এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নিজের এলাকার স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে প্রধানমন্ত্রীর কাছে দরবার কংগ্রেসের বিরোধী দলনেতার

নিজের এলাকার স্বাস্থ্য পরিষেবা উন্নত করতে প্রধানমন্ত্রীর কাছে দরবার কংগ্রেসের বিরোধী দলনেতার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজ্যের করোনা পরিস্থিতি সময়ের সাথে সাথে উদ্বেগের চরম সীমায় পৌঁছেছে। এই পরিস্থিতিতে রাজ্যে কোভিড হাসপাতাল গড়ে তোলার দিকে বিশেষ নজর দেওয়া হচ্ছে। ইতিমধ্যেই বেশ কয়েকটি কোভিড হাসপাতাল তৈরি হয়েছে রাজ্যের বিভিন্ন জায়গায়। তবে পিছিয়ে পড়া জায়গা নিয়ে চিন্তা থেকেই যায়। সেরকমই একটি পিছিয়ে পড়া জায়গা হল মুর্শিদাবাদ।

আর এই মুর্শিদাবাদের জন্যই এবার কোভিড হাসপাতাল তৈরির ব্যাপারে প্রধানমন্ত্রীকে দিয়ে কথা আদায় করে নিলেন বহরমপুরের সাংসদ অধীররঞ্জন চৌধুরী। গতকাল অর্থাৎ সোমবার প্রধানমন্ত্রীর বাসভবনে উপস্থিত হয়েছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এবং বিরোধী দলনেতা হিসেবে অধীর রঞ্জন চৌধুরী।

এবং জানা গেছে, সেখানেই সিবিআইয়ের পরবর্তী ডিরেক্টর নির্বাচন নিয়ে বৈঠক শেষে প্রধানমন্ত্রীর সঙ্গে আলাদা করে কথা বলেন অধীর রঞ্জন চৌধুরী। এবং তখনই তিনি প্রস্তাব করেন, মুর্শিদাবাদের প্রতিরক্ষা গবেষণা প্রতিষ্ঠান ডিআরডিওকে দিয়ে একটি কোভিড হাসপাতাল তৈরির ব্যাপারে। এর আগেও অধীররঞ্জন চৌধুরী এই নিয়ে একটি চিঠি লিখেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে। প্রসঙ্গত, অধীর চৌধুরীর অভিযোগ দীর্ঘদিন ধরে মুর্শিদাবাদে স্বাস্থ্য পরিকাঠামো ভেঙে পড়েছে। করোনা পরিস্থিতিতে সেই সমস্যা আরও বেড়েছে বলে দাবী করেন কংগ্রেস দলনেতা। অন্যদিকে জানা গিয়েছে, বিরোধী দলনেতা অধীর রঞ্জন চৌধুরীর প্রস্তাব গ্রহণ করেছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তিনি আশ্বস্ত করেছেন মুর্শিদাবাদে ডিআরডিও হাসপাতাল যাতে গড়ে তোলা যায় সে ব্যাপারে তিনি সবরকম চেষ্টা চালাবেন। এ প্রসঙ্গে অধীর রঞ্জন চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রী কোভিড হাসপাতাল তৈরি ব্যাপারে ইতিবাচক ইঙ্গিত দিয়েছেন। প্রসঙ্গত, এই ডিআরডিও করোনা সংক্রমণ মোকাবিলায় কেন্দ্র ও রাজ্যের পাশে দাঁড়াচ্ছে। ইতিমধ্যেই তাঁরা বিভিন্ন জায়গায় অস্থায়ী করোনা হাসপাতাল তৈরী করেছে। দেশজুড়ে করোনার তৃতীয় ঢেউ আসতে পারে বলে ইতিমধ্যেই ইঙ্গিত দিয়েছেন বিশ্ব স্বাস্থ্যসংস্থা।

সেক্ষেত্রে পিছিয়ে পড়া জেলা হিসেবে মুর্শিদাবাদে যদি কোন প্রয়োজনীয় স্বাস্থ্য পরিকাঠামো তৈরি করা না হয়, তাহলে সেখানকার মানুষ পড়বে চরম বিপদে। আর তাই এবার মুর্শিদাবাদের মানুষের জন্য চিন্তা করে কোভিড হাসপাতাল তৈরির দাবি করলেন অধীর চৌধুরী। স্বাভাবিকভাবেই তাঁর এই পদক্ষেপ যথেষ্ট প্রশংসনীয় হিসেবে বিবেচিত হচ্ছে। আপাতত প্রধানমন্ত্রী ইতিবাচক ইঙ্গিত দিলেও কতদিনে মুর্শিদাবাদে কোভিড হাসপাতাল তৈরি হয়, সেদিকেই নজর থাকছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!