এখন পড়ছেন
হোম > জাতীয় > পে কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ

পে কমিশন নিয়ে কেন্দ্রীয় সরকারি কর্মীদের জন্য দুঃসংবাদ

সপ্তম পে কমিশনের সুপারিশ অনুযায়ী কেন্দ্রীয় সরকারী কর্মীদের বেতন বাড়ানোর কথা ঘোষনা করা হয়েছিল| কিন্তু তা এখনো অবধি কর্মে রূপায়িত হয়নি| বরং কেন্দ্রের তরফ থেকে জানানো হয়েছে এখন কেন্দ্রের পক্ষে বেতন বাড়ানো সম্ভব নয়| সাড়া দেশ এখন এমনিতেই মূল্যবৃদ্ধির চিন্তায় জর্জরিত অন্যদিকে আবার কেন্দ্রীয় সরকারী কর্মীদের জন্য এই দুঃসংবাদ।
তবে এই দুঃসংবাদের প্রধান কারণ হলো মূল্যবৃদ্ধিই| বর্তমানে জ্বালানির মূল্যবৃদ্ধি এবং ডলারের তুলনায় টাকার পতন নিয়ে বেশি চিন্তিত মোদীসরকার| তাই অন্য কোনো বিষয়ে সেই ভাবে নজর দিচ্ছেন না কেউই| বেশ কয়েকদিন আগেই সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে কেন্দ্রীয় সরকারী কর্মীদের বেতন বাড়ানোর কথা জানানো হয়| কিন্তু বর্তমান সময় অবধি সরকারের তরফ থেকে কোনো পদক্ষেপই গ্রহণ করা হয়নি| কিন্তু এই সময় দেশের যে নতুন সমস্যা দেখা দিয়েছে তাতে মনে হয়না আগামী কয়েকদিনেও সরকার বেতন বাড়ানোর বিষয়ের দিকে কোনো পক্ষপাত করবে বলে| তবে এই জ্বালানির মূল্যবৃদ্ধি এবং টাকার দাম কমার সমস্যা ছাড়াও আর একটি সমস্যা রয়েছে যা বেতন বাড়ানোর ক্ষেত্রে সমাধান জরুরি| তা হলো রাজ্য| রাজ্যগুলি সপ্তম পে কমিশনের সুপারিশ মেনে নেবে কি না সেটাও নির্ভর করছে রাজ্যগুলির ওপর| অন্যদিকে এই জ্বালানির মূল্যবৃদ্ধি কমানোর জন্য কেন্দ্র থেকে চাপ দিচ্ছে রাজ্যগুলিকে| কেন্দ্রর তরফ থেকে বলা হচ্ছে যাতে রাজ্যগুলি ভ্যাট কমায়| তাহলে কেন্দ্র ৩০ হাজার কোটি টাকার ক্ষতির হাত থেকে বেঁচে যায়|

ফেসবুকের কিছু টেকনিকাল প্রবলেমের জন্য সব খবর আপনাদের কাছে পৌঁছেছে না। তাই আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

সাধারণ মানুষ জ্বালানির মূল্যবৃদ্ধি নিয়ে চিন্তায় থাকলেও বেতন না বাড়ায় বেশ অখুশি কেন্দ্রীয় সরকারী চাকুরেরা| তাই ১৯ সেপ্টেম্বর দেশজুড়ে প্রতিবাদ দিবসের ডাক দিয়েছে তারা|  নাম প্রকাশে অনিচ্ছুক এক সরকারি আধিকারিক জানিয়েছেন যে, আপাতত বেতন বাড়ানোর বিষয়টি নিয়ে আলোচনা বন্ধ রয়েছে কেননা জ্বালানির মূল্যবৃদ্ধি এবং টাকার দামের পতন নিয়েই আপাতত চিন্তায় রয়েছে কেন্দ্র। আগে এই সব সমস্যার সমাধান করা হবে তারপরেই ভাবা হবে পে কমিশনের ব্যাপারে বলে জানিয়েছেন তিনি|

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!