এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নিরাপত্তা তুলে নিতেই পুলিশের দ্বারস্থ হলেন হেভিওয়েট সাংসদ

নিরাপত্তা তুলে নিতেই পুলিশের দ্বারস্থ হলেন হেভিওয়েট সাংসদ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গত ১৯ সে ডিসেম্বর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করেছেন শুভেন্দু অধিকারী। এরপর তাঁর ভাই সৌমেন্দু অধিকারী বিজেপিতে যোগদান করেছেন। পরবর্তীকালে তাঁর পিতা শিশির অধিকারীও বিজেপিতে যোগদান করেছেন। শুধুমাত্র তাঁর আরেক ভাই দিব্যেন্দু অধিকারী এখনো পর্যন্ত তৃণমূলে রয়ে গিয়েছেন। এখনো পর্যন্ত তিনি তমলুকের সাংসদ রয়েছেন। তাঁর বাবা শিশির অধিকারীও সাংসদ পদ থেকে অব্যাহতি নেন নি। কিন্তু হঠাৎ করেই তাঁদের বাড়ির সামনে থেকে পুলিশি নিরাপত্তা তুলে দেয়া হয়েছে। তাতে ক্ষুব্দ হয়ে থানায় চিঠি লিখেছেন সাংসদ দিব্যেন্দু অধিকারী।

সম্প্রতি কাঁথি থানার ইন্সপেক্টর ইনচার্জকে একটি চিঠি দিয়েছেন তমলুকের তৃণমূল সাংসদ দিব্যেন্দু অধিকারী। যে চিঠিতে তিনি জানিয়েছেন যে, তাঁদের বাড়ির সামনে থেকে পুলিশ পিকেট উঠিয়ে দেয়া হয়েছে। ট্রাফিক সামলাবার ব্যবস্থাও উঠিয়ে দেয়া হয়েছে। এই ঘটনার পেছনে ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। তিনি অভিযোগ করেছেন, ইচ্ছে করেই তাঁদের বাড়ির সামনে বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি করার চেষ্টা করা হচ্ছে। এতে তাঁদের নিরাপত্তা বিঘ্নিত হতে পারে বলে, আশঙ্কা প্রকাশ করেছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, সম্প্রতি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের পক্ষ থেকে দিব্যেন্দু অধিকারী ও শিশির অধিকারীকে ওয়াই প্লাস নিরাপত্তা দেবার কথা জানানো হয়েছিল। এরপর তাঁর বাড়ির সামনে থেকে পুলিশের নিরাপত্তা তুলে নিয়েছে রাজ্য। প্রসঙ্গত, এখনো পর্যন্ত তৃণমূলে থেকে গেলেও যে কোন সময়ে বিজেপিতে যোগদানের সম্ভাবনা রয়েছে দিব্যেন্দু অধিকারীর। তৃণমূলের সঙ্গে সম্পর্ক তেমন নিবিড়ও নেই তাঁর। দলীয় কাজকর্মে তাঁর তেমন একটা উপস্থিতিও নেই।

এই পরিস্থিতিতে তাঁর বাড়ির সামনে থেকে পুলিশি নিরাপত্তা তুলে দেওয়া এক বিশেষ ইঙ্গিত বলেই মনে করছেন একাধিক রাজনৈতিক বিশ্লেষকরা। অনেকে মনে করছেন, দলে থেকে গেলেও, দল যে তাঁর উপরে একেবারেই সন্তুষ্ট নয়, সে কথাই যেন ঠারেঠারে বুঝিয়ে দেওয়া হচ্ছে। আর এরমধ্যেই হয়তো লুকিয়ে আছে এক অস্পষ্ট বিদায় বার্তা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!