এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচন চলাকালীন এলাকার তৃণমূল প্রার্থীকে আক্রমণ, অভিযোগ বিজেপির দিকে

নির্বাচন চলাকালীন এলাকার তৃণমূল প্রার্থীকে আক্রমণ, অভিযোগ বিজেপির দিকে


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – আজকে রাজের তৃতীয় দফার নির্বাচনে ভোট হচ্ছে আরামবাগ বিধানসভায়। বরাবরের তৃণমূলের শক্ত ঘাঁটি বলে পরিচিত এই আরামবাগ বিধানসভা। কিন্তু 2019 এর লোকসভা নির্বাচনের পর হাওয়া ঘুরে যায় বিজেপির দিকে। হুগলীর সাংসদ হন বিজেপির লকেট চ্যাটার্জ্জী। অতএব এই বিধানসভাকে পুনরায় নিজেদের কাছে ফিরিয়ে আনা তৃণমূলের কাছে বড়সড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে। এই আরামবাগ বিধানসভা থেকেই তৃণমূল প্রার্থী হয়েছেন বিজেপি সাংসদ সৌমিত্র খাঁ এর স্ত্রী সুজাতা মন্ডল খাঁ।

বেশ কিছুদিন আগে বিজেপি সাংসদ স্বামীকে ছেড়ে সুজাতা তৃণমূলে পা দিয়েছেন। তারপরেই সুজাতা পুরষ্কারস্বরূপ তৃণমূলের প্রার্থী তালিকায় স্থান পান। আজকে ভোটের আবহে ব্যাপক উত্তেজনা ছড়াল এই সুজাতা মন্ডল খাঁকে কেন্দ্র করে আরামবাগে। জানা গিয়েছে, মহিলা পুলিশের উপস্থিতিতে বিজেপি কর্মীরা তাঁকে বেধড়ক মারধর করেছে। ভোটের  মধ্যেই এই ঘটনায় চূড়ান্ত উত্তেজনা ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই কমিশনের তরফ থেকে ঘটনার রিপোর্ট তলব করা হয়েছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, সকাল থেকেই আরামবাগের আরান্ডির ২৬৩ নম্বর বুথ্যে ঝামেলা চলছিল। বিজেপি কর্মীরা ভোট দিতে দিচ্ছেনা সাধারণ মানুষকে- এই খবর পাওয়ার পর ওই বুথে যান আরামবাগের তৃণমূল প্রার্থী সুজাতা মন্ডল খাঁ। অভিযোগ উঠেছে, সুজাতা যাওয়ার পর তাঁকে বেধড়ক মারধর করা হয়। সেখানে উপস্থিত পুলিশ কর্মীদের সঙ্গে বিবাদে জড়িয়ে পড়েন সুজাতা। অভিযোগ, এরপরেই তাঁর ওপর হামলা চালানো হয়। সুজাতার নিরাপত্তারক্ষীর মাথা ফেটে গেছে বলে জানা যাচ্ছে।

অন্যদিকে বিজেপির পাল্টা অভিযোগ- ভোট চলাকালীন আরান্ডি এলাকায় গিয়ে সুজাতা মন্ডল বিজেপি কর্মীদের হেনস্তা করছিলেন, স্থানীয়দের ঘরে ঢুকে ভয় দেখাচ্ছিলেন। আর সেই কারণেই অশান্তি ছড়িয়ে পড়ে। আপাতত তীব্র উত্তেজনা কমাতে পুলিশ পরিস্থিতি আয়ত্তে আনার চেষ্টা চালাচ্ছে। অন্যদিকে প্রশ্ন উঠেছে, ভোটকেন্দ্রে বিপুল পরিমাণ কেন্দ্রীয় বাহিনী থাকা সত্বেও এত বড় ঘটনা ঘটে গেল কি করে? আপাতত এই ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির চাপানউতোর তুঙ্গে উঠেছে। এই পরিস্থিতিতে কমিশন কি ব্যবস্থা গ্রহণ করে, এখন সেটাই দেখার।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!