এখন পড়ছেন
হোম > রাজনীতি > বিজেপি > ত্রিপল চুরি মামলায় জেরবার শুভেন্দু, মঙ্গলের আশায় অনুগামীরা!

ত্রিপল চুরি মামলায় জেরবার শুভেন্দু, মঙ্গলের আশায় অনুগামীরা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই শুভেন্দু অধিকারী দাবি করে আসছেন, তাকে নানাভাবে ফাঁসানোর চেষ্টা করছে শাসক দল। পাশাপাশি রাজ্যে পরিবর্তন হবে বলে তিনি দাবি করলেও, শেষ পর্যন্ত নির্দিষ্ট লক্ষ্যে পৌঁছতে পারেননি এই বিজেপি নেতা। তবে বিজেপি 77 টি আসন পেয়ে বিরোধী দলের জায়গা দখল করেছে। নন্দীগ্রামের বিজেপির বিধায়ক শুভেন্দু অধিকারী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রধান প্রতিপক্ষ অর্থাৎ বিধানসভার বিরোধী দলনেতা। নানা বিষয়ে সরকারের অস্বস্তি বাড়িয়ে দিচ্ছেন তিনি।

আর এই পরিস্থিতিতে বেশ কিছুদিন আগে ত্রিপল চুরি মামলায় সেই শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে থানায় একটি অভিযোগ দায়ের হয়। ইতিমধ্যেই তা আদালতের দরজায় গিয়ে পৌঁছেছে। স্বাভাবিক ভাবেই গোটা ঘটনাকে কেন্দ্র করে চাপ ক্রমশ বাড়তে শুরু করেছিল শুভেন্দু অধিকারী এবং তার দল ভারতীয় জনতা পার্টির।

দ্রুত যাতে এই ব্যাপারে আদালত চূড়ান্ত রায় দেয়, তার দিকে তাকিয়েছিলেন সকলে। আর এই পরিস্থিতিতে অস্বস্তি বাড়িয়ে অধরা থেকে গেল ত্রিপল চুরি মামলা। জানা গেছে, আগামী মঙ্গলবার এই মামলার শুনানি অনুষ্ঠিত হবে। স্বাভাবিক ভাবেই আরও কয়েকদিন এই মামলার ফয়সালা বা চূড়ান্ত রায় পাওয়ার জন্য অপেক্ষা করতে হবে শুভেন্দু অধিকারীকে।

প্রসঙ্গত উল্লেখ্য, বেশ কিছুদিন আগে কাঁথি পৌরসভার প্রশাসক মন্ডলীর সদস্য রত্নদ্বীপ মান্না শুভেন্দু অধিকারী এবং তার ভাই সৌমেন্দু অধিকারীর বিরুদ্ধে ত্রিপল চুরি করার অভিযোগ করেন‌। আর এরপরই এই ঘটনায় এফআইআর দায়ের করে রাজ্য পুলিশ। যদিও বা প্রথম থেকেই শুভেন্দু অধিকারী এবং তার অনুগামীরা দাবি করে এসেছেন, এই ঘটনার সঙ্গে কোনোভাবেই জড়িত নন শুভেন্দুবাবু।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাকে সবসময় চাপে রাখার চেষ্টা হচ্ছে। তাই সরকারের পক্ষ থেকে চক্রান্ত করে তার নামে এই রকম অভিযোগ করা হচ্ছে। তবে গোটা বিষয়ে আইনি জটিলতা থাকার কারণে শেষ পর্যন্ত এই ব্যাপারে আদালত কী রায় দেয়, তার দিকেই নজর ছিল সকলের। কিন্তু শেষ পর্যন্ত আদালতেও জটিলতা কাটল না। এক্ষেত্রে আগামী মঙ্গলবার এই মামলার পরবর্তী শুনানি হবে বলে জানিয়ে দিল কলকাতা হাইকোর্ট।

পর্যবেক্ষকরা বলছেন, বিধানসভা নির্বাচনের আগে তৃণমূল কংগ্রেস ছেড়ে ভারতীয় জনতা পার্টিতে যোগ দিয়েছিলেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই রীতিমতো তৃণমূলের মাথায় বাজ পড়ে গিয়েছিল। শুভেন্দু অধিকারীর মত প্রভাবশালী নেতা তথা রাজ্যের প্রাক্তন মন্ত্রী গেরুয়া শিবিরে যোগ দেওয়ার ফলে তৃণমূল ভাঙতে শুরু করে। একের পর এক জেলা থেকে শুভেন্দু অধিকারীর অনুগামীরা যোগ দিতে শুরু করেন ভারতীয় জনতা পার্টিতে। তৃতীয়বারের জন্য রাজ্যের ক্ষমতা দখল করে তৃণমূল তাদের মুখ রক্ষা করেছে।

তবে বিজেপির পক্ষ থেকে নন্দীগ্রাম বিধানসভা আসনের টিকিট পেয়ে মমতা বন্দ্যোপাধ্যায়কে পরাজিত করে বিরোধী দলনেতা হয়েছেন শুভেন্দু অধিকারী। আর তারপরেই সরকারের বিরুদ্ধে নানা বিষয়ে সরব হতে দেখা যাচ্ছে তাকে। কিন্তু সেই শুভেন্দু অধিকারী এবং তার ভাইয়ের বিরুদ্ধে ত্রিপল চুরি নিয়ে মামলা দায়ের করা হয়। আর সেই মামলার শুনানির দিকেই নজর রয়েছে রাজনৈতিক বিশেষজ্ঞদের। সব মিলিয়ে আগামী মঙ্গলবারের শুনানিতে কি উঠে আসে, স্বস্তি নাকি অস্বস্তি বজায় থাকে শুভেন্দুবাবুর, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!