এখন পড়ছেন
হোম > রাজ্য > নদীয়া-২৪ পরগনা > পড়াশোনা জানা একঝাঁক ‘সুবক্তা’ নতুন মুখকে ময়দানে নামিয়ে ভোটের ময়দানে ঝড় তুলবে তৃণমূল

পড়াশোনা জানা একঝাঁক ‘সুবক্তা’ নতুন মুখকে ময়দানে নামিয়ে ভোটের ময়দানে ঝড় তুলবে তৃণমূল


২০১৯ এর লোকসভা ভোটকে টার্গেট করেই মমতা বন্দ্যোপাধ্যায়ের জনস্বার্থমুখী প্রকল্পগুলোর সুফল রাজ্যবাসীর সামনে তুলে ধরতে অভিনব উদ্যোগ শাসকদলের। আর এ কাজে জেলাস্তরের যুব সম্প্রদায়ের মধ্যে থেকেই একেবারে ‘নতুন বক্তা’ খুঁজে বের করার পরিকল্পনাটি ছিল সর্ব ভারতীয় যুব তৃণমূল সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের। পাইলট প্রজেক্টের মতোই এই অভিনব অভিযান শুরু হয়েছিল উত্তর ২৪ পরগনা থেকেই।

টানা চারমাসের প্রচেষ্টায় পড়াশোনা জানা সুদক্ষ নতুন বক্তা খোঁজার অভিযান সফল হয়েছে তৃণমূলের। এবার এদেরই লোকসভার প্রচার কর্মসূচিতে ময়দানে নামাবে তৃণমূল। তবে এই কাজে রাজ্য সরকারের প্রকল্প এবং উন্নয়নমূলক কর্মসূচি সম্পর্কে বিশদ জ্ঞানের প্রয়োজন। এর জন্যে পড়াশুনা জানা ভালো বক্তার প্রয়োজন। পুরসভা তথা শহরাঞ্চল জুড়ে সেই ভালো বক্তা খোঁজা কর্মসূচি শুরু হয়েছিল মাসচারেক আগে। সেই কাজেই সফলতা পেয়েছে রাজ্যের শাসকদল।

যুব তৃণমূল সূত্রের খবর, ১০ হাজার আবেদন জমা পড়েছিল। ৩৩ টি বিধানসভায় সেই প্রতিযোগিতা হয়। তাঁদের মধ্যে থেকেই সেরা ৩৩ জনকে নির্বাচন করা হয়েছে।বাংলা ভাষার পাশাপাশি হিন্দিতেও বক্তৃতা প্রতিযোগিতা হয়েছিল। মুখ্যমন্ত্রীর চালু করা নতুন জনস্বার্থমুখী প্রকল্পগুলির একটি তালিকা তৈরি করে লিফলেটে প্রচার শুরু হয়েছিল। সেখানে উল্লেখ ছিল কন্যাশ্রী সহ আরো ২৮ টি প্রকল্পের কথা। গত সপ্তাহে বক্তা তৈরির ফাইনাল প্রতিযোগিতা হয় বারাসাতে।

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না – তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক, সংসদ সদস্য সৌগত রায় ও কাকলি ঘোষ দস্তিদার, মন্ত্রী ব্রাত্য বসু, যুব তৃণমূল সভাপতি পার্থ ভৌমিক সহ তৃণমূলের অনেক বিশিষ্টজনেরা ছিলেন বিচারকের আসনে। এই প্রতিযোগিতা থেকেই প্রথম স্থানে উঠে আসেন সোদপুরের একাদশ শ্রেণীর ছাত্রী আইভি দাস। দ্বাদশ শ্রেণীর ছাত্র নিরুপম হালদার হন দ্বিতীয় এবং তৃতীয় হন প্রথম বর্ষের ভূগোলের ছাত্র প্রমিত বন্দ্যোপাধ্যায়। এঁদের হাতেই পাঁচ হাজার টাকা পুরস্কার মূল্যের পাশাপাশি তুলে দেওয়া হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্বাক্ষর করা সংশাপত্র। পুরস্কার পেয়ে বেজায় খুশি স্থানাধিকারীরা। মিডিয়ার সামনে উচ্ছ্বাসও প্রকাশ করেন তারা।

উত্তর ২৪ পরগনায় এই উদ্যোগ সফলতার পর আগামী দিনে গোটা রাজ্যেই এই অভিযান করার পরিকল্পনা রয়েছে রাজ্য সরকারের, এমনটাই জানালেন উত্তর ২৪ পরগনা জেলার যুব তৃণমূল কংগ্রেসের সভাপতি পার্থ ভৌমিক। সকলের অংশগ্রহণেই এই উদ্যোগ সফল হয়েছে বলেও দাবী তাঁর। নতুন বক্তাদের বিভিন্ন জায়গায় ভাষণে আমন্ত্রণ জানানোর পরিকল্পনাও রয়েছে জেলা নেতৃত্বদের।

অন্যদিকে, জেলা তৃণমূল কংগ্রেস সভাপতি তথা খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানান, জেলায় বক্তা তৈরির অভিযান ভালোভাবেই সম্পন্ন হয়েছে। বিষয়টি অভিষেক বন্দ্যোপাধ্যায়কেও জানানো হবে। আশা করা হচ্ছে এবার অন্যান্য জেলাতেও এই অভিযান শুরু করা হবে। বিশেষ স্থানাধিকারীদের বিভিন্ন যায়গায় প্রচার কর্মসূচিতে নামানোর পরিকল্পনা রয়েছে। বিগ্রেড প্রচারের পাশাপাশি লোকসভা ভোট প্রচারেও দায়িত্বেও তাদের আনা হবে বলে জানান তিনি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!