এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > আপনাদেরও অস্তিত্ব থাকবে না! কর্মীদের উদ্দেশ্যে হেভিওয়েট তৃণমূল সাংসদের বার্তায় শুরু জল্পনা!

আপনাদেরও অস্তিত্ব থাকবে না! কর্মীদের উদ্দেশ্যে হেভিওয়েট তৃণমূল সাংসদের বার্তায় শুরু জল্পনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গতকাল শুক্রবার বীরভূম জেলার রামপুরহাটে তৃণমূলের কার্যালয়ে দলের নেতাকর্মীদের বিজয়ার শুভেচ্ছা জানালেন বীরভূমের সংসদ সদস্য শতাব্দি রায়। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কৃষিমন্ত্রী আশিস বন্দোপাধ্যায়। গতকাল এই বৈঠকে বিজয়ার শুভেচ্ছা জানানোর সঙ্গে সঙ্গে জেলার নেতাকর্মীদের উদ্দেশ্যে একাধিক সতর্ক বার্তাও দিলেন সাংসদ। যেখানে তিনি জানান যে, লোকসভা ভোটে এই অঞ্চলে তৃণমূলের যে খারাপ ফল হয়েছিল, তা যেন বিধানসভা ভোটে আবার না হয়। সেইসঙ্গে তিনি জানান যে, এই নির্বাচন হলো মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্বাচন। তাই যে করেই হোক, যেভাবেই হোক, জিততে হবে এই নির্বাচন।

প্রসঙ্গত, গত লোকসভা নির্বাচনে বীরভূম লোকসভা কেন্দ্র থেকে জয়ী হয়েছিলেন তৃণমূল প্রার্থী শতাব্দী রায়। তবে, রামপুরহাট পুরসভার ১৮ টি ওয়ার্ডের মধ্যে ১৫ টি তেই বিজেপি এগিয়ে গিয়েছিল, পিছিয়ে পড়েছিল তৃণমূল। গত লোকসভা ভোটে রামপুরহাট শহরে ৯ হাজার ৬৯৪টি ভোটে বিজেপির থেকে পিছিয়ে পড়েছিল তৃণমূল।এ কারণে আগামী বিধানসভা নির্বাচনের নিরিখে দলকে সতর্ক করে দিলেন শতাব্দী রায়। গতকালের অনুষ্ঠানে দলের নেতৃত্তের উদ্দেশ্যে তাঁকে বলতে শোনা গেল, “পরপর দু’টি লোকসভা নির্বাচনের ফলাফলের নিরিখে আমি রামপুরহাট থেকে পিছিয়ে। বিধানসভা নির্বাচনে এমন যেন না হয়। ভালোভাবে লড়াই করতে হবে। দলের বিধায়ক, সংসদ সদস্য না থাকলে আপনাদেরও অস্তিত্ব থাকবে না।”

এই সঙ্গে সঙ্গেই সাংসদ শতাব্দী রায় জানালেন যে, গত লোকসভা নির্বাচনের পূর্বেই তিনি সংশ্লিষ্ট অঞ্চলের নেতাদের সঙ্গে বৈঠক করে, তাঁদেরকে সতর্ক করে দিয়ে জানিয়েছিলেন যে, রামপুরহাটে ভোটের ফলাফল ভালো হবার সম্ভাবনা নেই। তিনি অভিযোগ করেছেন যে, তিনি বলার পরেও সঠিক কাজ করেননি দলের নেতাকর্মীরা। তিনি জানালেন যে, অন্যান্য বিধানসভা থেকে যদি তিনি লিড না পেতেন, তবে নির্বাচনে জয়লাভ তিনি করতে পারতেন না। লোকসভা নির্বাচনের সময় যারা সঠিকভাবে কাজ করেননি, বিধানসভা নির্বাচনের সময় দলের জন্য ঝাঁপিয়ে পড়েন নির্দেশ দেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এ প্রসঙ্গে তিনি আরও জানান যে, শাসক দলের প্রতি মানুষের যে ভালোবাসা ছিল, মুখ্যমন্ত্রীর প্রতি মানুষের যে ভালোবাসা ছিল তা তাঁদের জন্য কোথায় নষ্ট হয়েছে? তা খুঁজে দেখতে হবে এবং তা পুনরুদ্ধার করতে হবে। তিনি জানিয়েছেন যে, এতটা উন্নয়নের পরেও কেন মানুষ শাসকদলের দিক থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন, সেটা দেখার প্রয়োজন আছে। সেইসঙ্গেই, তিনি জানান যে, আগামী বিধানসভা নির্বাচনে যাতে দলের ভালো ফল হয়, সেদিকে নিশ্চিত করতে হবে। দলের নেতাকর্মীদের তিনি নির্দেশ দিলেন যে, দলকে যেভাবে হোক জেতাতেই হবে। এটাই তাদের একমাত্র লক্ষ্য হওয়া প্রয়োজন। এই নির্বাচন হলো মুখ্যমন্ত্রীর নির্বাচন। আবার, লোকসভা ভোটে যে ফলাফল হয়েছিল, তা যেন কোনভাবেই ফিরে না আসে আগামী নির্বাচনে। এভাবেই গতকালের বৈঠকে বিজয়ার শুভেচ্ছা জানানোর পাশাপাশি, দলের নেতাকর্মীদেরও সতর্ক করলেন সাংসদ শতাব্দী রায়।

প্রসঙ্গত বীরভূম জেলার শাসক দল তৃণমূলের গড় হিসেবে পরিচিত হলেও, জেলায় দ্রুত শক্তিশালী হচ্ছে বিজেপি। তাই আগামী নির্বাচনে জোর প্রতিদ্বন্দ্বিতার মুখে পড়তে হবে শাসকদলকে। যা অস্বীকার করার উপায় নেই। এই কারণে দলের নেতাকর্মীদের বিশেষভাবে সতর্ক করেছেন সাংসদ। দলের হাত থেকে যদি ক্ষমতা চলে যায়, তবে দলের সাংসদ, বিধায়ক সকলেই যে গুরুত্বহীন হয়ে পড়বেন, সে কথা বলে তিনি সতর্ক করে দিলেন দলকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!