এখন পড়ছেন
হোম > জাতীয় > PM Cares ফান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কত টাকা দিয়েছেন? পুরোটা জানলে চমকে যাবেন!

PM Cares ফান্ডে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নিজে কত টাকা দিয়েছেন? পুরোটা জানলে চমকে যাবেন!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – বিজেপিকে তুলোধোনা করতে কোনো সুযোগই ছাড়ছে না বিরোধীরা। সে ফেসবুকের তাবেদারীই হোক বা প্রধানমন্ত্রীর জনস্বার্থ কাজই হোক। চোখ টাটাতে ছাড়ছেন না কেউ। সম্প্রতি মোদির করোনা মোকাবিলায় তৈরি ফান্ড নিয়েও গলা তুলেছিলেন বিরোধীরা। তবে সেই ফান্ড কিভাবে সবার প্রথমে প্রধানমন্ত্রীই পূরণ করেছিলেন সেই কথা জানলে চমকে যেতে হয়।

জানা গেছে, করোনা ভাইরাসের কারণে প্রধানমন্ত্রী PM CARES নামের যে ফান্ড স্থাপন করেছিলেন, নিজেই তখন প্রধানমন্ত্রী সেখানে প্রথমে ২.২৫ লক্ষ টাকা দান করেছিলেন। সেই সময় সরকারের তরফ থেকে বলে দেওয়া হয়েছিল যে, CAG এই ফান্ডের অডিট করতে পারবে না। PM CARES কে Foreign Contribution Act অনুযায়ী ছাড় দেওয়া হবে। এছাড়া বিদেশ থেকে টাকা সংগ্রহ করার জন্য আরও একটি আলাদা অ্যাকাউন্ট করা হয়েছিল।

তবে সেই সময় কংগ্রেস এই ফান্ডের আইনি বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছিল। তাদের তরফ থেকে অভিযোগ করা হয় যে, প্রথম থেকেই যখন Prime Minister’s National Relief Fund রয়েছে, তখন এরকম একটি ফান্ড তৈরীর প্রয়োজনীয়তা কোথায়? তবে নিজেই সেই ফান্ড গঠন করতে আরও টাকা দিয়েছেন শুনে নিশ্চয়ই বিরোধীদের মুখ বন্ধ হবে বলেই মনে করা হচ্ছে।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তবে শুধু এটাই নয়, গুজরাটের মুখ্যমন্ত্রী থাকাকালীন তাঁর উপহারে পাওয়া সমস্ত সামগ্রী তিনি নিলাম করেছিলেন। আর সেখান থেকে পাওয়া টাকা কন্যা কেলাবনি ফান্ডে দান করেছিলেন, যা কন্যা সন্তানদের পড়াশোনার জন্য খরচ হয়েছিল। এছাড়া তিনি গুজরাট সরকারের কর্মচারীদের কন্যা সন্তানদের পড়াশোনার জন্য ২১ লক্ষ টাকা দান করেছিলেন বলেও জানা যায়। এছাড়া ২০১৫ সালে প্রধানমন্ত্রী হওয়ার পর নিজের প্রাপ্ত সমস্ত উপহার সামগ্রী সুরাটে তিনি নিলাম করেছিলেন। সেখান থেকে ৮.৩৫ কোটি টাকা পাওয়া গেছিল। আর সেই পুরো টাকাটাই তিনি নমামি গঙ্গে অভিযানে দান করেছিলেন।

এখানেই শেষ নয়, ২০১৯ সালে কুম্ভ মেলায় সুরক্ষাকর্মীদের জন্য বানানো ফান্ডে তিনি নিজের সঞ্চয় থেকে ২১ লক্ষ টাকা দান করেছিলেন। সাউথ কোরিয়ায় ওনাকে যে সোল পিস পুরস্কার দেওয়া হয়েছিল, সেই পুরস্কার থেকে প্রাপ্ত ১.৩ কোটি টাকাই তিনি ক্লিন গঙ্গা মিশনের জন্য দান করবেন বলে জানিয়েছিলেন তিনি। এছাড়া আরও একবার ওনার প্রাপ্ত উপহার সামগ্রী নিলাম করে ৩.৪০ কোটি টাকা পেয়েছিলেন তিনি। সেই টাকাটাও তিনি নমামি গঙ্গে অভিযানে দান করেছিলেন। এইভাবে প্রধানমন্ত্রী বিভিন্ন ক্ষেত্রে মোট ১০৩ কোটি টাকা দান করেছেন বলে জানা যায়।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!