এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রধানমন্ত্রীর পরাক্রমেই দেশে ফিরে এলেন উইং কম্যান্ডার অভিনন্দন – দাবি মোদির মন্ত্রীর

প্রধানমন্ত্রীর পরাক্রমেই দেশে ফিরে এলেন উইং কম্যান্ডার অভিনন্দন – দাবি মোদির মন্ত্রীর

গত 14 ই ফেব্রুয়ারি ভালোবাসার পবিত্র দিনে পাকিস্তানের জঙ্গি সংগঠন জইশ-ঈ-মহম্মদের নৃশংস হামলায় প্রাণ হারান ভারতের জম্মু কাশ্মীরের পুলওয়ামা জেলার প্রায় 42 জন বীর জওয়ান। আর এই ঘটনার পর থেকেই দলমত নির্বিশেষে পাকিস্তানকে জবাব দিতে সকলে ঐক্যবদ্ধভাবে লড়াই করা উচিত বলে জানিয়ে দেয় সমস্ত রাজনৈতিক দল।

এদিকে এরপরই গত 26 শে ফেব্রুয়ারি পাকিস্তানের সার্জিকাল স্ট্রাইক করে ভারত। একাধিক জঙ্গিঘাঁটি উড়ে যায় পাকিস্তানের। এমতাবস্তায় পাকিস্তানে ভারতীয় বায়ুসীমা ভেদ করার অপচেষ্টা রুখতে গিয়ে পাক সেনার হাতে ধরা পড়ে যান ভারতের উইং কম্যান্ডার অভিনন্দন বর্তমান।

আর 26 শে ফেব্রুয়ারি ভারতের বায়ুসেনার পক্ষ থেকে পাকিস্তানের জঙ্গিঘাটি উড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেলেও ইতিমধ্যেই বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং বামফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু আদৌ পাকিস্তানের জঙ্গিঘাঁটি ওড়ানো হয়েছে কিনা সেই ব্যাপারে সন্দেহ প্রকাশ করে বিতর্ক বাড়িয়ে দিয়েছেন।

বিরোধী দলের পক্ষ থেকে যখন এইভাবে সন্দেহ প্রকাশ করে বিতর্ক তৈরি করা হয়েছে, ঠিক তখনই এবার উইং কমান্ডার অভিনন্দন বর্তমানকে পাকিস্তান থেকে ফিরিয়ে নিয়ে আসার জন্য নাম না করে মোদি সরকারেরই প্রশংসা করে বিতর্ক বাড়িয়ে দিলেন কেন্দ্রীয় মন্ত্রী স্মৃতি ইরানি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, এদিন একটি বইপ্রকাশের অনুষ্ঠানে গিয়ে স্মৃতি ইরানি বলেন, “একজন সংঘসেবকের সাহসিকতাই দেশে ফিরিয়ে আনল অভিনন্দন বর্তমানকে। আজ আরএসএসের গর্ব হওয়া উচিত যে এক সংঘসেবকের সাহসিকতায় মাত্র 48 ঘণ্টার মধ্যে দেশে ফিরতে পারলেন ভারতের ভূমিপুত্র।” তবে স্মৃতি ইরানি এই ব্যাপারে কারও নাম না করলেই সংঘসেবক হিসাবে তিনি যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিরই প্রশংসা করেছেন সেই ব্যাপারে একপ্রকার নিশ্চিত বিশেষজ্ঞ মহলের একাংশ।

এদিকে শুধু স্মৃতি ইরানি নয়, এর আগে নরেন্দ্র মোদির প্রশংসা করে গত 26 শে ফেব্রুয়ারি পাকিস্তানের প্রতি বায়ুসেনার সার্জিকাল স্ট্রাইক কর্ণাটকে বিজেপিকে 22 টি আসন জেতাতে সাহায্য করবে বলে বিতর্কিত মন্তব্য করে বসেন কর্ণাটকের প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা ইয়েদুরাপ্পা।

পরবর্তীতে বিজেপি নেতা নরেন্দ্র মোদীর প্রশংসা করে প্রধানমন্ত্রী নৃসিংহবতার বলে উল্লেখ করেন। আর এবার এইসব বিজেপি নেতার পর অভিনন্দন বর্তমানকে দেশে ফিরিয়ে আনার জন্য নাম না করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির প্রশংসা করায় শিরোনামে উঠে আসলেন কেন্দ্রের বিজেপি মন্ত্রী স্মৃতি ইরানি।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!