এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নির্বাচনের আগেই বড় ভুল! কলকাতার ভোটে মন নেই বিজেপির!

নির্বাচনের আগেই বড় ভুল! কলকাতার ভোটে মন নেই বিজেপির!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- মুখেই বিজেপি দাবি করছে যে, তারা কলকাতা পৌরসভার নির্বাচনে অভূতপূর্ব ফলাফল করবে। কিন্তু প্রচার থেকে শুরু করে নির্বাচনী ইশতেহারে তাদের যে গাফিলতি সামনে আসছে, তাতে বিজেপি কতটা সফলতা পাবে, তা নিয়ে চিন্তা তৈরি হয়েছে গেরুয়া শিবিরের একাংশের মধ্যে। সেভাবে প্রচারে দেখা যাচ্ছে না বিজেপির হেভিওয়েট নেতাদের। শুধু তাই নয়, সম্প্রতি তারা যে ইশতেহার প্রকাশ করেছে, তা নিয়েও নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে। যেখানে দেখা যাচ্ছে যে, বিজেপি তাদের নির্বাচনী ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতি পূরণ করার কথা বলছে, তার বেশিরভাগটাই ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে।

স্বাভাবিক ভাবেই নানা মহলে প্রশ্ন উঠতে শুরু করেছে, তাহলে কি বিজেপি নেতারা কলকাতা পৌরসভা সম্পর্কে ওয়াকিবহাল নন? আর সেই কারণেই তাদের এই দায়িত্বজ্ঞানহীন ইশতেহার? স্বাভাবিকভাবেই নির্বাচনী ইশতেহারে বিজেপির এই অপ্রাসঙ্গিক প্রতিশ্রুতি নিয়ে গেরুয়া শিবির যে আরও চাপে পড়ে গেল, সেই ব্যাপারে নিশ্চিত বিশেষজ্ঞরা। সূত্রের খবর, বুধবার রাজ্য বিজেপির দপ্তরে কলকাতা পৌরসভার নির্বাচনকে পাখির চোখ করে একটি ইশতেহার প্রকাশ করা হয়। যার নাম দেওয়া হয়, “কলকাতা জিতবে, জিতবে বিজেপি”।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কিন্তু সেই ইশতেহারে যে সমস্ত প্রতিশ্রুতি দেওয়া হয়েছে, তা ইতিমধ্যেই পূরণ হয়ে গিয়েছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছে, কেন নতুন কোনো প্রতিশ্রুতি বিজেপি তাদের ইশতেহারে দিল না? তাহলে কি তারা কলকাতা পৌরসভার নির্বাচন নিয়ে চিন্তিত নয়, নাকি দায়সারা ভাবে তৃণমূলকে জায়গা করে দিতে চাইছে ভারতীয় জনতা পার্টি! সব মিলিয়ে কলকাতা পৌরসভার নির্বাচনে বিজেপির দৃষ্টিভঙ্গি কি, এভাবে তারা আদৌ সাফল্য পায় কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!