এখন পড়ছেন
হোম > রাজনীতি > কংগ্রেস > সংখ্যাগরিষ্ঠতা কি আর নেই? বিধায়কদের কাছে “বিবেক ভোটের” আবেদন! জল্পনা বাড়ালেন মুখ্যমন্ত্রী!

সংখ্যাগরিষ্ঠতা কি আর নেই? বিধায়কদের কাছে “বিবেক ভোটের” আবেদন! জল্পনা বাড়ালেন মুখ্যমন্ত্রী!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – রাজস্থানে এখন টালমাটাল পরিস্থিতি তৈরি হয়েছে। কংগ্রেসের অশোক গেহলটের সরকার থাকবে কিনা, তা নিয়ে এখন বড় প্রশ্ন তৈরি হয়েছে রাজস্থান রাজনীতির অন্দরমহলে। জানা গেছে, আস্থা ভোটের জন্য 14 আগস্ট থেকে রাজস্থান বিধানসভার অধিবেশন শুরু হবে। তাই এই পরিস্থিতিতে আস্থা ভোটে নিজেদের দিকেই সমস্ত বিধায়ক রয়েছে, তার প্রমাণ করতে এবার ময়দানে নেমে পড়লেন রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট।

সূত্রের খবর, গত কালই সমস্ত বিধায়কদের চিঠি লিখে বিবেক ভোটের আহ্বান জানিয়েছেন তিনি। যেখানে তিনি লিখেছেন, “ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী, অটল বাজপেয়ীর মত প্রাক্তন প্রধানমন্ত্রীর ভোটে হেরে গিয়েছিলেন। কিন্তু গণতান্ত্রিক প্রতিষ্ঠানকে দুর্বল করতে দেননি। আপনাদের অনুরোধ করছি, গণতন্ত্রকে বাঁচাতে জনপ্রতিনিধিদের ওপর বিশ্বাস রাখুন। সেদিকে তাকিয়ে কোনো ভুল বার্তা দেবেন না। মানুষের মনের কথা শুনুন। নিজের পরিবারের সদস্যদের কথা শুনে সিদ্ধান্ত নিন।” অর্থাৎ রাজস্থানের মুখ্যমন্ত্রী বিধায়কদের উদ্দেশ্যে এই বিবেক ভোটের আহ্বান জানিয়ে চিঠি লেখায় স্পষ্ট যে, তিনি এবার যেনতেন প্রকারেণ সরকার টিকিয়ে রাখার চেষ্টা শুরু করেছেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

আর তাই বর্তমান পরিস্থিতিতে আস্থা ভোটের আগে সকল বিধায়কদের নিজের দিকে থাকার আহ্বান জানালেন অশোক গেহলট। চিঠিতে তিনি আরও লেখেন, “এই সময় অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের সকলের নজর দেওয়ার কথা। কিভাবে মানুষের জীবন বাঁচবে, চাকরি থাকবে, অর্থনীতিকে বাঁচানো যাবে, যেকোনো সরকারের উচিত সেদিকে লক্ষ্য রাখা। কিন্তু এই পরিস্থিতির মধ্যেও বিরোধী দলের কিছু নেতা ও আমাদের কয়েকজন সহকর্মী সরকার ফেলার ষড়যন্ত্র করতে নেমেছেন। এটা দুর্ভাগ্যজনক।” পাশাপাশি তার বক্তব্য অনুযায়ী তিনি কার্যত স্পষ্ট ভাষায় জানিয়ে দেন যে, নির্বাচিত সরকারের অমর্যাদা হলে ভোটাররা কোনোভাবেই ক্ষমা করবে না। রাজনৈতিক বিশেষজ্ঞরা বলছেন, বর্তমান পরিস্থিতিতে আস্থাভোটে নিজের সরকার এবং মুখ্যমন্ত্রী পদ টিকিয়ে রাখাই সবথেকে বড় চ্যালেঞ্জ অশোক গেহলটের কাছে।

তাই বর্তমান পরিস্থিতিতে সরকার টিকিয়ে রাখতে আস্থা ভোটের আগে সকল বিধায়কদের উদ্দেশ্যে নিজেকে সমর্থনের কথা জানিয়ে বিবেক ভোটের আবেদন জানাতে বাধ্য হলেন রাজস্থানের বর্তমান মুখ্যমন্ত্রী। অনেকে বলছেন, তাহলে কি অশোক গেলক বুঝতে পেরেছেন আস্থাভোটে তার প্রতি সমর্থন থাকবে না বিধায়কদের! আর তাই আশঙ্কা থেকেই এখন এইরকম আবেদন জানাতে দেখা যাচ্ছে তাকে! রাজনৈতিক মহলে এখন এই জল্পনা চরমে উঠতে শুরু করেছে। সব মিলিয়ে এখন গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, আস্থাভোটে আদৌ নিজের প্রতি বিধায়কদের সমর্থন প্রমাণ করতে কতটা সক্ষম হন অশোক গেহলট! সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!