এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতা উত্তর লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিয়ে থাকতে চলেছে ‘সুপার চমক’? তীব্র জল্পনা গেরুয়া শিবিরে

কলকাতা উত্তর লোকসভা আসনে বিজেপি প্রার্থী নিয়ে থাকতে চলেছে ‘সুপার চমক’? তীব্র জল্পনা গেরুয়া শিবিরে

প্রিয় বন্ধু মিডিয়া এক্সক্লুসিভ – যবে থেকে লোকসভা ভোটের দামামা বাজতে শুরু করেছে, তবে থেকেই রাজ্যের শাসকদল তৃণমূল কংগ্রেসের বাংলা থেকে ৪২ এ ৪২ এর দাবি উড়িয়ে গেরুয়া শিবির দাবি করেছে, এ রাজ্য থেকে অন্তত ২২-২৩ টি আসন দখল করতে চলেছে তারা। আর সেই দাবিকে সামনে রেখে বারবার উঠে এসেছে গেরুয়া শিবিরের পক্ষে সম্ভাবনাময় আসনগুলির নাম। আর সেই সম্ভবনাময় আসনের তালিকায় একদম প্রথমের দিকেই ঠাঁই পেয়েছে কলকাতা উত্তর আসনের নাম।

কলকাতা উত্তর লোকসভা আসনটি আদতে তৈরী হয় ২০০৯ সালে। এর আগে এই আসনটি ছিল কলকাতা উত্তর-পূর্ব ও কলকাতা উত্তর-পশ্চিম নামে দু দুটি লোকসভা কেন্দ্রে বিভক্ত। কলকাতা উত্তর-পশ্চিম আসনটি অশোক সেন, দেবী পাল ও পরবর্তীকালে সুদীপ বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে তিন বার ছাড়া ১৯৫২ সাল থেকে সর্বদাই কংগ্রেস বা তৃণমূল কংগ্রেসের হাতে এসেছে। অন্যদিকে, কলকাতা উত্তর-পূর্ব আসনটি ১৯৮০ পর্যন্ত বামেদের গড় থাকলেও – তারপর থেকেই অজিত পাঁজার হাত ধরে প্রথমে কংগ্রেসের ও পরবর্তীকালে তৃণমূল কংগ্রেসের গড় হয়ে ওঠে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে, ২০০৯ সালে এই কেন্দ্র থেকে তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায় ১ লক্ষেরও বেশি ভোটে সিপিএমের মহম্মদ সেলিমকে হারান। বিজেপির তথাগত রায় পান মাত্র ৪%-এর কাছাকাছি ভোট। কিন্তু পাঁচ বছরের মধ্যেই হাওয়া ঘুড়ে যায়। ২০১৪ সালেও তৃণমূল কংগ্রেসের সুদীপ বন্দ্যোপাধ্যায়ই জয়ী হন এবং এবারেও ১ লক্ষের কাছাকাছি ভোটেই যেতেন তিনি। কিন্তু, আশ্চর্য্জনকভাবে ৪% থেকে ভোট বাড়িয়ে ২৬%-এ পৌঁছে গিয়ে এই আসনে দ্বিতীয় হন বিজেপির রাহুল সিনহা। যদিও, তখনও বাংলায় সেভাবে গেরুয়া প্রভাব দেখা যায় নি – এমনকি তৃণমূল সাংসদ সুদীপ বন্দ্যোপাধ্যায়ের গায়ে লাগে নি রোজভ্যালির দাগ।

আর তাই, আসন্ন লোকসভা নির্বাচনে বিজেপির অন্যতম পাখির চোখ এই কলকাতা উত্তর লোকসভা আসনটি। আর এই সম্ভবনাময় আসনে উঠে এসেছে একের পর এক হেভিওয়েটের নাম। প্রাথমিকভাবে শোনা যাচ্ছিল এই আসনে প্রার্থী হতে পারেন আইনজীবী সোমব্রত মন্ডলের নাম। তারপর শোনা যায়, এই আসনে প্রার্থী হতে পারেন স্বয়ং নরেন্দ্র মোদী বা অমিত শাহ। আর তারপরে এই আসনে প্রার্থী হিসাবে প্রবলভাবে উঠে আসে রাহুল সিনহার নাম। তবে, আপাতত কলকাতা উত্তর লোকসভা আসনে বিজেপি প্রার্থী হিসাবে শোনা যাচ্ছে গৌতম গম্ভীরের নাম – আর এই খবর সবার আগে সামনে নিয়ে এল প্রিয় বন্ধু বাংলা

আর গৌতম গম্ভীরের নাম প্রস্তাবের পিছনে বড় কারণ – তিনি কলকাতা নাইট রাইডার্সের অধিনায়ক হিসাবে যা সাফল্য এনেছেন, তাতে তিনি কার্যত বাংলার ঘরের ছেলে হয়ে গেছেন। তাছাড়া, এই অঞ্চলে প্রচুর অবাঙালি বাসিন্দা আছেন – যাঁদের কাছেও তিনি নাকি অত্যন্ত গ্রহণযোগ্য হবেন। সব থেকে বড় কথা – ভারতকে বিশ্বকাপ জেতানোর পিছনে তিনি অন্যতম কারিগর ছিলেন, ফলে জাতীয় হিরোর মর্যাদা পাবেন। যা এই অঞ্চলের প্রায় ৩০% সংখ্যালঘু ভোটব্যাঙ্কে থাবা বসাতে বড় সুবিধা করে দেবে গেরুয়া শিবিরকে। সবথেকে বড় কথা, কলকাতা থেকে প্রার্থী হতে আপত্তি নেই স্বয়ং গৌতম গম্ভীরের। তবে, এখনই এই নিয়ে মুখ খুলতে রাজি নন গেরুয়া শিবিরের শীর্ষ নেতারা – তবে কলকাতা উত্তরে ‘সুপার চমক’ থাকতে চলেছে বলেই দাবি গেরুয়া শিবিরের একাংশের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!