এখন পড়ছেন
হোম > জাতীয় > প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলোকে স্থান দিতে এবার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর

প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠানে বাংলার ট্যাবলোকে স্থান দিতে এবার তাৎপর্যপূর্ণ পদক্ষেপ মুখ্যমন্ত্রীর


প্রিয়বন্ধু মিডিয়া রিপোর্ট – দিল্লিতে প্রজাতন্ত্র দিবসের অনুষ্ঠান থেকে বাতিল করা হয়েছে বাংলার ট্যাবলোকে। কেন এমন সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্র? তা এখনও স্পষ্ট করে জানানো হয়নি। এই পরিস্থিতিতে বাংলার ট্যাবলো বাতিলের সিদ্ধান্ত পূনর্বিবেচনার দাবিতে প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠালেন মুখ্যমন্ত্রী। প্রধানমন্ত্রীর কাছে চিঠি পাঠিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় লিখেছেন, কেন্দ্রের এই সিদ্ধান্তে হতবাক ও ব্যথিত হয়েছেন তিনি। কেন বাংলার ট্যাবলোকে বাদ দেওয়ার সিদ্ধান্ত নেয়া হয়েছে? কেন্দ্র তার কারণ ব্যাখ্যা করেনি।

বাংলার মানুষ কেন্দ্রীয় সরকারের এই আচরণে গভীরভাবে ব্যথিত। তিনি অভিযোগ করেছেন, বাংলার ট্যাবলো বাদ দেওয়ার সিদ্ধান্ত নিয়ে স্বাধীনতা সংগ্রামীদের অসম্মান করা হয়েছে। স্বাধীনতা সংগ্রামীদের সম্মান জানিয়ে তৈরি বাংলার ট্যাবলোকে অনুমতি দেওয়ার দাবি করেছেন তিনি। কেন্দ্রীয় সরকারের এই সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি জানিয়েছেন তিনি।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

অন্যদিকে, ট্যাবলো বিতর্কে বাংলা পক্ষের সমর্থন পেল রাজ্যের শাসক দল তৃণমূল। বাংলা পক্ষের তরফ থেকে একটি টুইট করে জানানো হয়েছে, বিজেপি শাসিত কেন্দ্র ২৬ সে জানুয়ারির অনুষ্ঠানে বাংলার বীর সুভাষকে নিয়ে বানানো ট্যাবলো বাতিল করে দিয়েছে। এর জন্য ধিক্কার জানানো হচ্ছে বিজেপিকে। সুভাষচন্দ্র কে এতো ভয় পায় বাংলার শত্রুরা? সুভাষচন্দ্রের শত্রুর উত্তরসূরিরা আজ দিল্লির মসনদে। এরা সকলেই ব্রিটিশদের দালাল ছিল। অন্যদিকে, ভারতীয় সেনায় বাঙালি রেজিমেন্ট, ভারতীয় সেনাবাহিনীর পরীক্ষা বাংলা ভাষায় দেওয়ার সুযোগ ইত্যাদি দাবিও করা হয়েছে এই সংগঠনের পক্ষ থেকে।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!