এখন পড়ছেন
হোম > আন্তর্জাতিক > বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, মহা চাপে ওলি

বর্তমান প্রধানমন্ত্রীর পদত্যাগ চাইছেন প্রাক্তন প্রধানমন্ত্রী, মহা চাপে ওলি


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – সম্প্রতি বিতর্কিত মানচিত্র অনুমোদন দেওয়ার পর থেকেই প্রবল সমস্যায় পড়েছেন নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। আর এই পরিস্থিতিতে তার অপুর প্রতিমুহূর্তে চাপ বাড়ছে যে, তিনি যাতে দ্রুত পদত্যাগ করেন। যার ফলে এখন তীব্র চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে।

প্রসঙ্গত উল্লেখ্য, সোমবার নেপালের প্রধানমন্ত্রী অভিযোগ করেন, তাকে নেপালের প্রধানমন্ত্রীর পদ থেকে সরাতে চাইছে ভাত। এমনকি এর জন্য নয়াদিল্লিতে একটি বৈঠক হয়েছে বলেও অভিযোগ করেন তিনি। এদিকে এই বিষয়টি তুলে ধরে প্রাক্তন প্রধানমন্ত্রী বর্তমান প্রধানমন্ত্রীকে প্রশ্ন করেন, “ভারত যে আপনার সরকার ফেলার চেষ্টা করছে, তার প্রমাণ কোথায়! ভারত নয়, আমি চাই আপনি পদত্যাগ করুন।”

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

শুধু তাই নয়, বর্তমানে নেপালের শাসকদল নেপাল কমিউনিস্ট পার্টির শীর্ষ নেতারাও বর্তমান প্রধানমন্ত্রী ওলিকে তার পদ থেকে পদত্যাগ করতে বলেছেন। আর যেভাবে নিজের দেশেই নিজের দলের কাছে কার্যত কোণঠাসা হয়ে যাচ্ছেন নেপালের বর্তমান প্রধানমন্ত্রী, তাতে তার পদত্যাগ শুধু সময়ের অপেক্ষা বলেই মনে করছেন একাংশ। একটি বিতর্কিত মানচিত্র অনুমোদন করার পর থেকে যেভাবে তিনি কার্যত কোণঠাসা হয়ে গেছেন, তাতে গোটা পরিস্থিতি এখন কোথায় গিয়ে দাঁড়ায়, তার দিকেই নজর থাকবে সকলের।

তবে যদি সত্যি সত্যিই নেপালের বর্তমান প্রধানমন্ত্রীকে তার পদ থেকে পদত্যাগ করতে হয়, তাহলে গোটা পরিস্থিতি অনেকটাই ঘোরালো হয়ে যাবে। এক্ষেত্রে নেপালের প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি ভারতের বিরুদ্ধে ষড়যন্ত্রের অভিযোগ তুলে ধরলেও, তা যে সম্পূর্ণরূপে মিথ্যা, তাও অনেকটা প্রমাণ হয়ে যাবে বলে মনে করা হচ্ছে। তবে রাজনীতিতে অনেক কিছুই হয়। এখন শেষ পর্যন্ত এই ব্যাপারে জল কোনদিকে গড়ায়, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!