এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নন্দীগ্রামে আক্রান্ত মমতা, স্থগিত তৃণমূলের ইশতেহার প্রকাশ!

নন্দীগ্রামে আক্রান্ত মমতা, স্থগিত তৃণমূলের ইশতেহার প্রকাশ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বাংলার ভোটের মরশুম যেন ক্রমাগত উত্তপ্ত হতে শুরু করেছে। বুধবার নন্দীগ্রাম বিধানসভার তৃণমূল কংগ্রেস প্রার্থী হিসেবে মনোনয়নপত্র জমা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে সন্ধ্যেবেলা একটি ধর্মীয় অনুষ্ঠানে গিয়ে আক্রান্ত হন তিনি। অভিযোগ, 4-5 জন মিলে তার গাড়ির দরজা আটকে দিয়েছে যার ফলে কাঁধে এবং পায়ে চোট লেগেছে মুখ্যমন্ত্রীর।

স্বাভাবিক ভাবেই এই ঘটনায় উত্তপ্ত রাজ্য রাজনীতি। আর এই পরিস্থিতিতে এবার তৃণমূল নেত্রী আহত হওয়ার পর নিজেদের কর্মসূচি স্থগিত করে দিল তৃণমূল কংগ্রেস। সূত্রের খবর, আজ তৃণমূলের ইস্তেহার প্রকাশ করার কথা ছিল। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় আহত অবস্থায় হাসপাতালে ভর্তি হওয়ার কারণে সেই কর্মসূচি বাতিল করল শাসক দল।

বলা বাহুল্য, 2021 এর বিধানসভা নির্বাচন অতটা সহজ নয়। এই নির্বাচনে হাড্ডাহাড্ডি লড়াই হতে পারে তৃণমূল কংগ্রেস এবং ভারতীয় জনতা পার্টির মধ্যে। সেদিক থেকে উন্নয়নের কথা তুলে ধরেই তৃণমূল কংগ্রেস ইস্তেহার প্রকাশ করবে বলে মনে করা হয়েছিল। এমনকি নন্দীগ্রামে এসে বৃহস্পতিবার সকালেই তিনি কলকাতায় পৌঁছে যাবেন বলে জানিয়ে দিয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু হঠাৎ করেই আহত হওয়ার পর বুধবার রাতেই তাকে কলকাতা নিয়ে যাওয়া হয়। ভর্তি করা হয় এসএসকেএম হাসপাতালে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বর্তমানে সেখানেই চিকিৎসা চলছে মমতা বন্দ্যোপাধ্যায়ের। তাই দলনেত্রী যখন চিকিৎসাধীন, তখন নিজেদের এই কর্মসূচি স্থগিত রাখারই সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। অনেকে বলছেন, তৃণমূল নেত্রীর এই আহত হওয়ার ঘটনা নিয়ে ইতিমধ্যেই চক্রান্তের অভিযোগ তুলতে শুরু করেছেন একাংশ। তৃণমূলের পক্ষ থেকে বিভিন্ন জায়গায় শুরু হয়েছে বিক্ষোভ, অবরোধ।

অভিযোগ তোলা হচ্ছে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে। স্বাভাবিক ভাবেই এমনিতেই সরগরম হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। তাই ভোটের মরসুমের দলনেত্রী আক্রান্ত হওয়ায় তৃণমূল এখন ইশতেহার প্রকাশকে কার্যত স্থগিত রেখে ময়দানে নামতে চাইছে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, কবে প্রকাশিত হয় তৃণমূলের ইস্তেহার, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!