এখন পড়ছেন
হোম > রাজ্য > উত্তরবঙ্গ > পেয়েছেন পদ্মশিবিরে যোগদানের আহ্বান, হেভিওয়েট তৃণমূল বিধায়কের দাবি ঘিরে শোরগোল রাজ্য জুড়ে

পেয়েছেন পদ্মশিবিরে যোগদানের আহ্বান, হেভিওয়েট তৃণমূল বিধায়কের দাবি ঘিরে শোরগোল রাজ্য জুড়ে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – লোকসভা নির্বাচনের প্রাক্কাল থেকেই শুরু হয়েছিল তৃণমূলে ভাঙন। বিভিন্ন নেতাকর্মীরা গিয়ে যোগ দিয়েছিলেন বিজেপিতে। বেশ কিছুদিন সেই ধারা বন্ধ থাকলেও বিধানসভা নির্বাচন কাছে আসতেই আবার নতুন করে বিজেপিতে যোগদানের ধারা অব্যাহত। আর এবার তৃণমূলের একজন হেভিওয়েট বিধায়ক দাবি করলেন, তাঁকেও বিজেপিতে যোগ দেওয়ার জন্য আহবান জানানো হয়েছে। আর এই নিয়েই এবার শুরু হয়েছে নতুন রাজনৈতিক বিতর্ক। তৃণমূল শিবিরে যেভাবে ভাঙন শুরু হয়েছে, তাতে কিন্তু ইতিমধ্যেই জল্পনা তুঙ্গে। অন্যদিকে গেরুয়া শিবিরে যোগদানের জন্য এবার দলের একাংশকেই দায়ী করলেন দিনহাটার বিধায়ক উদয়ন গুহ।

এই নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করেছেন। পাশাপাশি তিনি দাবি করেছেন, তাঁর কাছেও বিজেপিতে যোগ দেওয়ার অফার রয়েছে। রবিবার কোচবিহারের দিনহাটায় বড়শাকদলে তৃণমূলের একটি সভায় যোগ দিতে যান উদয়ন গুহ। আর সেখানেই লাগাতার যেভাবে দলবদল চলছে তা নিয়ে আলোচনা করেন তিনি। দলের নেতাকর্মীদের সামনে এই আলোচনাতেই দলেরই একাংশের বিরুদ্ধে তীব্র ক্ষোভ প্রকাশ করেন এদিন বিধায়ক উদয়ন গুহ। তিনি দাবি করেন, তৃণমূলের লোকেরাই দলে থেকে ব্যাপক ক্ষতি করছে দলের। তাঁদের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেই কিন্তু দলত্যাগ করছেন অনেকে বলে দাবি করেন উদয়ন।

তবে কোচবিহার তৃণমূল সংগঠনে দলবদলের কোনো প্রভাব পড়বে না বলে জানান এদিন দিনহাটার বিধায়ক। পাশাপাশি এদিন তৃণমূলের সভায় যারা অনুপস্থিত রয়েছেন, তাঁদের একটি তালিকা তৈরি করার কথা বলেন বিধায়ক। অন্যদিকে সরাসরি স্থানীয় তৃণমূল নেতৃত্বকে এদিন আক্রমণ করে তিনি বলেন, গত দশ দিন তিনি কলকাতায় ছিলেন বলে এলাকায় রটানো হয়েছে উদয়ন গুহ বিজেপিতে যোগ দিচ্ছেন। আবার অনেকেই রটিয়েছেন পছন্দের জায়গা থেকে ভোটে দাঁড়ানোর টিকিট না পাওয়ায় তদ্বির করতে গেছেন। আর এসব প্রসঙ্গ তুলে মঞ্চ থেকেই দলের একাংশের বিরুদ্ধে ব্যাপক ক্ষোভ প্রকাশ করেন এদিন বিধায়ক।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এই সভা থেকেই উদয়ন গুহ জানিয়েছেন, তাঁর কাছেও বিজেপিতে যোগ দেওয়ার প্রস্তাব এসেছিল। অন্যদিকে উদয়ন গুহর এই বক্তব্য প্রকাশ্যে আসামাত্রই রাজনৈতিক মহলে শুরু হয়েছে জোরদার চর্চা। অনেকেই প্রশ্ন করছেন, তাহলে কি শুভেন্দুর পর এবার উদয়ন? প্রসঙ্গত, রাজীব বন্দ্যোপাধ্যায় দলীয় নেতৃত্বের বিরুদ্ধে মুখ খুলতে শুরু করেছেন ইতিমধ্যেই। তবে এক্ষেত্রে উদয়ন গুহ আশ্বস্ত করেছেন বাকিদের। তিনি বলেন, তৃণমূল শিবিরকে দেখে নয়, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখে দলে এসেছেন, তাই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি কোনদিন বিজেপিতে প্রবেশ করেন, তাহলেই তিনি করবেন না হলে নয়।

তবে বিশেষজ্ঞদের মতে, গেরুয়া শিবির থেকে প্রত্যক্ষ এবং পরোক্ষভাবে শাসকদলে কিন্তু ভাঙন ধরানোর চেষ্টা চলছে। ইতিমধ্যে অনেকেই বিজেপিতে গিয়ে যোগ দিয়েছেন এবং আগামী দিনে আরও বেশ কয়েকজন যাবে বলে মনে করা হচ্ছে। আর সেক্ষেত্রে বিধানসভা নির্বাচনের পরিপ্রেক্ষিতে তৃণমূল শিবির যে দুর্বল হয়ে পড়বে সে কথা বলাই বাহুল্য। একদিকে দলীয় অর্ন্তকলহের জেরে ভাঙন, অন্যদিকে গেরুয়া শিবিরের আহবানে সাড়া দিয়ে দলত্যাগ- এই দুইয়ের সাঁড়াশি আক্রমণ তৃণমূল শিবির কিকরে সামলায় সেদিকেই নজর সবার।

আপনার মতামত জানান -

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!