এখন পড়ছেন
হোম > অন্যান্য > চাকরি > প্রকাশ করা হল ইন্টারভিউ তালিকা, উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় পদক্ষেপ!

প্রকাশ করা হল ইন্টারভিউ তালিকা, উচ্চ প্রাথমিকে নিয়োগ নিয়ে বড় পদক্ষেপ!


প্রিয় বন্ধু মিডিয়া রিপোর্ট –  অবশেষে বড়সড় সুখবর পেতে চলেছেন চাকরিপ্রার্থীরা। হাইকোর্টের নির্দেশ মত বৃহস্পতিবার প্রকাশিত হল উচ্চ প্রাথমিকে শিক্ষক নিয়োগের ইন্টারভিউ তালিকা। স্বাভাবিকভাবেই ইন্টারভিউ তালিকা প্রকাশকে কেন্দ্র করে আশার আলোয় বুক বাঁধতে শুরু করেছেন বেকার যুবক যুবতীরা। বস্তুত, সম্প্রতি প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকে ব্যাপক নিয়োগ-প্রক্রিয়ার কথা ঘোষণা করেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। কিন্তু তারপরেই গোটা পরিস্থিতি নিয়ে আদালতের দ্বারস্থ হয় একপক্ষ। স্বাভাবিকভাবেই এই উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়ার ওপর স্থগিতাদেশ জারি করা হয় আদালতের পক্ষ থেকে। আর এই পরিস্থিতিতে হাইকোর্টের পক্ষ থেকে সবুজসংকেত পাওয়ার পরেই এই ব্যাপারে পদক্ষেপ নিল স্কুল সার্ভিস কমিশন।

সূত্রের খবর, বুধবার কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়. যেখানে জানানো হয়, বৃহস্পতিবার দুপুর বারোটায় স্কুল সার্ভিস কমিশনের ওয়েবসাইট মারফত ইন্টারভিউ তালিকা প্রকাশ করা হবে। আর সেখানেই চাকরিপ্রার্থীরা তাদের নম্বর সহ প্রয়োজনীয় বিষয় দেখতে পারবেন। আর সেই মতো করেই আজ দুপুর 12 টা বেজে যাওয়ার সাথে সাথেই ইন্টারভিউ তালিকা প্রকাশ করে দেয় স্কুল সার্ভিস কমিশন। অর্থাৎ নিজেদের বক্তব্যকে মান্যতা দিয়ে নির্ধারিত সময়ে স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে ইন্টারভিউ তালিকা প্রকাশ করে দেওয়া হল।

আমাদের নতুন ফেসবুক পেজ (Bloggers Park) লাইক ও ফলো করুন – ক্লিক করুন এখানে

আমাদের টেলিগ্রাম গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে

আমাদের সিগন্যাল গ্রূপে জয়েন করতে – ক্লিক করুন এখানে



আপনার মতামত জানান -

বলা বাহুল্য, সাত বছরের বেশি সময় ধরে উচ্চ প্রাথমিকে নিয়োগ প্রক্রিয়া নানা কারণে আটকে রয়েছে। একাধিকবার এই গোটা বিষয়ে কেউ কেউ আদালতের দ্বারস্থ হওয়ার কারণে থমকে রয়েছিল সেই প্রক্রিয়া। তবে অবশেষে এই ব্যাপারে নতুন দরজা খুলে যায়। তবে তারপরেও ইন্টারভিউ তালিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করে। আদালতের পক্ষ থেকে স্থগিতাদেশ জারি করা হয়। কিন্তু এই পরিস্থিতিতে আদালতের সবুজ সঙ্কেত পাওয়ার পর বুধবার স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে একটি বিজ্ঞপ্তি দিয়ে জানিয়ে দেওয়া হয়, বৃহস্পতিবার দুপুর বারোটায় নিজস্ব ওয়েবসাইটে ইন্টারভিউ তালিকা প্রকাশ করবে কমিশন। সেই মত করেই সেই তালিকা প্রকাশ করে দেওয়া হল। স্বাভাবিকভাবেই এই তালিকা প্রকাশ হওয়ার পর আবার বিতর্ক তৈরি হয়, নাকি স্বাবলীল নিয়মেই গোটা পরিস্থিতি এগিয়ে যায় নিয়োগ-প্রক্রিয়ার দিকে, সেদিকেই নজর থাকবে সকলের।

আপনার মতামত জানান -

Top
error: Content is protected !!