এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > কেন্দ্রের পছন্দের প্রার্থীকে সিবিআইয়ের প্রধান করতে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির

কেন্দ্রের পছন্দের প্রার্থীকে সিবিআইয়ের প্রধান করতে নিষেধাজ্ঞা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নিজের পছন্দের প্রার্থীকে সিবিআইয়ের প্রধান করতে গিয়ে বড়সড় ধাক্কা খেলো কেন্দ্রীয় সরকার। গত কয়েকমাস আগে সিবিআইয়ের প্রধান নিযুক্ত করতে বৈঠক ডাকার কথা ছিল কেন্দ্রের। কিন্তু করোনা সংক্রমনের কারণে বৈঠক পিছিয়ে দেওয়া হয়। অবশেষে এই বৈঠক ডাকা হয়েছিল গতকাল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সরকারি বাসভবনে। যেখানে কেন্দ্রের পছন্দের দুজন প্রার্থীকে সিবিআইয়ের প্রধান হিসেবে নিযুক্ত করতে অসন্তোষ প্রকাশ করলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। ফলে বড়সড় ধাক্কা খেলো কেন্দ্র।

প্রসঙ্গত, সিবিআইয়ের শীর্ষপদের জন্য প্রার্থী মনোনয়নে প্রথমে ১০৯ জন ব্যক্তির একটি তালিকা তৈরি করা হয়েছিল। পরে তা থেকে কাটছাঁট করতে করতে তা ১০ জনে এসে পৌঁছেছিল। গতকাল এ বিষয়ে একটি উচ্চ পর্যায়ের বৈঠকের আয়োজন করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি তাঁর সরকারি বাসভবনে। যেখানে উপস্থিত ছিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এ ভি রমানা, কংগ্রেস সাংসদ অধীর চৌধুরী প্রমুখরা। ৯০ মিনিট ধরে এই বৈঠক চলছিল। যেখানে কেন্দ্রীয় সরকারের পছন্দের ২ জন প্রার্থীকে বাতিল করে দিলেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে তিন জন প্রার্থীকে পছন্দ করা হয়েছিল, তাঁদের মধ্যে দুজনকেই বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। এ প্রসঙ্গে তিনি সিক্স মান্থস রুল নামে একটি বিধির কথা উল্লেখ করেছেন। তিনি জানিয়েছেন, এই নিয়ম অনুযায়ী যাদের চাকরির মেয়াদ ছয় মাস বাকি নেই, তাঁদের পুলিশের শীর্ষ পদে নিয়োগ করা যায়না। সিবিআইয়ের শীর্ষ পদে নিয়োগের ক্ষেত্রেও এই বিধি মেনে চলা প্রয়োজন।

এ কারণে কেন্দ্রের মনোনীত প্রার্থী বর্ডার সিকিউরিটি ফোর্স এর প্রধান রাকেশ আস্তানা, যিনি আগামী ৩১ সে আগস্ট অবসর নিতে চলেছেন। তাঁকে বাতিল করে দেয়া হয়েছে। আবার কেন্দ্রের অপর পছন্দের প্রার্থী নেশনাল ইনভেস্টিগেটিং এজেন্সির প্রধান ওয়াই সি মোদিকেও বাতিল করে দেয়া হয়েছে। কারণ, তিনি আগামী ৩১ সে মে অবসর নিতে চলেছেন। শেষপর্ন্ত কেন্দ্রের পক্ষ থেকে সিবিআইয়ের প্রধান হিসেবে বেছে নেয়া হয়েছে সুবোধ কুমার জয়সোয়ালকে। তিনি সিআইএসএফ এর প্রধান, সিবিআইয়ের শীর্ষ পদে তাঁর আসীন হওয়ার যথেষ্ট সম্ভাবনা রয়েছে।

গতকালের বৈঠক থেকে বেরিয়ে বেশ কিছু অভিযোগ করেছেন প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী। তিনি অভিযোগ করেছেন, গত ১১ ই মে তাঁকে ১০৯ জনের একটি তালিকা দেয়া হয়েছিল। কিন্তু গতকাল বেলা ১ টার সময় তাকে ১০ জনের নামের একটি তালিকা দেওয়া হয়েছে। বিকেল ৪ টের সময় সেখানে ৬ জনের নাম রাখা হয়েছিল। তিনি অভিযোগ করেছেন, এক্ষেত্রে ডিপার্টমেন্ট অফ পার্সোনাল এন্ড ট্রেনিং অনেকটা শিথিল ছিল।

এভাবেই কেন্দ্রের দুজন পছন্দ করা প্রার্থীকে সিবিআইয়ের শীর্ষ পদে আসীন হওয়া থেকে বাতিল করে দিয়েছেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি। তবে, এক্ষেত্রে তৃতীয় প্রার্থীর যথেষ্ট সম্ভাবনা রয়েছে সিবিআইয়ের শীর্ষ পদে আহরণের। দক্ষ ও যোগ্য ব্যক্তিকে শীর্ষে এনে কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থা সিবিআইকে আরও জোরদার ও তৎপর করে তোলার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!