এখন পড়ছেন
হোম > জাতীয় > নেতা-নেত্রী,আইনজীবী কাউকেই যেতে দেওয়া হচ্ছে না সায়নী ঘোষের কাছে- বিস্ফোরক অভিযোগ তৃণমূলের

নেতা-নেত্রী,আইনজীবী কাউকেই যেতে দেওয়া হচ্ছে না সায়নী ঘোষের কাছে- বিস্ফোরক অভিযোগ তৃণমূলের


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল গ্রেফতার করা হয়েছে তৃণমূলের যুব নেত্রী সায়নী ঘোষকে। এরপর গতকাল রাতে নিরাপত্তার কারণে আগরতলা পূর্ব মহিলা থানা থেকে তাঁকে নিয়ে যাওয়া হয় আগরতলা পশ্চিম মহিলা থানাতে। আজই তাঁকে আদালতে তোলা হবে। আজ তার সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলেন কুনাল ঘোষ, অর্পিতা ঘোষ প্রমুখরা। অভিযোগ উঠেছে তাঁদের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হয়নি সায়নী ঘোষকে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তৃণমূলের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে যে, নেতা-নেত্রী তো বটেই, এমনকি আইনজীবী সঞ্জয় বসুকে পর্যন্ত সায়নী ঘোষের সঙ্গে সাক্ষাৎ করতে দেয়া হয়নি। অনেক পরে তাঁকে সাক্ষাৎ করতে দেয়া হয়। ত্রিপুরা পুলিশের বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ করেছে তৃণমূল। ত্রিপুরার পরিস্থিতি নিয়ে আজ কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের দিল্লির বাসভবনের সামনে বিক্ষোভ দেখালেন তৃণমূল সাংসদেরা।

অন্যদিকে, আজ ত্রিপুরায় এসেছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর ত্রিপুরা পৌঁছানোর আগেই আগরতলা বিমানবন্দরের সামনে বোমাতঙ্ক ছড়িয়ে পরে। এ প্রসঙ্গে অভিষেক বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন যে, ত্রিপুরাতে জঙ্গলরাজ চলছে। তাকে পছন্দ নাও হতে পারে। কিন্তু ত্রিপুরার সাধারণ মানুষকে কেন কষ্ট দিচ্ছেন বিপ্লব দেব। বিজেপিকে হুঁশিয়ারি দিয়ে তিনি জানান, বিপ্লব দেব যতই চেষ্টা করুন না কেন? কিছুতেই তৃণমূলকে আটকানো যাবেনা।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!