এখন পড়ছেন
হোম > রাজ্য > মেদিনীপুর > মুখ্যমন্ত্রী প্রাণের চেয়েও প্রিয় কন্যাশ্রীদের জন্য এবার প্রশিক্ষণ দিয়ে চাকরি দেবে জিন্দাল গোষ্ঠী – জানুন বিস্তারিত

মুখ্যমন্ত্রী প্রাণের চেয়েও প্রিয় কন্যাশ্রীদের জন্য এবার প্রশিক্ষণ দিয়ে চাকরি দেবে জিন্দাল গোষ্ঠী – জানুন বিস্তারিত

তৃনমূল সরকার ক্ষমতায় আসার পরই রাজ্যের মেয়েদের স্বনির্ভর করতে তৈরি করা হয়েছে কন্যাশ্রী প্রকল্প। আর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে তৈরি এই কন্যাশ্রী প্রকল্প আজ শুধু বাংলা নয়, গোটা বিশ্বে সমাদৃত বলে দাবি তৃণমূল কংগ্রেসের। আর এবারে মুখ্যমন্ত্রীর সেই স্বপ্নের কন্যাশ্রীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে এগিয়ে এল জিন্দাল গোষ্ঠী। সূত্রের খবর, পশ্চিম মেদিনীপুর জেলা পরিষদের একটি জায়গা ভাড়া নিয়ে বিপিও ও স্কিল ডেভেলপমেন্টের সেন্টার চালু করে সেখানে এই কন্যাশ্রীদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে উদ্যোগী জিন্দাল গোষ্ঠী।

জানা গেছে, জিন্দাল গোষ্ঠীর পক্ষ থেকে এই রকম একটি সেন্টার গড়ার ব্যাপারে কদিন আগেই জেলা প্রশাসনের কাছে আবেদন জানানো হয়েছিল। পরবর্তীতে সকলের সঙ্গে কথা বলে জেলা পরিষদের বিল্ডিং জিন্দালদের ভাড়া দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়। আর এরপরই এখানে জোর কদমে চলতে থাকে কাজ। জানা গেছে, আগামী জানুয়ারি মাসের ১৫ তারিখের মধ্যেই এই সেন্টারের উদ্বোধন করা হবে। আর এরপরই এইখানে চাকরি পাবেন শালবনির প্রায় ২৭ জন কন্যাশ্রী।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু এই ২৭ জনই নয়, পরবর্তীতে আরও অনেক কন্যাশ্রীকে ট্রেনিং দিয়ে বিপিওতে কাজের জন্য নেওয়া হবে বলে জানা গেছে। সূত্রের খবর, জিন্দালদের কারখানার আশেপাশে অবস্থিত বিভিন্ন স্কুল থেকে প্রথম ২৭ জন কন্যাশ্রীকে এই কারখানায় চাকরি দেওয়ার জন্য বেছে নেওয়া হয়েছে। ইতিমধ্যেই তাঁদের প্রশিক্ষণ দেওয়ার কাজও শুরু হয়ে গিয়েছে। এদিকে জিন্দালদের উদ্যোগে হওয়া এই কারখানায় তাঁদের মেয়েরা চাকরি পাবে এই কথা শুনে আনন্দিত এলাকাবাসীরাও বলে জানা গেছে। কিন্তু কবে এই কাজ সম্পন্ন হবে? আর কবেই বা চাকরি পাবেন এই কন্যাশ্রীরা?

এদিন এই প্রসঙ্গে জিন্দাল গোষ্ঠীর অ্যাসোসিয়েট ভাইস প্রেসিডেন্ট অলোক ভট্টাচার্য সংবাদমাধ্যমকে জানান, “আমাদের প্রজেক্টের আশেপাশের স্কুলগুলির মেয়েদের নিয়ে এই কাজ করা হবে। ইতিমধ্যে ট্রেনিংয়ের কাজ শুরু করা হয়েছে। জানুয়ারির মাঝামাঝি আমরা এটা উদ্বোধন করার চেষ্টা করছি। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কন্যাশ্রী প্রকল্প খুবই ভালো। আমরাও এই কন্যাশ্রী মেয়েদের নিয়ে কাজ করতে চাই”। সব মিলিয়ে এবার মুখ্যমন্ত্রীর স্বপ্নের কন্যাশ্রীদের কর্মসংস্থানের ব্যবস্থা করে দিচ্ছে জিন্দাল গোষ্ঠীও।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!