এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > কলকাতার বুকে ব্যাপক বিক্ষোভ সাধারণ মানুষের, ‘অপদার্থ, ব্যর্থ সরকার’ উঠলো স্লোগান !

কলকাতার বুকে ব্যাপক বিক্ষোভ সাধারণ মানুষের, ‘অপদার্থ, ব্যর্থ সরকার’ উঠলো স্লোগান !


আমফানের জেরে বিপর্যস্ত বাংলা , নেই জল, বিদ্যুৎ। গাছ পড়েছে রাস্তায়, বাড়িতে, পরিস্থিতি পুরোপুরি হাতের বাইরে চলে গেছে সাধারণ মানুষের। প্রশাসনের তরফ থেকে সব ঠিক করে দেবার কথা বলা হলেও কলকাতা বাসীদের মুখে অন্য কথা শোনা যাচ্ছে। বেশিরভাগ এলাকাতেই অভিযোগ নেই কারেন্ট, নেই জল। এই অসহনীয় পরিস্থিতে কোনো মতে বেঁচে রয়েছেন তাঁরা।

তাদের দাবি বার বার পুলিশ মিউনিসিপালিটি, ইলেকট্রিসিটি ডেপ্টমেন্ট এমনকি তৃণমূল সরকারের চালু করা হেল্পলাইনে জানানো স্বত্তেও পরিস্থিতির কথা উল্লেখ করা, বার বার আসতে অনুরোধ করা স্বত্তেও কেউ আসেননি। অভিযোগ -বলা হয়েছে আপনারা নিজেরা গাছ কাটুন আমাদের লোক নেই , গাছ কাটা হলে জানাবেন আমরা তারপর দেখছি।

অভিযোগ এও উঠছে যে অসহায় হয়ে গাছ নিজেরাই কেটেছেন তারপর বলা স্বত্তেও আসেনি কেউ। জল নেই, বিদ্যুৎ নেই, রাস্তায় পরে রয়েছে গাছ ,বিদ্যুতের খুঁটি। অসহায় হয়ে এবার রাস্তায় বিক্ষোভে নেমেছেন সাধারণ মানুষ। ক্ষিপ্ত মানুষজন এবার তৃণমূল সরকারকে পুরোপুরি ব্যর্থ, অপদার্থ সরকার বলে স্লোগান তুললেন।

জানা যাচ্ছে নেতাজীনগর, সূর্যনগরে ব্যাপক বিক্ষোভ সাধারণ মানুষের। অবশ্য শুধু নেতাজীনগর, সূর্যনগর নয় কলকাতার একাধিক জায়গায় এই অভিযোগ উঠছে। নেতাজীনগর, সূর্যনগরের মানুষের অভিযোগ অভিযোগ ভোট চাওয়ার সময় আগে নেতারা হাজির হয়, এই করে দেব সেই করেদেব অথচ এখন তাদের কাউকে দেখা যাচ্ছে না এলাকায়। একটা কাউন্সিলররা আসছে না বিধায়ক, মন্ত্রী সব বাদ দিচ্ছি। অনেকে আবার বিক্ষোভের মুখে বলেন, এবার ভোট চাইতে আসুক ,ঝাঁটা মারবো ‘

কিন্তু কেন কলকাতার বুকেই এই হাল। প্রশাসনের বিরুদ্ধে বার বার এই অভিযোগ উঠছে ,অথচ প্রশাসনের তরফে দাবি করা হয়েছে সব আগাম প্রস্তুতি নেওয়া আছে , আমরা কাজ করছি। কিন্তু সেই কাজ খাতায় কলমে হলেও সাধারণ মানুষ তা দেখতে পাচ্ছেন না বলে অভিযোগ উঠেছে। আর এই নিয়েই এবার খোদ কলকাতার বুকে সরকারের বিরুদ্ধে ‘অপদার্থ সরকার, ব্যর্থ সরকারের ‘স্লোগান উঠলো। এখন দেখার কিভাবে এই পরিস্থিতি সামাল দেন মুখ্যমন্ত্রী।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!