোনো রকম বৈধ পরিচয় পত্র নেই। তাঁদের জন্য এই ব্যবস্থা। তাঁদের না আছে রেশন কার্ড, না আছে ভোটার কার্ড- তাই তাঁদের কথা ভেবে এইসব শরণার্থীদের নাগরিকত্ব দেওয়ার জন্য এই আইনি ব্যবস্থ। তাই এই আইনে কোন ভাবেই ভারতীয়দের কোন প্রমাণ দিতে হবে না। এদিন বাবুল সুপ্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে অভিযোগের আঙুল তুলে বলেছেন, যে তিনি ঘোলা জলে মাছ ধরতে নেমেছেন।

আজ থেকে নাগরিকত্ব সংশোধনী সমর্থনের পথে এগিয়ে রাজ্য বিজেপির পক্ষ থেকে বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু হয়েছে। এর আগে নাগরিকত্ব সংশোধনী আইন কে সমর্থন জানাতে বিজেপির পক্ষ থেকে অভিনন্দন যাত্রা শুরু করা হয়েছিল। ইতিমধ্যে বিজেপির পক্ষ থেকে একটি মোবাইল ফোন নাম্বার দেওয়া হয়েছে, যেখানে মিসডকল দিয়ে সিএএকে সমর্থন জানানোর কথা বলা হয়েছে। বৃহস্পতিবার বিজেপির পক্ষ থেকে একটি নাম্বার শেয়ার করা হয় সোশ্যাল মিডিয়ায়। বিজেপি ওয়েস্টবেঙ্গল ফেসবুক পেজে নাগরিকত্ব সংশোধনী আইন 2019 কে সমর্থন জানানোর জন্য 8866288662 নম্বরটি শেয়ার করা হয়েছে মিসড কল করার জন্য।

লোকসভা ভোটে ঐতিহাসিক ফলের পর বর্তমানে বেশ খানিকটা চাপে আছে পদ্ম শিবির। নিচু স্তরের কর্মীদের একইসঙ্গে চাঙ্গা করতে ও পাল্টা প্রতিরোধের জন্য রণকৌশল সাজাচ্ছে বিজেপি। তারই ফলস্বরূপ নাগরিকত্ব বিলটিকে সমর্থনের জন্য বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে তাঁরা। সেই অনুযায়ী বাড়ি বাড়ি ঘুরে সে সম্পর্কে তথ্য প্রদান করা হচ্ছে। এই মুহূর্তে বিজেপির জোড়া হাতিয়ার- নাগরিকত্ব বিলের জন্য বাড়ি বাড়ি জনসংযোগ ও পাল্টা প্রচার। পাল্টা প্রচারের জন্য বিভিন্ন বই, লিফলেট বিলি করা হবে বলে জানা গেছে। অন্যদিকে, রাজনৈতিক বিশেষজ্ঞদের মতে , বিজেপির পাখির চোখ 2021 এর বিধানসভা নির্বাচন। কিন্তু এনআরসি,সিএএ এবং এনপিআর থেকে কোনমতেই পিছু হঠা আর সম্ভব নয়। তাই এই অস্ত্রেই বাজিমাতের আশায় তাঁরা। তাই তাঁদের কাছে একটাই রাস্তা- মানুষকে বোঝানো। আপাতত পরিস্থিতি কোন দিকে মোড় নিতে চলেছে, সেদিকেই নজর রাখবে রাজনৈতিক ওয়াকিবহালরা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!