এখন পড়ছেন
হোম > জাতীয় > স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বড়সড় পরিবর্তন! আপনি যদি গ্রাহক হন তাহলে জেনে নিন BBB-র সিদ্ধান্ত

স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ায় বড়সড় পরিবর্তন! আপনি যদি গ্রাহক হন তাহলে জেনে নিন BBB-র সিদ্ধান্ত


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট- সম্প্রতি অর্থমন্ত্রকের একটি বিবৃতিতে জানানো হয়েছে যে, কেন্দ্রীয় সরকার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া চেয়ারম্যান পদে দিনেশ কুমার খাড়াকে নিয়োগ করছে। তিন বছরের জন্য তিনি এই পদটি পেতে চলেছেন। আজ থেকেই তিনি এই পদের দায়িত্বভার গ্রহণ করবেন বলে জানা যায়। বস্তুত, গত মাসে ব্যাংক বোর্ড ব্যুরো (বিবিবি) সুপারিশ করেছিল যে দিনেশ কুমার খাড়ার নাম পরবর্তী স্টেট ব্যাংকের চেয়ারম্যান পদে রাখা হোক।

তাই প্রথা অনুসারেই স্টেট ব্যাংকের চেয়ারম্যান হিসেবে নিয়োগ করা হয় তাঁকে। এর আগে তিনি ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে ছিলেন বলে জানা যায়। এর আগেও ২০১৭ সালেও তিনি চেয়ারম্যান পদের জন্য অন্যতম প্রার্থী ছিলেন। তবে কে এই দিনেশ কুমার খাঁড়া? দিল্লি বিশ্ববিদ্যালয় থেকে ম্যানেজমেন্ট স্টাডিজ নিয়ে পড়াশুনা করা এই দিনেশ কুমার খাড়া ১৯৮৪ সালে স্টেট ব্যাংকে প্রোবেশনারি অফিসার হিসেবে যোগ দেন। এছাড়া তিনি স্টেট ব্যাংকের গ্লোবাল ডিভিশনের শীর্ষে ছিলেন।

তাছাড়া স্টেট ব্যাংকের নন-ব্যাংকিং অধীনস্থ সংস্থার ব্যবসা পরিচালনা করেছেন বলেও জানা গিয়েছে। স্টেট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর হওয়ার আগে তিনি স্টেট ব্যাংকেরই ফান্ড ম্যানেজমেন্টের এমডি এবং সিইও ছিলেন বলেও জানা যায়। এরপর ২০১৬ সালের অগাস্ট মাসে তাঁকে স্টেট ব্যাংকের ম্যানেজিং ডিরেক্টর পদে নিয়োগ করা হয়। এর সময়কাল ছিল তিন বছর। তবে তাঁর কাজের জন্য ২০১৯ সালে তিনি দু’বছরের জন্য এক্সটেনশন পান।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

প্রসঙ্গত উল্লেখ্য, স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া একটি ভারতীয় বহুজাতিক সংস্থা, পাবলিক সেক্টর ব্যাংকিং এবং আর্থিক পরিষেবাগুলির সংবিধিবদ্ধ সংস্থা। এর সদর দফতর মুম্বাইতে রয়েছে । ২০১৮ সালের পরিসংখ্যান অনুযায়ী, এটি বিশ্বের বৃহত্তম কর্পোরেশনগুলির ফরচুন গ্লোবাল ৫০০ তালিকায় ২৩৬তম স্থান অধিকার করে রয়েছে। এটি একটি জাতীয়করণকৃত ব্যাংক, যার সম্পত্তির দ্বারা ২৩% মার্কেট শেয়ার এবং মোট লোন এবং আমানতের ২৫% ভাগ সহ ভারতের বৃহত্তম বাজার দখল করে আছে।

১৮০৬ সালে এটি ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়ার মাধ্যমে প্রতিষ্ঠিত হয় এবং ব্যাংক অফ ক্যালকাটা থেকে ব্যাংকটি উপমহাদেশের প্রাচীনতম বাণিজ্যিক ব্যাংক হিসাবে পরিণত হয়। ব্যাংকটি ব্রিটিশ ভারতের, কলকাতা এবং বোম্বে ব্যাঙ্ক গঠনের মধ্যে দিয়ে ভারতের ইম্পেরিয়াল ব্যাংক থেকে ভারতীয় স্টেট ব্যাঙ্কে পরিণত হয়। সরকারি ভারতে ১৯৫৫ সালে ইম্পেরিয়াল ব্যাংকের নিয়ন্ত্রণ গ্রহণ করার সঙ্গে সঙ্গে ভারতীয় রিসার্ভ ব্যাঙ্কের একটি ৬০% পণ গ্রহণ করে ভারতের কেন্দ্রীয় ব্যাংক হিসেবে এটি পুনঃনামকরনের মাধ্যমে ভারতীয় স্টেট ব্যাঙ্কে পরিণত হয়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!