এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রভাবশালী সংখ্যালঘু বিজেপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা! চূড়ান্ত উত্তেজনা অনুব্রত-গড়ে

প্রভাবশালী সংখ্যালঘু বিজেপি নেতাকে গুলি করে হত্যার চেষ্টা! চূড়ান্ত উত্তেজনা অনুব্রত-গড়ে


আপনাদের সুবিধার্থে খবরের শেষে বিধানসভা ২০২১ উপলক্ষে আমাদের করা সর্বশেষ সমীক্ষার প্রতিটির লিঙ্ক দেওয়া আছে।

আপনার মতামত জানান -

প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – ফের হিংসাত্মক ঘটনা ঘটে গেলো অনুব্রত গড়ে। গতকাল শুক্রবার সকালে বীরভূম জেলার মাড়গ্রামে ভরা বাজারে বিজেপির এক সংখ্যালঘু মোর্চার নেতাকে মারধর ও তাকে লক্ষ্য করে গুলি চালানো হলো। শেষ পর্যন্ত রক্তাক্ত অবস্থায় পরে থাকা এই নেতাকে উদ্ধার করে রামপুরহাট মেডিক্যাল কলেজ ও হাসপাতালে ভর্তি করা হয়েছে। তৃণমূল কর্মীরাই তাঁকে মারধর করে, গুলি চালিয়েছে বলে অভিযোগ বিজেপি শিবিরের। তবে, এই অভিযোগ সম্পূর্ণ অস্বীকার করেছে শাসক দল তৃণমূল। গতকালের এই ঘটনায় এলাকায় তীব্র শোরগোল পরে যায়।

প্রসঙ্গত, গতবছর তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগ দিয়েছিলেন মাড়গ্রামের দর্জি পাড়ার বাসিন্দা শিলন শেখ। পরবর্তীকালে তাঁকে বিজেপির সংখ্যালঘু মোর্চার জেলা কমিটির আমন্ত্রিত সদস্য করা হয়েছে। গতকাল দশটা নাগাদ তিনি বাজার করতে গিয়েছিলেন। সে সময় অকস্মাত্ পঞ্চায়েত প্রধান ভুট্টু শেখ তাঁর দলবল নিয়ে তাঁর ওপর আক্রমণ চালায়। লাঠি, রড দিয়ে তাঁকে প্রচন্ডভাবে মারধর করা হয়। কোনরকমে সেখান থেকে পালিয়ে যান তিনি। এরপর তিনি তাঁর পরিবারের সদস্যদের নিয়ে থানায় অভিযোগ জানাবার জন্য যাচ্ছিলেন।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

তখন আবার তাঁর ওপর আক্রমণ করা হয়। পিস্তলের বাট দিয়ে আঘাত করা হয় তাঁর মাথায়। এর সঙ্গেই গুলি চলে। গুলিটি তাঁর মাথার খুলি ছড়িয়ে গিয়েছে। এমনকি তাঁর স্ত্রীকেও মারধর করা হয়েছে। এমনই অভিযোগ করলেন আহত বিজেপি নেতা শিলন শেখ হাসপাতালের বেডে শুয়ে। শেষ পর্যন্ত এই ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের চেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এ প্রসঙ্গে বিজেপির ব্লক সভাপতি সুজাউদ্দিন শেখ জানালেন যে, বিজেপি করার কারণেই তাঁর উপর এরকম হামলা চালিয়েছে তৃণমূলের পঞ্চায়েত প্রধান ও তাঁর লোকজনেরা। যদিও, অভিযোগ অস্বীকার করেছে তৃণমূল।

এ প্রসঙ্গে পঞ্চায়েত প্রধান ভুট্টু শেখ এর দাবি, বিজেপি সংখ্যালঘু মোর্চার জেলা নেতা খন্দেকর রেজাউল ইসলাম চাকরি দেওয়ার নাম করে বেশ কিছু যুবকের কাছে থেকে টাকা নিয়েছিলেন। গত রবিবার এই যুবকদের সঙ্গে নেতার বচসা বাঁধে। যুবকেরা তাঁকে ধাক্কাধাক্কি করে। বিজেপির ধারণা এই যুবকদের উস্কানি দিয়েছেন তিনি ও তাঁর দলের লোকজন। এই কারণে তাদেরকে মারতে আসেন শিলন শেখ ও তার লোকজন। তখন সাধারণ মানুষ তাদেরকে আটকে দেয়। সাধারণ মানুষের সঙ্গে গন্ডগোল হয়েছে তাদের। তবে গুলি করার কোন শব্দ তিনি শুনতে পাননি বলে জানালেন। পুলিশের পক্ষ থেকেও জানানো হয়েছে যে, গুলি চালানোর কোনো ঘটনা ঘটেনি। এভাবেই আগামী বিধানসভা নির্বাচনের আবহে আবার হিংসাত্মক ঘটনা ঘটে গেলো অনুব্রত গড়ে।

একনজরে দেখে নিন আমাদের সর্বশেষ বিধানসভা ২০২১ ওপিনিয়ন পোল –

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – দ্বিতীয় পর্ব – 

# মুর্শিদাবাদ জেলার ওপিনিয়ন পোল – প্রথম পর্ব – 

# মালদহ জেলার ওপিনিয়ন পোল –

# দক্ষিণ দিনাজপুর জেলার ওপিনিয়ন পোল –

# উত্তর দিনাজপুরে জেলার ওপিনিয়ন পোল –

# জলপাইগুড়ি ও কালিম্পঙ জেলার ওপিনিয়ন পোল –

# আলিপুরদুয়ার ও দার্জিলিং জেলার ওপিনিয়ন পোল –

# কুচবিহার জেলার ওপিনিয়ন পোল –

আপনার মতামত জানান -
আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!