এখন পড়ছেন
হোম > রাজ্য > কলকাতা > প্রাথমিক শিক্ষকদের ডিও ও বিএলও ডিউটি নিয়ে আদালতে ‘মেনশন’, জানুন বিস্তারিত

প্রাথমিক শিক্ষকদের ডিও ও বিএলও ডিউটি নিয়ে আদালতে ‘মেনশন’, জানুন বিস্তারিত


দীর্ঘদিন ধরেই ডিও ও বিএলও ডিউটি নিয়ে ক্ষোভ জমছিল রাজ্যের প্রাথমিক শিক্ষকদের মনে। আর তাই, ডিও/বিএলও ডিউটির ‘যন্ত্রণার’ হাত থেকে প্রাথমিক শিক্ষকদের ‘রেহাই’ দেওয়াতে শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ নামে একটি সংগঠন এবার বড়সড় পদক্ষেপ নেওয়ার পরিকল্পনা করে। গত সপ্তাহেই সংগঠনের শীর্ষনেতারা প্রখ্যাত আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে এই বিষয়ে আলোচনায় বসেন। সমস্ত বিষয়টি জেনে বিকাশবাবু জানান, প্রাথমিক শিক্ষকদের এইভাবে ডিও ও বিএলও ডিউটি দেওয়া মোটেই আইনানুগ হচ্ছে না।

বিকাশবাবুর সঙ্গে আলোচনার শেষে সংগঠনের অন্যতম শীর্ষনেতা মইদুলবাবু জানিয়ে দেন – ‘রাইট টু এডুকেশনাল অ্যাক্ট ২০০৯ এর ২৭ এর সি’ ধারা অনুযায়ী, শিক্ষকরা শিক্ষা বহির্ভূত অন্য কোন কাজ করতে পারেন না। এছাড়া সুপ্রিম কোর্টের ‘সেন্ট মেরি’ জাজমেন্ট অনুযায়ী, নির্বাচনের কাজে প্রথমে ব্যাঙ্ক ও সরকারি কর্মীদের নিযুক্ত করা হয়। তারপরেও যদি প্রয়োজনীয় কর্মী অপ্রতুল থাকে তাহলে ‘বিশেষ অবস্থায়’ শিক্ষকদের এই কাজে নিযুক্ত করা যেতে পারে। কিন্তু, সেক্ষত্রে কিন্তু যে দিনে বা দিনগুলিতে ওই নির্বাচনী কাজ শিক্ষকদের করতে হবে তা ‘ঘোষিত ছুটি’ হতে হবে। কিন্তু ১ লা সেপ্টেম্বর থেকে ৩১ শে অক্টোবর পর্যন্ত – বর্তমানে যে ডিও ও বিএলও ডিউটি প্রাথমিক শিক্ষকদের করতে হচ্ছে – তা উপরোক্ত কোনো নিয়ম মেনেই হচ্ছে না। এছাড়াও, চাকরির নিয়ম অনুযায়ী এই ডিউটি করতে প্রাথমিক শিক্ষকরা কোনোমতেই বাধ্য নন।

আরো খবর পেতে চোখ রাখুন প্রিয়বন্ধু মিডিয়া-তে

এবার থেকে প্রিয় বন্ধুর খবর পড়া আরো সহজ, আমাদের সব খবর সারাদিন হাতের মুঠোয় পেতে যোগ দিন আমাদের হোয়াটস্যাপ গ্রূপে – ক্লিক করুন এই লিঙ্কে

আর তাই সংগঠনের তরফে একটি লিগ্যাল ড্রাফট করে যে যে প্রাথমিক শিক্ষক এই ডিও ও বিএলও ডিউটি থেকে নিষ্কৃতি চান তাঁদের নিজের নিজের সংশ্লিষ্ট বিডিওকে স্পিডপোস্টে পাঠাতে অনুরোধ করা হয়। সংগঠনের দাবি, এখনও পর্যন্ত শতাধিক শিক্ষক গোটা রাজ্যজুড়ে এই আবেদন করেছেন। কিন্তু কারোর ক্ষেত্রেই এখনও পর্যন্ত এই প্রসঙ্গে সংশ্লিষ্ট বিডিওদের তরফে কোনো উত্তর আসে নি। আর তাই, আজ শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চ কলকাতা হাইকোর্টে এই নিয়ে একটি জনস্বার্থ মামলার জন্য যায়। গতকালই এই মামলা দায়ের করার কথা ছিল – কিন্তু গতকালের ভারত বনধের পরিপ্রেক্ষিতে রাজ্য সরকার বিশেষ বিশেষ কিছু ক্ষেত্র ছাড়া সমস্ত সরকারি কর্মী ও শিক্ষকদের ছুটি বাতিল করায়, গতকাল তা করা যায় নি।

আজ, শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চের অন্যতম শীর্ষনেতা মইদুল ইসলামের সাথে প্রিয় বন্ধু বাংলার তরফে টেলিফোনে যোগাযোগ করা হলে তিনি জানান, আজকে আমাদের ডিও, বিএলও ও সুপারভাইসার কেসের ‘স্পেশ্যাল লিভ পিটিশন’ মেনশনিং হল ১৫ নম্বর কোর্টে মাননীয় বিচারপতি তপোব্রত চ্যাটার্জির এজলাসে, এই মামলার শুনানি হবে আগামী পরশুদিন। আমাদের তরফে এই মামলা লড়বেন শিক্ষা সম্বন্ধে অন্যতম প্রখ্যাত আইনজীবী ফিরদৌস শামিম। তবে, এখনও যাঁরা নির্দিষ্ট ফরম্যাটে নিজের নিজের বিডিও বা এসডিও অফিসে আবেদন জমা করেননি, তাঁরা কালকের মধ্যে অনুগ্রহ করে জমা করে দেবেন। যদি কোনো অসুবিধার মুখোমুখি হন, তাহলে আমাদের সংগঠন শিক্ষক ঐক্য মুক্ত মঞ্চে যোগাযোগ করুন।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!