এখন পড়ছেন
হোম > রাজনীতি > তৃণমূল > প্রচারে গিয়ে বিতর্কিত তৃণমূল সাংসদ নুসরাত, ভাইরাল ভিডিও ঘিরে বিড়ম্বনা!

প্রচারে গিয়ে বিতর্কিত তৃণমূল সাংসদ নুসরাত, ভাইরাল ভিডিও ঘিরে বিড়ম্বনা!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট – এবার প্রচারে গিয়ে বিতর্কিত মন্তব্য করে বসলেন বসিরহাটের তৃণমূল সাংসদ তথা বিশিষ্ট অভিনেত্রী নুসরাত জাহান। যেখানে সরাসরি তিনি মুখ্যমন্ত্রীর জন্য এতক্ষণ অপেক্ষা করেন না বলে দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে মন্তব্য করতে শোনা গেল তাকে। স্বাভাবিক ভাবেই তার এই মন্তব্যকে কেন্দ্র করে এখন রীতিমত চর্চা শুরু হয়েছে বিশেষজ্ঞদের মধ্যে। দলীয় কর্মী সমর্থকদের উদ্দেশে তিনি এই মন্তব্য করে যেমন বিতর্কে পড়ে গেলেন, ঠিক তেমনই বিরোধীরাও এই গোটা ঘটনাকে হাতিয়ার করে এবার ময়দানে নামবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।

সূত্রের খবর, এদিন অশোকনগরের তৃণমূল প্রার্থীর হয়ে প্রচারে যান তৃণমূল সাংসদ নুসরাত জাহান। যেখানে বেশিক্ষণ অপেক্ষা করার জন্য দলের একাংশের বিরুদ্ধে সরব হতে দেখা যায় তাকে। নুসরাত জাহান বলেন, “এক ঘণ্টার বেশি সময় ধরে র‍্যালি করছি। মুখ্যমন্ত্রীর জন্যও করি না।” আর তার এই মন্তব্য সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যেতেই এখন শুরু হয়েছে বিতর্ক। অনেকে বলছেন, নুসরাত জাহান অভিনেত্রী, এটা অত্যন্ত বাস্তব।

কিন্তু মুখ্যমন্ত্রীর জন্য তিনি অপেক্ষা করেন না বলে তৃণমূল কর্মী সমর্থকদের কাছে যে বক্তব্য রাখলেন, তাতে তার গ্রহণযোগ্যতা নিয়ে এখন দলের অন্দরে যে বড় প্রশ্ন উঠতে শুরু করবে, তা বলার অপেক্ষা রাখে না। যে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসে শেষ কথা বলেন, সেই তার জন্য নুসরাত জাহান অপেক্ষা করেন না বলে যে কথা বললেন, তাতে কর্মী-সমর্থকদের মনে বসিরহাটের তৃণমূল সাংসদ সম্পর্কে যে বিরূপ প্রতিক্রিয়া তৈরি হতে পারে, সেই ব্যাপারে নিশ্চিত একাংশ।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

পর্যবেক্ষকদের মতে, ভোটের সময় এই ধরনের ভিডিও ভাইরাল হয়ে যাওয়ার সাথে সাথেই বিরোধীরা তাদের হাতিয়ার করতে শুরু করেছে। যেখানে বিরোধীদের পক্ষ থেকে কটাক্ষ করে বলা হয়েছে, আগে তৃণমূল নিজেদের ঘর সামলাক, তারপরে রাজ্যের ক্ষমতা দখলের ব্যাপারে মনোযোগী হবে।

অর্থাৎ তৃণমূল সাংসদের এই মন্তব্য এখন যে ভোটের মরসুমে বিরোধীদের কাছে বড় হাতিয়ার, তা বলার অপেক্ষা রাখে না। তবে দলীয় প্রার্থীর সমর্থনে প্রচারে গিয়ে বেশিক্ষন অপেক্ষা করবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়কে টেনে এনে যে কথা বললেন নুসরাত জাহান, এখন তা নিয়ে বিতর্ক ক্রমশ ঊর্ধ্বমুখী। সব মিলিয়ে গোটা পরিস্থিতি কোথায় গিয়ে দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে সকলের।

 

 

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!