এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > PB Analysis – বিজেপির নতুন রাজ্য কমিটিতে চাপের মুখেও পদ ধরে রাখলেন কারা? দেখে নিন একনজরে

PB Analysis – বিজেপির নতুন রাজ্য কমিটিতে চাপের মুখেও পদ ধরে রাখলেন কারা? দেখে নিন একনজরে


দ্বিতীয়বারের জন্য রাজ্য সভাপতি পদের দায়িত্ব অবশেষে আজ রাজ্য কমিটি ঘোষণা করলেন দিলীপ ঘোষ। মেদিনীপুরের সাংসদ যে কমিটি ঘোষণা করলেন, তাতে দেখা যাচ্ছে পুরোনো কমিটি থেকে ছেঁটে ফেলা হয়েছে ১৭ জন হেভিওয়েট নেতাকে। আর কার্যত ডিমোশন হয়েছে দুজন মাত্র নেতার। অন্যদিকে, রাজ্য কমিটিতে ঠাঁই পেয়েছেন ১৯ জন নতুন মুখ। আর প্রমোশন হয়েছে ২ জনের।

যেহেতু আগামী ২০২১-এর বিধানসভা নির্বাচনের আগে এই রদবদল, কার্যত শেষ বড় রদবদল, তাই এবারের বিজেপির রাজ্য কমিটি নিয়ে অনেক জল্পনা কল্পনা ছিল। এবারে পদ পাওয়ার ব্যাপারে লড়াইয়ে ছিলেন একাধিক হেভিওয়েট নেতা-নেত্রী। কিন্তু, সেই কঠিন অবহেও পুরোনো কমিটির মত নতুন কমিটিতেও নিজেদের জায়গা ধরে রাখলেন ১২ জন নেতা-নেত্রী। একনজরে দেখে নেওয়া যাক, বিজেপির রাজ্য কমিটিতে কোন ১৯ জন নেতা-নেত্রী পদ ধরে রাখতে সক্ষম হলেন –

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

১. সায়ন্তন বসু (সাধারণ সম্পাদক)
২. সঞ্জয় সিং (সাধারণ সম্পাদক)
৩. রথীন বসু (সাধারণ সম্পাদক)
৪. বিশ্বপ্রিয় রায়চৌধুরী (সহ সভাপতি)
৫. সুভাষ সরকার (সহ সভাপতি)
৬. রাজকমল পাঠক (সহ সভাপতি)

৭. জয় প্রকাশ মজুমদার (সহ সভাপতি)
৮. তুষারকান্তি ঘোষ (সম্পাদক)
৯. দীপাঞ্জন গুহ (সম্পাদক)
১০. তনুজা চক্রবর্তী (সম্পাদক)
১১. শর্বরী মুখার্জী (সম্পাদক)
১২. আলি হোসেন (মাইনোরিটি মোর্চা)

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!