এখন পড়ছেন
হোম > জাতীয় > এবার নতুন নিয়ম চালু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, নিয়ম না মানলে গুনতে হবে অতিরিক্ত চার্জ

এবার নতুন নিয়ম চালু স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার, নিয়ম না মানলে গুনতে হবে অতিরিক্ত চার্জ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্টকরোনা পরিস্থিতির জেরে ইতিমধ্যেই দেশের বিভিন্ন রাজ্যে চলছে লকডাউন। কিন্তু তার মধ্যেই দেশের সর্ববৃহৎ রাষ্ট্রায়ত্ত ব্যাংক গ্রাহকদের জন্য নিয়ে এলো নতুন নিয়ম। যা নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে চুলচেরা বিশ্লেষণ। অন্যদিকে গ্রাহকদের পক্ষ থেকেও স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার এই সিদ্ধান্ত নিয়ে ইতিমধ্যেই মতান্তর শুরু হয়েছে। জানা যাচ্ছে, স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার পক্ষ থেকে পরিষেবার ক্ষেত্রে আবারও বেশ কিছু নিয়ম নিয়ে আসা হয়েছে। জানা গিয়েছে, এবার থেকে সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের ওপর এই নিয়ম প্রযোজ্য হবে পয়লা জুলাই 2021 থেকে। অর্থাৎ নতুন নিয়ম অনুযায়ী সেভিংস অ্যাকাউন্ট হোল্ডারদের নতুন চার্জ দিতে হবে।

এটিএম থেকে টাকা তোলা কিংবা নতুন চেকবই নেওয়া, টাকা টান্সফার করা কিংবা অন্যান্য আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই নতুন চার্জ লাঘু হবে স্টেট ব্যাংকের গ্রাহকদের ওপর। একটু বিশদে জেনে নেওয়া ভালো। সেক্ষেত্রে জানা গিয়েছে, এস বি আই এর বেসিক সেভিংস ব্যাংক ডিপোজিট অ্যাকাউন্টে ন্যূনতম ব্যালেন্স 0 রাখা যেতে পারে এবং সর্বোচ্চ পরিমাণের কোন সীমা নেই। এটিএম কার্ড, ডেবিট কার্ড, বিএসবিডি অ্যাকাউন্টধারীদের জন্য দেওয়া হয় ব্যাংকের তরফ থেকে। ব্যাংক জানিয়ে দিয়েছে, এটিএম থেকে এই কার্ড দিয়ে মাসে চারবার নগদ টাকা তোলা যাবে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সেক্ষেত্রে কোন চার্জ লাগবেনা। কিন্তু পরে যদি ব্যাংকের শাখার এটিএম কিংবা অন্য কোন ব্যাংকের এটিএম থেকে নগদ টাকা তুলতে হয়, তাহলে কিন্তু ব্যাংকের পক্ষ থেকে একটি চার্জ নেওয়া হবে যার মধ্যে যুক্ত হবে জিএসটি। যেমন চার বারের বেশি অন্য শাখা বা এটিএম থেকে নগদ টাকা তুলতে গেলে এবার থেকে এস বি আই সেভিংস একাউন্ট হোল্ডারদের নগদ 15 টাকা দিতে হবে সাথে যোগ হবে জিএসটি। যারা অ্যাকাউন্ট হোল্ডার স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, তাঁদের প্রত্যেক আর্থিক বছরে 10 টি চেক বিনামূল্যে দেওয়া হবে। তারপর যেকোন চেক বইয়ের জন্য 40 টাকা করে নেওয়া হবে, তার ওপর থাকবে জিএসটি।

ঠিক একইভাবে 25 পাতার চেকবুক এর জন্য 75 টাকা এবং জরুরী ভিত্তিতে 10 পাতার চেক বইয়ের জন্য 50 টাকা ও অতিরিক্ত জিএসটি দিতে হবে। প্রবীণ নাগরিকদের জন্য অবশ্য এক্ষেত্রে কিছুটা সুবিধা দিয়েছে স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাঁদের চেকবইয়ের ক্ষেত্রে কোন নতুন পরিষেবা চার্জ দিতে হবেনা। তবে অন্যদের ক্ষেত্রে ব্যালেন্স যাচাই, এটিএম এর পিন নাম্বার পরিবর্তন, মিনি স্টেটমেন্ট এর মতন পরিষেবার ক্ষেত্রে কোন চার্জ নেওয়া হবেনা বলে জানা গিয়েছে। সব মিলিয়ে এসবিআই এর নতুন নিয়ম অনুযায়ী এবার থেকে গ্রাহকদের যে অতিরিক্ত সতর্কতা মেনে চলতে হবে সে ব্যাপারে নিঃসন্দেহ থাকা যায়। আপাতত স্টেট ব্যাংকের এই সিদ্ধান্ত ঘিরে বিতর্ক চরমে উঠেছে।

আপনার মতামত জানান -

ট্যাগড
Top
error: Content is protected !!