এখন পড়ছেন
হোম > রাজ্য > “প্রদীপ সরকারকে ভোট নয়” কেন এমনটা বললেন তৃণমূল সাংসদ! জেনে নিন

“প্রদীপ সরকারকে ভোট নয়” কেন এমনটা বললেন তৃণমূল সাংসদ! জেনে নিন

হাতে আর মাত্র 3 দিন বাকি। তারপরেই রাজ্যের 3 কেন্দ্রের উপনির্বাচন অনুষ্ঠিত হবে। করিমপুর, কালিয়াগঞ্জ এবং খড়গপুর বিধানসভা কেন্দ্রের মধ্যে সবথেকে হেভিওয়েট কেন্দ্র বলে পরিচিত এই খড়গপুর বিধানসভা কেন্দ্র। 2016 সালে এই কেন্দ্রে পদ্মফুল ফুটিয়ে বিধানসভায় গিয়েছিলেন বিজেপির দিলীপ ঘোষ। লোকসভা নির্বাচনে বিজেপি ভালো ফলাফল করার পর এবার তারা এই তিন বিধানসভা কেন্দ্রে জয়ের ব্যাপারে লক্ষ্য রেখে এগিয়ে যেতে শুরু করেছে।

তবে লোকসভায় তাদের ফলাফল খারাপ হওয়ায় আগামী বিধানসভায় তৃণমূল চেষ্টা করছে, এই তিন বিধানসভা কেন্দ্রে জয়লাভ করে বিজেপির উত্থান রুখে দিতে। আর এমত একটা পরিস্থিতিতে বিজেপির দখলে থাকা খড়গপুর বিধানসভা কেন্দ্র দখল করতে হেভিওয়েটদের প্রচারে নিয়ে আসছে তৃণমূল কংগ্রেস।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

সূত্রের খবর, শুক্রবার খড়্গপুরের তৃণমূল প্রার্থী প্রদীপ সরকারের সমর্থনে প্রচারে আসেন যাদবপুরের তৃণমূল সাংসদ তথা অভিনেত্রী মিমি চক্রবর্তী। আর তৃণমূল প্রার্থীর সমর্থনে প্রচারে এদিন এই তৃণমূল সাংসদ বলেন, “আমাদের যেটাতে সবচেয়ে বেশি বিশ্বাস, সেটা হল কাজ। কাজ পেতে আমাদের ভোট দিন। আপনাদের তৃণমূল কংগ্রেস বা প্রদীপ সরকারকে ভোট দিতে হবে না। আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জেতান‌। আর আমি বললেই তো আপনারা আমাদের ভোট দেবেন না। কিন্তু আপনারা মমতা বন্দ্যোপাধ্যায়ের কাজ দেখে ভোট দিন। একমাত্র উনিই আপনাদের হাত ধরবেন, পাশে থাকবেন, এগিয়ে নিয়ে যাবেন।”

বিশ্লেষকদের একাংশ বলছেন, প্রায় প্রতিটি নির্বাচনেই তিনি প্রার্থী বলে দলীয় প্রার্থীদের সমর্থনে প্রচার করতে দেখা গেছে মমতা বন্দ্যোপাধ্যায়কে। আর তৃণমূলের অন্দরমহলের বিশ্বাস অনুযায়ী, মমতা বন্দোপাধ্যায়ের মুখ দেখলেই সাধারণ মানুষ তাদের সমর্থন তৃণমূল কংগ্রেসকে দিয়ে দেন। তাই সেদিক থেকে তৃণমূলে প্রার্থী ফ্যাক্টর করে না। মমতা বন্দ্যোপাধ্যায় যদি একবার ভোট প্রচারে নামেন, তাহলে তার জয় নিশ্চিত। আর এবার খড়্গপুরে জয় পেতে তৃণমূল সাংসদ মিমি চক্রবর্তী সেই মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়ে জেতানোর আহ্বান জানিয়ে সাধারণ মানুষের সমর্থন নিজেদের দিকে আনতে চাইলেন বলে দাবি বিশেষজ্ঞদের।

কিন্তু যেভাবে রাজ্যে বিজেপির উত্থান ঘটছে, তাতে মিমি চক্রবর্তী মমতা বন্দ্যোপাধ্যায়ের নামে ভোট চাইলেও তৃণমূলের জয় সম্ভব হবে কি না, তা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছেন একাংশ। এদিন রাজ্যের উন্নয়ন নিয়ে মন্তব্য করে সমালোচকদের মুখে ঝামা ঘষে দেওয়ার চেষ্টা করেন তৃণমূলের এই অভিনেত্রী সাংসদ।

তিনি বলেন, “আমাদের বড় বড় বিজ্ঞাপন দিতে হয় না। বিজ্ঞাপনের জন্য আমাদের বাজেট নেই। আমাদের বাজেট কর্তব্য ভালোবাসা এবং মানুষের পাশে থাকার আশ্বাস। আমরা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছেড়ে চলে যাব না। তিনিও আপনাদের ছেড়ে চলে যাবেন না। আপনাদের জন্য উন্নয়নের কাজ করে যাবেন।” তবে যাদবপুরের তৃণমূল সাংসদ খড়্গপুরের জয় আনতে এত কথা বললেও এখন শেষ পর্যন্ত খড়্গপুরে ঘাসফুল ফোটে কিনা, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!