এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > পৌরভোটে বাজিমাত করতে নয়া ইস্যুতে সরব বিজেপি, কটাক্ষ তৃণমূলের!

পৌরভোটে বাজিমাত করতে নয়া ইস্যুতে সরব বিজেপি, কটাক্ষ তৃণমূলের!


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট- করোনা পরিস্থিতির কারণে রাজ্যের একাধিক পৌরসভা নির্বাচন এখনও পর্যন্ত বাকি রয়েছে। পুজোর আগে এবং পরে সেই পৌরসভা নির্বাচন হতে পারে বলে খবর। তবে কবে নির্বাচন হবে, তার অপেক্ষায় বসে না থেকে এখন থেকেই নিজেদের ভাবমূর্তি মানুষের কাছে তুলে ধরতে বিভিন্ন ইস্যু নিয়ে ময়দানে ঝাঁপাতে শুরু করেছে ভারতীয় জনতা পার্টি। পশ্চিমবঙ্গের বিরোধী দলের জায়গা দখল করার পরেই এবার পৌরসভাগুলিতে যাতে ছাপ ফেলা যায়, তার জন্য পরিকল্পনা শুরু করেছে গেরুয়া শিবির।

আর সেই লক্ষ্য নিয়েই পৌরসভা নির্বাচনের আগে রানীগঞ্জকে মহকুমা করার দাবি নিয়ে রীতিমতো সরব হতে দেখা গেল ভারতীয় জনতা পার্টিকে। একাংশ বলছেন, সামনেই একাধিক পৌরসভার পাশাপাশি আসানসোল পৌরসভার নির্বাচন হতে পারে। তাই সেই পৌরসভা দখলে রাখতে রানীগঞ্জ মহাকুমার বিষয়টি তুলে ধরে বিজেপি নিজেদের জনপ্রিয়তা অর্জন করার চেষ্টা করছে। সূত্রের খবর, বৃহস্পতিবার এই ব্যাপারে দলীয় কার্যালয়ে বিজেপির পক্ষ থেকে একটি সাংবাদিক বৈঠক করা হয়। আর সেখানেই রানীগঞ্জকে যাতে মহকুমা করা হয়, তার জন্য দাবি তুলতে দেখা যায় বিজেপি নেতাদের।

এদিন এই প্রসঙ্গে বিজেপি নেতা জিতেন্দ্র তিওয়ারি বলেন, “রানীগঞ্জ, জামুরিয়া, পাণ্ডবেশ্বর এবং অন্ডাল ব্লক নিয়ে রানীগঞ্জ মহাকুমা তৈরি করা উচিত। এই চারটি ব্লক যে তিনটি বিধানসভার অন্তর্গত, সেগুলিতে তৃণমূল বিধায়করা রয়েছেন। তাদের এই বিষয়ে একমত হওয়া উচিত। কারণ এই চারটি ব্লক উন্নয়নে নিরিখে অনেকটাই পিছিয়ে রয়েছে।” তবে গোটা বিষয়টি নিয়ে রাজনৈতিক তরজা ইতিমধ্যেই ঊর্ধ্বমুখী। একাংশের দাবি, পৌরসভা নির্বাচনে যাতে বিজেপি বাজিমাত করতে পারে, তার জন্য এই সমস্ত ইস্যুতে তুলে ধরে মানুষের মন পাওয়ার চেষ্টা করছে গেরুয়া শিবির।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

এদিকে বিজেপির পক্ষ থেকে রানীগঞ্জকে মহাকুমা করার দাবি তুলতেই পাল্টা গেরুয়া শিবিরকে কটাক্ষ করেছে তৃণমূল কংগ্রেস। এদিন এই প্রসঙ্গে পাণ্ডবেশ্বরের তৃণমূল বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী এবং জামুরিয়ার তৃণমূল বিধায়ক হরেরাম সিংহ বলেন, “বিজেপি মানুষকে বিভ্রান্ত করতে চাইছে। রানীগঞ্জের বাসিন্দারা জানান, রাজ্য সরকার তাদের উন্নয়নের ক্ষেত্রে কি কি কাজ করেছে।” পর্যবেক্ষকরা বলছেন, পশ্চিমবঙ্গের বিধানসভা নির্বাচনে বিজেপি চেয়েছিল ক্ষমতা দখল করতে। কিন্তু নির্দিষ্ট লক্ষ্যে তারা পৌঁছতে পারেনি।

তবে একাধিক বিধায়ক নিয়ে এই প্রথম রাজ্য বিধানসভায় বিরোধী শক্তি হিসেবে নিজেদের অস্তিত্ব জানান দিয়েছে গেরুয়া শিবির। তবে এখন তাদের লক্ষ্য, পৌরসভা নির্বাচনে তৃণমূলকে চাপে ফেলে দেওয়া। আর তাই সেই কারণে সামনের পৌরসভা নির্বাচনের আগে আসানসোল পৌরসভার ক্ষমতা দখলে রাখতে এবং নিজেদের পথ প্রশস্ত করতে রানীগঞ্জ মহাকুমা করার বিষয়টিকে হাতিয়ার করে বিজেপির এভাবে সোচ্চার হওয়া স্থানীয় রাজনীতিতে যথেষ্ট আলোড়ন ফেলে দেবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!