এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > নয়া কৃষি আইনকে সমর্থন করায় অপমানিত বিশ্ব বরেণ্য ক্রিকেটার

নয়া কৃষি আইনকে সমর্থন করায় অপমানিত বিশ্ব বরেণ্য ক্রিকেটার


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – কেন্দ্রীয় সরকার প্রণীত নয়াকৃষি আইনকে কেন্দ্র করে দেশে দুই বিবাদমান শিবির তৈরি হয়েছে। দীর্ঘ সময় ধরে দিল্লি ও দিল্লি নিকটবর্তী অঞ্চলে কৃষকদের আন্দোলনকে সমর্থন জানিয়েছিলেন বহু মানুষ। তবে প্রজাতন্ত্র দিবসের দিনে কৃষকদের তাণ্ডবের পর থেকে বহু মানুষ মুখ ফিরিয়ে নিয়েছেন। এই পরিস্থিতিতে কৃষক আন্দোলনকে সমর্থন করতে দেখা গেছে বিশ্বখ্যাত পপস্টার রিহানা, পরিবেশকর্মী গ্রেটা থুনবার্গ, প্রাক্তন পর্নস্টার মিয়া খালিফা প্রমূখদের । সোশ্যাল মিডিয়ায় তাঁরা বক্তব্য রেখেছেন কৃষকদের হয়ে। তাঁদের বিরোধিতা করেছিলেন
বিশ্ব বরেণ্য ক্রিকেটার শচীন তেণ্ডুলকর। গতকাল তাঁর ছবিতে কালি লাগালেন
বেশকিছু কংগ্রেস কর্মী। যে ঘটনায় নিন্দার ঝড় দেশজুড়ে।

প্রসঙ্গত, দেশের অভ্যন্তরীন বিষয়ে বিদেশিদের বক্তব্য প্রকাশের পর তাঁদের বিরুদ্ধে তীব্র ভাবে সরব হয়েছেন বিরাট কোহলি, অজিঙ্কা রাহানে, রবি শাস্ত্রী, অক্ষয় কুমার, লতা মঙ্গেশকর, সুনীল শেট্টি, করণ জোহর, শচীন তেণ্ডুলকর প্রমুখরা। দেশের বিষয়ে বিদেশিদের হস্তক্ষেপের প্রবল বিরোধিতা করেছেন শচীন তেণ্ডুলকর। টুইট করে তিনি লিখেছেন যে, দেশের সার্বভৌমত্বের সঙ্গে কোনো আপস নয়। বিদেশী শক্তি দর্শক হতে পারে, কিন্তু দেশের কোনো ঘটনার অংশীদার হতে পারে না। ভারতীয়রা দেশকে ভালো করেই চেনেন ও দেশের সম্পর্কে নিজেরাই সিদ্ধান্ত নিতে পারেন। তারপর তিনি, সকলের ঐক্যবদ্ধ থাকা প্রয়োজন বলে জানিয়েছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তাঁর এই ট্যুইটের পর থেকেই কৃষক আন্দোলনের সমর্থনকারীরা বারবার আক্রমণ করতে শুরু করেন শচীন তেণ্ডুলকরকে। গতকাল কৃষক আন্দোলনকে সমর্থন জানিয়ে শচীন তেণ্ডুলকরের ছবিতে কালি ফেলা হলো। যে ঘটনায় অভিযুক্ত যুব কংগ্রেস কর্মীরা। কংগ্রেস কর্মীদের এই কাজকে সমালোচনা করেছেন বহু মানুষ। অনেকে প্রশ্ন তুলেছেন, কৃষকদের সমর্থন করার উদেশ্য শুধুই কি রাজনীতি বা কেন্দ্র বিরোধিতা?

গতকাল শুক্রবার কেরালাতে যুব কংগ্রেসের বেশ কিছু কর্মী কেন্দ্রীয় কৃষি আইনের বিরুদ্ধে মিছিল করেন। মিছিলে তাঁদের হাতে শচীন তেণ্ডুলকরের একটি ছবি ছিল। শচীনের সেই ছবিতে তাঁরা কালো রঙের তেল মাখিয়ে দেন। অভিযোগ উঠেছে, এরপর সেই ছবি ছিঁড়ে ফেলেন তাঁরা। যুব কংগ্রেস কর্মীদের এই কার্যক্রমকে সমর্থন জানাতে পারেননি অনেকেই। এই ঘটনায় তীব্র নিন্দা শুরু হয়েছে। কৃষক আন্দোলনকে সমর্থনের নামে বিশ্ববরেণ্য ক্রিকেটারকে এভাবে অপমান মেনে নিতে পারেননি অনেকেই।

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!