এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > অবশেষে ইডির দপ্তর থেকে বেরোলেন অভিষেক, স্বস্তির নিঃশ্বাস তৃণমূলে!

অবশেষে ইডির দপ্তর থেকে বেরোলেন অভিষেক, স্বস্তির নিঃশ্বাস তৃণমূলে!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট-কয়লা পাচারের ঘটনায় আজ তলব করা হয়েছিল তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক তথা সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। আর সেই মতো করেই নির্ধারিত সময়ে ইডির দপ্তরে পৌঁছে যান তিনি। তবে দীর্ঘক্ষণ ধরে তাকে জেরা করা নিয়ে শাসক দলের অন্দরমহলে তৈরি হয়েছিল চিন্তার ভাঁজ। তবে অবশেষে দীর্ঘ জেরা পর্ব শেষ করে ইডির দপ্তর থেকে বেরোলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।

সূত্রের খবর, এদিন কয়লা পাচারের মামলায় দফায় দফায় জিজ্ঞাসা জিজ্ঞাসাবাদ করা হয় অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। প্রায় সাড়ে 6 ঘন্টা ধরে তাকে প্রশ্ন করেন কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার আধিকারিকরা। আর তারপরেই কিছুক্ষণ আগে ইডির দপ্তর থেকে বেরিয়ে আসেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। স্বভাবতই দলের শীর্ষ নেতা তদন্তকারী সংস্থার মুখোমুখি হয়ে বেরিয়ে আসায় রীতিমত স্বস্তির আবহাওয়া তৈরি হয়েছে ঘাসফুল শিবিরের অন্দরে। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!