এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > পিএসির চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম না মানতে পেরে বিজেপি বিধায়কদের এবার বড়সড় পদক্ষেপ

পিএসির চেয়ারম্যান পদে মুকুল রায়ের নাম না মানতে পেরে বিজেপি বিধায়কদের এবার বড়সড় পদক্ষেপ


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ব্যাপক বিতর্কের মধ্যে দিয়ে গতকাল বিধানসভার পাবলিক অ্যাকাআস কমিটির চেয়ারম্যান নিযুক্ত হয়েছেন বিজেপি বিধায়ক মুকুল রায়। কার্যত তৃণমূলে যোগ দিলেও মুকুল রায় কিন্তু এখনো কৃষ্ণনগর উত্তরের বিজেপি বিধায়ক হিসেবে রয়েছেন। গেরুয়া শিবিরের পক্ষ থেকে দলত্যাগ বিরোধী আইন মুকুল রায়ের বিরুদ্ধে প্রয়োগ করার কথা বললেও তা এখনো কিন্তু প্রয়োগ হয়ে ওঠেনি। তাই বিধানসভায় তিনি বিরোধী আসনেই বসছেন এবং সংগত কারণেই তিনি পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান হয়েছেন। গতকাল তাঁর নাম ঘোষণা করেছেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়। আর এর প্রতিবাদে এবার বিজেপি বিধায়করা রাজ্যপালের শরণাপন্ন হচ্ছেন বলে জানা যাচ্ছে।

এবং সেসময় বিধানসভায় উপস্থিত বিজেপি বিধায়করা ব্যাপক প্রতিবাদ জানান এবং ওয়াকআউট করে ছেড়ে চলে যান বিধানসভা হল। অন্যদিকে সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে এবার গেরুয়া শিবিরের বিধায়করা রাজ্যপাল জগদীপ ধনকরের কাছে বিচারের আশায় যেতে চলেছেন বলে জানা যাচ্ছে। সূত্রের খবর, আগামী মঙ্গলবার পরিষদীয় দলের পাঁচজন সদস্যসহ শুভেন্দু অধিকারী রাজভবনে যাবেন। মৌখিকভাবে পুরো বিষয়টি বলার পাশাপাশি একটি স্মারকলিপিও জমা দেওয়া হবে রাজ্যপালকে বলে জানা গেছে। শুক্রবার অধিবেশন শেষ হওয়ার পর বিজেপি রাজ্য নেতৃত্বের সঙ্গে শুভেন্দু অধিকারীর কথা হয় এবং তারপরেই স্পিকারের বিরুদ্ধে রাজভবনে যাওয়ার সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

কার্যত পিএসির চেয়ারম্যানের নাম হিসেবে মুকুল রায়ের নাম ঘোষণা হওয়ার সঙ্গে সঙ্গেই বিধানসভার যাবতীয় কমিটির চেয়ারম্যান পদ থেকে বিজেপি বিধায়করা যাতে ইস্তফা দেয় সে ব্যাপারে নিশ্চিত করেছেন বিরোধী দলনেতা। আর তারপরেই রাজভবনে যাওয়ার সিদ্ধান্ত গৃহীত হয়েছে। কার্যত জানা যাচ্ছে, পরিষদীয় রাজনীতিতে বিরোধী দলের অধিকার খর্ব করছে শাসক দল এই বিষয়টিকে মূল বক্তব্য হিসেবে পেশ করা হবে রাজ্যপালের কাছে। অন্যদিকে পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদে মনোনয়ন প্রক্রিয়াকে নিয়েও শাসকদলের বিরুদ্ধে অগণতান্ত্রিক মনোভাবের কথা বলে চলেছে বিজেপি বিধায়করা।

প্রসঙ্গত মুকুল রায়ের মনোনয়নপত্র জমা দেওয়ার ব্যাপারে রাজ্যের প্রধান বিরোধীদল কোনো সহায়তা করেনি। প্রসঙ্গত, আগেই বোঝা যাচ্ছিল স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায় মুকুল রায়ের নাম চেয়ারম্যান হিসেবে নেবেন। কার্যত পাবলিক অ্যাকাউন্টস কমিটির চেয়ারম্যান পদটি বিরোধীদের দেওয়া হয়। তবে রাজ্যের শাসক দল চাইলে তা নাও দিতে পারেন। কারণ এক্ষেত্রে কোন নির্দিষ্ট নিয়মাবলী নেই। আপাতত বিধানসভার পাবলিক অ্যাকাউন্টস এর চেয়ারম্যান পদ নিয়ে যে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে তৃণমূল এবং বিজেপির মধ্যে, সে কথা বলাইবাহুল্য। এবং এই পরিপ্রেক্ষিতে এবার রাজ্যপাল কি ভূমিকা নেন সেটাও দেখার।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!