এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > নির্বাচনী আধিকারিকের গলায় “জয় শ্রীরাম” স্লোগান, তরজায় তৃণমূল-বিজেপি, কড়া পদক্ষেপ কমিশনের!

নির্বাচনী আধিকারিকের গলায় “জয় শ্রীরাম” স্লোগান, তরজায় তৃণমূল-বিজেপি, কড়া পদক্ষেপ কমিশনের!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – নির্বাচনী প্রচারে বারবার “জয় শ্রীরাম” স্লোগানকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে উঠেছে রাজ্য রাজনীতি। আর এবার ষষ্ঠ দফার ভোটের দিন সেই জয় শ্রীরাম স্লোগানকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ল। এবার আর কোনো রাজনৈতিক দলের নেতা-নেত্রীদের গলায় নয়, বরঞ্চ পোলিং অফিসারের মুখেই শোনা গেল সেই “জয় শ্রীরাম” স্লোগান। স্বাভাবিক ভাবেই এই ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়ে পড়েছে পূর্বস্থলীতে।

ইতিমধ্যেই তৃণমূলের পক্ষ থেকে নির্বাচনী আধিকারিকের গলায় “জয় শ্রীরাম” স্লোগান দেওয়াকে কেন্দ্র করে প্রশ্ন তোলা হয়েছে। যার পরিপ্রেক্ষিতে ব্যবস্থা গ্রহণ করতে বাধ্য হয়েছে নির্বাচন কমিশন। ইতিমধ্যেই সেই আচরণের জন্য যে পোলিং অফিসার এই ধরণের স্লোগান দিয়েছেন, তাকে বুথ থেকে সরিয়ে দিয়েছে কমিশন। স্বাভাবিক ভাবেই কেন কমিশনের আধিকারিক হয়ে এই ধরনের স্লোগান নিজের মুখ দিয়ে বের করলেন একজন পোলিং অফিসার, এখন তা নিয়ে নানা মহলে তৈরি হয়েছে প্রশ্ন।

প্রসঙ্গত উল্লেখ্য, আজ ষষ্ঠ দফার নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে রাজ্যে। যেখানে ভোট শুরুর আগে পূর্বস্থলী 1 নম্বর দোল গোবিন্দপুর জিএসপিএ প্রাথমিক বিদ্যালয় 35 নম্বর বুথে মক পোলিং চলছিল। আর সেই সময় হঠাৎ করেই নির্বাচনের দায়িত্বে থাকা থার্ড পোলিং অফিসার জয় শ্রীরাম স্লোগান দিয়ে বসেন। এরপরই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। থার্ড পোলিং অফিসার সৌমজিৎ ভট্টাচার্যকে বলতে শোনা যায়, “জয় শ্রীরাম সব কিছু ঠিক হয়ে গিয়েছে।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর এই কথা বলার পরই তৃণমূলের পক্ষ থেকে ব্যাপক আপত্তি তোলা হয়। কেন এভাবে বিজেপির শ্লোগান একজন নির্বাচনী আধিকারিক ব্যবহার করবেন! তা নিয়ে শাসক দলের পক্ষ থেকে তোলা হয় প্রশ্ন। যার জেরে মুহুর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতে শুরু করে। আর এবার সেই থার্ড পোলিং অফিসারকে নিজের দায়িত্ব থেকে সরিয়ে দিলো নির্বাচন কমিশন। ইতিমধ্যেই গোটা ঘটনা নিয়ে তৃণমূল এবং বিজেপির মধ্যে শুরু হয়েছে রাজনৈতিক তরজা।

ইতিমধ্যেই এই গোটা বিষয়ে প্রশ্ন তুলেছেন পূর্বস্থলী দক্ষিণ বিধানসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ। তিনি বলেন, “যদি ওনার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া না হয়, তাহলে আমি সমস্ত বুথে গিয়ে জয় বাংলা বলব।” যদিও বা এই শ্লোগান দেওয়ার মধ্যে কোনো রকম অন্যায় দেখছেন না বিজেপি প্রার্থী রাজীব কুমার ভৌমিক। তিনি বলেন, “জয় শ্রীরাম বলা তো কোনো অপরাধ নয়। এটা কোনো রাজনৈতিক স্লোগান নয়।এতে ভোট প্রক্রিয়া প্রভাবিত হওয়ার কথা নয়। জয় বাংলা স্লোগান এই দেশের নয়। বাংলাদেশের সংস্কৃতি। এটা এখানে প্রতিষ্ঠা করতে চাইলে আমার আপত্তি নেই।”

বিশ্লেষকরা বলছেন, নির্বাচনের দামামা বাজার পর থেকেই কমিশনের একাংশের সঙ্গে বিজেপির সমঝোতা রয়েছে বলে অভিযোগ করতে শুরু করেছে তৃণমূল কংগ্রেস। আর এবার সরাসরি নির্বাচনী আধিকারিকের গলায় জয় শ্রীরাম স্লোগান শুনতে পাওয়ায় কার্যত প্রশ্ন তুলে দিল শাসকদল। যে ঘটনার পরিপ্রেক্ষিতে সেই পোলিং অফিসারকে সরিয়ে দেওয়া হয়েছে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!