এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > নতুন বছরে রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার- ভিক্টোরিয়া মেমোরিয়ালের নতুন নামকরণ

নতুন বছরে রাজ্যবাসীকে প্রধানমন্ত্রীর দেওয়া উপহার- ভিক্টোরিয়া মেমোরিয়ালের নতুন নামকরণ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – গেরুয়া শিবিরের কাছে বাংলা এই মুহূর্তে সবথেকে গুরুত্বপূর্ন একটি নাম। কারণ বাংলার মসনদ দখল এই মুহূর্তে কেন্দ্র এবং রাজ্য বিজেপির সবথেকে গুরুত্বপূর্ণ লক্ষ্য। তবে রাজ্য বিজেপি নেতারা এ রাজ্যে রাজ্যের মানুষের কিছুটা কাছাকাছি যেতে পারলেও কেন্দ্রীয় নেতারা কিন্তু বাংলার মানুষের মন কতটা ছুঁতে পেরেছেন তা নিয়ে কিন্তু সন্দেহ থাকছে বিশেষজ্ঞদের। পাশাপাশি রাজ্যের শাসক দল তৃণমূলের বহিরাগত ইস্যু নিয়ে ইতিমধ্যেই চাঞ্চল্য ছড়িয়েছে রাজ্যজুড়ে। তাই বহিরাগত তকমা ঝেড়ে বাংলার মানুষের সেন্টিমেন্ট ছুঁতে জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী বদল করতে চলেছেন ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নাম।

এই 23 শে জানুয়ারি নেতাজি সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মদিন উদযাপন হতে চলেছে। আর সেই সূত্রে রাজ্যে আসতে চলেছেন স্বয়ং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। নেতাজির জন্মদিন পালনের পাশাপাশি জানা যাচ্ছে প্রধানমন্ত্রী হয়তো এবার কলকাতার প্রাচীন সৌধ ভিক্টোরিয়া মেমোরিয়ালের নাম বদলে দিতে পারেন। আর এটা যে রাজ্যবাসীর কাছে নতুন চমক, তা নিয়ে কোনো সন্দেহ নেই। সেক্ষেত্রে কেন্দ্রের গঠিত কমিটির প্রস্তাব বিবেচনা করেই এই সিদ্ধান্ত নেওয়া হতে পারে বলে জানা যাচ্ছে। অন্যদিকে প্রধানমন্ত্রীর দপ্তর সূত্রে বলা হয়েছে, সরকারি কর্মসূচি তেইশে জানুয়ারি প্রধানমন্ত্রী রাজ্যে আসতে চলেছেন।

তবে বিজেপি সূত্রে খবর, প্রধানমন্ত্রীর সঙ্গে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষ সহ দলের প্রতিনিধি দল দেখা করার জন্য ইতিমধ্যেই তদবির করেছেন প্রধানমন্ত্রীর অফিসে। জানা গিয়েছে, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতাজী সুভাষচন্দ্র বসুর 125 তম জন্মজয়ন্তী উপলক্ষে ভিক্টোরিয়া থেকে দেশব্যাপী কর্মসূচির সূচনা করবেন। এই অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর পাশাপাশি রাজ্যপাল জগদীপ ধনকরকেও দেখা যেতে পারে বলে জানা গিয়েছে। তবে একই সাথে প্রোটোকল অনুযায়ী মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায়ের কাছেও আমন্ত্রণ গেছে। তবে তিনি প্রধানমন্ত্রীর সঙ্গে একই মঞ্চে উপস্থিত থাকবেন কিনা, তা নিয়ে কিন্তু রাজনৈতিক মহলের অনেকেই সন্দেহ প্রকাশ করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কারণ একটাই, একুশের বিধানসভা নির্বাচনে তৃণমূলের অন্যতম প্রতিপক্ষ হলো বিজেপি। সেক্ষেত্রে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কেন্দ্রীয় বিজেপির পক্ষ থেকেই যে বাংলায় আসছেন, সে কথা বলার প্রয়োজন নেই। বাঙালির সেন্টিমেন্ট ছঁতে কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে ইতিমধ্যেই নেতাজির জন্মদিবসকে ‘পরাক্রম দিবস’ হিসেবে ঘোষণা হয়েছে। যদিও নবান্নের তরফ থেকে যেমন দাবি করা হয়েছে ওই দিনটিকে ‘দেশনায়ক দিবস’ হিসেবে ঘোষণা করার। পাশাপাশি ইতিমধ্যেই রেলের তরফ থেকে নেতাজি সুভাষচন্দ্র বসুকে শ্রদ্ধাজ্ঞাপন করে কালকা হাওড়া ট্রেনের নাম বদল হয়ে গিয়ে হয়েছে নেতাজি এক্সপ্রেস।

তবে তাতেও বিশেষ মত নেই বাংলার সরকারের বলে জানা যাচ্ছে। সব মিলিয়ে বছরের শুরুতেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি যে বাঙালীকে জোরদার চমক দিতে পারেন ভিক্টোরিয়া মেমোরিয়াল এর নাম পরিবর্তন করে সেকথা অনস্বীকার্য। সেক্ষেত্রে বিশেষজ্ঞদের মতে, ভিক্টোরিয়ার নাম পরিবর্তন হলে সেক্ষেত্রে রাজ্যের অন্যান্য দলগুলি বিশেষ আপত্তি জানানোর রাস্তায় থাকবে না। কারণ ভিক্টোরিয়া মেমোরিয়াল নামটি রানী ভিক্টোরিয়ার নামাঙ্কিত। সে জায়গায় দেশনায়ক নেতাজি সুভাষচন্দ্র বসুর নামাঙ্কিত সৌধ যথেষ্ট সাড়া ফেলবে বাঙালীর মননে বলে মনে করা হচ্ছে। তবে সবটাই যে একুশের হিসাব নিকাশের অংশ তা একবাক্যে মেনে নিচ্ছেন রাজনৈতিক ভাষ্যকাররা।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!